1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিপ্লবের ছবি

৩ সেপ্টেম্বর ২০১২

আমর ওয়াকেদ, সালেহ আল হানাফি এবং ফারাহ ইউসূফ অভিনীত ছবি ‘উইন্টার অফ ডিসকন্টেন্ট' এর মহরত হচ্ছে ভেনিস চলচ্চিত্র উৎসবে৷ মিশরে গণবিপ্লবের সময় এই ছবিটি তৈরি করেন ইব্রাহিম বাটুট৷

ছবি: Reuters

অভিনেতা আমর ওয়াকেদ এই ছবি সম্পর্কে বলেন, ‘‘আমরা অত্যন্ত অনিশ্চিত পরিস্থিতির মধ্যে ছবিটির জন্য কাজ করেছিলাম৷ বিপ্লব তখন পুরোদস্তুর চলছে, সবদিকে বিশৃঙ্খল অবস্থা, মানুষের ভিড় ছিল সর্বত্র৷ কিন্তু আমরা এই ঘটনা থেকেই উৎসাহ পেয়েছিলাম৷ বিপ্লব থেকে পাওয়া সৃষ্টিশীল শক্তি আমাদেরকে সাহস জুগিয়েছে৷''

২০১০ সালের ১০ই ফেব্রুয়ারি৷ সেদেশের তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের মাত্র একদিন আগের এই দিনটিতে তাহরির চত্বরে শুটিং শুরু করে ছবিটির নির্মাতা দল৷ তাহরির চত্বর ছিল মিশরের স্বৈরশাসক হোসনি মুবারকের বিরুদ্ধে আন্দোলনের কেন্দ্রবিন্দু৷ তাই ‘উইন্টার অফ ডিসকন্টেন্ট' ছবির শুরুর দৃশ্যগুলোর জন্য সেটাই ছিল উপযুক্ত জায়গা৷

তিউনিশিয়ায় আরব বসন্তের এক শহীদের স্মৃতিসৌধছবি: Reese Erlich

ভেনিসে গত ২৯শে আগস্ট থেকে শুরু হওয়া চলচ্চিত্র উৎসব চলবে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত৷ এই উৎসবে ছবিটির মহরত অনুষ্ঠিত হচ্ছে৷ ছবিতে ফারাহ ইউসূফ একজন টিভি সাংবাদিক হিসেবে অভিনয় করেছেন৷ মিশরের সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমের কড়া বিধিনিষেধ অতিক্রমের চেষ্টা করেন এই সাংবাদিক৷ আমর নামক একজন রাজনৈতিক কর্মীর বান্ধবী তিনি৷

মিশরের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত এই ফিচার ফিল্মে একপর্যায়ে বন্দি হন আমর৷ বন্দি অবস্থায় পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তাঁর সঙ্গে পরিচয় ঘটে এক রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তার, যিনি কিনা দেশের প্রতি তথাকথিত ভালোবাসার কারণে সেদেশের সাধারণ নাগরিকদেরকে নির্যাতন করতে দ্বিধা করেন না৷ এভাবেই এগিয়ে যায় ছবির কাহিনি৷

ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করায় এই ছবি আন্তর্জাতিক নজর কুড়িয়েছে, সেকথা স্বীকার করলেন অভিনেতা সালেহ আল হানাফি৷ মিশরের গণ বিপ্লবের পর সেদেশের চলচ্চিত্র ক্ষেত্রেও নতুন করে জেগে উঠেছে, মনে করেন ৪০ বছর বয়সি এই আল হানাফি৷

প্রতিবেদন: ক্রিস্টিন ইয়ানকোভেস্কি / এআই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ