1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিখোঁজ মিশরীয় বিমান

২০ মে ২০১৬

বৃহস্পতিবার ভোরে মিশরের ইজিপ্ট-এয়ারের এ৩২০ বিমান প্যারিস থেকে কায়রোর পথে নিখোঁজ হয়ে যায়৷ বিমানটি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে৷ নিছক দুর্ঘটনা, নাকি সন্ত্রাসী হামলা – সেটা এখনো স্পষ্ট নয়৷

ইজিপ্ট এয়ার বিমান
ছবি: Reuters/C. Hartmann

@dwnews: EgyptAir social media hoaxes

03:23

This browser does not support the video element.

প্রশান্ত মহাসাগরের কোনো জনহীন প্রান্ত নয়, খোদ ইউরোপের দক্ষিণে ভূমধ্যসাগরের এক প্রান্তে নিখোঁজ একটি যাত্রীবাহী বিমান৷ অথচ সেই বিমানের পরিণতি সম্পর্কে এক দিন পরেও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছিল না৷ মিশরের নৌবাহিনী শুক্রবার বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছে৷

বিমানটিকে সর্বশেষ মিশরের উপকূলের কাছে চিহ্নিত করা গিয়েছিল৷

বিমানটির পরিণতির ফলে চরম অনিশ্চয়তায় ভুগছিলেন যাত্রীদের আত্মীয়-স্বজন৷

তথ্য-প্রমাণের অভাবে উঠে আসছিল নানা তত্ত্ব৷ সন্ত্রাসবাদীরা বোমা বিস্ফোরণ ঘটিয়ে বিমানটি ধ্বংস করেছে বলে মনে করছে এক মহল৷

এমনকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নের লড়াইয়ে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্পও সন্ত্রাসবাদীদের ঘাড়েই দায় চাপিয়ে দিচ্ছেন৷

সমুদ্রের উপর ভাসমান কিছু বস্তুকে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ হিসেবে ধরে নেওয়া হলেও পরে তা ভুল প্রমাণিত হয়৷

বিমানের খোঁজে যোগ দিয়েছে একের পর এক দেশ৷ বিশাল আকারে সমুদ্রে চলেছে অভিযান৷ এই প্রেক্ষাপটে বেসমারিক বিমান চলাচলের ক্ষেত্রে চরম দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে৷ আধুনিক যুগে এত স্যাটেলাইট, জিপিএস ট্র্যাকিং সত্ত্বেও আস্ত একটা বিমান কী করে নিখোঁজ হতে পারে, তা বোঝা অনেকের পক্ষেই কঠিন হচ্ছে৷ বিমানটির সন্ধানে বিলম্বও অনেকের ক্ষোভের কারণ৷

আধুনিক প্রযুক্তির দৌলতে যেখানে জার্মান চ্যান্সেলরের ফোনে পর্যন্ত আড়ি পাতা সম্ভব, সেখানে আস্ত এক বিমান উধাও হয় কী করে – এমন প্রশ্নও শোনা যাচ্ছে৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ