1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৃত্যুর মিছিল

১৯ আগস্ট ২০১৩

কায়রোর রাস্তায় এখন সেই বিক্ষোভ সমাবেশ নেই৷ তারপরও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে৷ দেশটিকে ঘিরে শঙ্কা, উদ্বেগ এখনো আছে বিশ্বজুড়ে৷ ইউরোপীয় ইউনিয়ন বৈঠকে বসছে৷ সৌদি আরব মিশর সরকারের ওপর চাপ বাড়ানোর বিষয়ে সতর্ক করে দিয়েছে৷

Reporters run for cover during clashes between Muslim Brotherhood supporters of Egypt's ousted president Mohamed Morsi, and police in Cairo on August 14, 2013, as security forces backed by bulldozers moved in on two huge pro-Morsi protest camps, launching a long-threatened crackdown that left dozens dead. The clearance operation began shortly after dawn when security forces surrounded the sprawling Rabaa al-Adawiya camp in east Cairo and a similar one at Al-Nahda square, in the centre of the capital. AFP PHOTO / MOSAAB EL-SHAMY (Photo credit should read MOSAAB EL-SHAMY/AFP/Getty Images)
ছবি: Mosaab El-Shamy/AFP/Getty Images

সৌদি আরবের সতর্কবার্তা যুক্তরাষ্ট্র এবং ইউরোপের প্রতি৷ রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মিশর সরকারকে বর্তমান অবস্থান থেকে সরানোর জন্য চাপ দেয়ার ফল খারাপ হতে পারে৷ দেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে ক্ষমতায় ফেরানোর দাবিতে যে বিক্ষোভ চলছে তা থামাতে সেনা অভিযান শুরু হয় মিশরে৷ কায়রোর বিক্ষোভ সমাবেশস্থল ফাঁকা করার অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৮৫০ জন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে৷

এদিকে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, রোববার কায়রোর কারাগার থেকে পালানোর চেষ্টা করার সময় মুসলিম ব্রাদারহুডের ৩৬ জন কারাবন্দি সমর্থক মারা গেছেন৷ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, কারাবন্দিরা মারা গেছেন কাঁদানে গ্যাসের ধোঁয়ায় দম বন্ধ হয়ে৷ তবে বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী মৃতের সংখ্যা ৩৮ এবং দমবন্ধ হয়ে মারা গেলেও তাঁরা সবাই ছিলেন পুলিশ ভ্যানে৷

গত কয়েকদিনে মুসলিম ব্রাদারহুডের বিক্ষোভ আন্দোলনের ধরণ কিছুটা পাল্টালেও মুরসির এ দল এখনো তাদের মূল দাবি থেকে সরেনি৷ অন্যদিকে মুসলিম ব্রাদারহুডের দাবি অনুযায়ী, মুরসি এবং তাঁর সরকারের প্রণয়ন করা সংবিধানকে ফিরিয়ে আনার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না মিশরের বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাজে৷ সেনাপ্রধান জানিয়ে দিয়েছেন, মুসলিম ব্রাদারহুডকেই মুরসিকে ক্ষমতার বাইরে রেখে দেশে শান্তি ফেরানোর চলমান উদ্যোগের অংশ হতে হবে৷

সোমবার ব্রাসেলসে বসছে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বৈঠক৷ ইউরোপের দেশগুলোর এই জোটের এ বৈঠকে মিশরকে ৫ বিলিয়ন ইউরোর অনুদান ও ঋণ হিসেবে দেয়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে৷

এসিবি / ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ