1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে ‘মুবারকের আমল'

১৪ আগস্ট ২০১৩

সংঘর্ষ চলছে কায়রো রাস্তায়৷ ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ মুরসির সমর্থকদের৷ এক ব্লগার মনে করেন, মিশর প্রকারান্তরে আবার ফিরে গেছে স্বৈরশাসক হোসনি মুবারকের আমলে৷

ছবি: picture-alliance/AA

দেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে সেনাবাহিনী সরিয়ে দেয়ার পরপরই সংঘর্ষ শুরু হয়েছিল মিশরে৷ তারপর এক পর্যায়ে সংঘর্ষ থেমেছিল৷ তবে মুরসির দল মুসলিম ব্রাদারহুডের নেতা-কর্মী-সমর্থকরা রাজপথ ছাড়েননি৷ মুরসিকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন তাঁরা৷

সংঘর্ষ চলছে কায়রো রাস্তায়ছবি: picture-alliance/dpa

গত সোমবার তাঁদের সরিয়ে দেশে শান্তি ফেরানোর ঘোষণা দেন৷ বুধবার সেই অভিযানে নামে সেনাবাহিনী৷ তাতে অবশ্য শান্তি ফেরেনি৷ বরং নতুন করে শুরু হয়েছে ব্যাপক সংঘর্ষ৷ ‘আরব বসন্ত' কি তাহলে ব্যর্থ হতে চলেছে? সরাসরি সে কথা না বললেও আলা আব্দেল ফাতা যা লিখেছেন তা-ও গণতন্ত্র প্রত্যাশীদের জন্য কম হতাশার নয়৷

মিশরের সুপরিচিত এই ব্লগার লিখেছেন ‘এ তো মুবারকের আমলের মতোই'৷ নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি আরো লিখেছেন, ‘‘মুবারকের পতন হোক৷ সিসিও মুবারক৷'' এখানে মিশরের সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাতা আল-সিসিকে সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের সঙ্গে তুলনা করেছেন আলা আব্দেল ফাতা৷ সিসিই ক্ষমতা থেকে সরিয়েছেন মোহামেদ মুরসিকে৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ