1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরের গাজা পুনর্গঠন তহবিলে জাতিসংঘ ও আরব নেতাদের সমর্থন

৫ মার্চ ২০২৫

গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি পাঁচ বছর মেয়াদী পাঁচ হাজার ৩০০ কোটি ডলারের তহবিল তৈরির প্রস্তাব তুলে ধরেছেন৷ সে প্রস্তাবে সমর্থন দিয়েছে আরব লীগ ও জাতিসংঘ৷

মিশরে আরব বিশ্বের সম্মেলন
কায়রোতে আরব নেতাদের সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট এল-সিসির গাজা পুনর্গঠন তহবিল প্রস্তাবটি সমর্থন পায়ছবি: Egyptian Presidency/Xinhua News Agency/picture-alliance

এই তহবিলের লক্ষ্য হলো গাজায় ভবন, রাস্তাসহ সব অবকাঠামো পুনর্নির্মাণ এবং ফিলিস্তিনিরা যেন নিজ ভূমিতেই থাকতে পারেন সে পরিস্থিতি তৈরি করা৷

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজাকে খালি করে সেখানে ভ্রমণ গন্তব্য তৈরির পরিকল্পনার কথা বলেন৷ এর বিপরীতে আরব লীগ এই প্রস্তাব গ্রহণ করে৷ 

সিসির পাঁচ বছর মেয়াদী পরিকল্পনার প্রথম দুই বছর দুই লাখ আবাসিক ভবন তৈরির কথা বলা হয়েছে৷ দ্বিতীয় ধাপে ২০৩০ সাল পর্যন্ত আরো দুই লাখ হাউজিং ইউনিট, একটি বিমানবন্দর, বাণিজ্যিক এলাকা, হোটেল ও পার্ক তৈরির কথা বলা হয়েছে৷ মোট ৩০ লাখ লোকের থাকার জায়গা তৈরি করার কথা বলেছে৷

জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই পরিকল্পনাকে সমর্থন করেছে৷ জাতিংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তার পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেছেন৷

সৌদি আরব ও আরব আমিরাতের মতো ধনী উপসাগরীয় দেশগুলো এই উদ্যোগে আর্থিক সহায়তা দেবে৷ তবে তারা হামাসকে সরাসরি সহযোগিতা করবে না৷ যুক্তরাষ্ট্র চায় গাজা যেন হামাস নিয়ন্ত্রণ না করে৷ মিশরের প্রস্তাব, গাজা নিয়ন্ত্রণ করবে একটি স্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ৷ নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা আলোচিত হচ্ছে৷

আগামী মাসে তহবিল সংগ্রহে একটি সম্মেলন আয়োজন করবে মিশর৷ তবে এসব উদ্যোগ এখনো অনিশ্চয়তায় ঝুলছে৷ কারণ ইসরায়েল হামাসকে পুরোপুরি নিরস্ত্র করার দাবি করেছে৷ অন্যদিকে, হামাস বলছে এটা হলে ‘রেড লাইন' অতিক্রম করা হবে৷

প্রায় ১৪ মাসের গাজা যুদ্ধে উপত্যকার ৭০ ভাগ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে৷ সেখানে প্রায় পাঁচ কোটি টন ধ্বংসাবশেষে ঢেকে গেছে পুরো অঞ্চল৷

জেডএ/জেডএইচ (রযটার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ