1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মিশরে কী হতে চলেছে বোঝা যাচ্ছে না’

২১ ডিসেম্বর ২০১২

তাহরির স্কয়ার আবার উত্তপ্ত৷ যে জায়গাটা ছিল মুবারকবিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু, সেখানেই চলে হালের সরকারবিরোধী আন্দোলন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরি গায়েন এখন সেখানে৷ তিনি জানান, সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল৷

ছবি: AP

গত ফেব্রুয়ারিতে তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে হয় হোসনি মুবারককে৷ তখন কে ভেবেছিল সেই মিশরে বছর না ঘুরতেই আবার দেখা যাবে লাগাতার আন্দোলন? এবারের আন্দোলন অবশ্য একেবারে ভিন্ন ধরনের৷ আন্দোলনকারীদের প্রতিপক্ষ এখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার৷ মোহামেদ মুরসি মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা হিসেবে প্রেসিডেন্ট হয়েছেন ছয় মাসও হয়নি, তার আগেই মিশর আবারো উত্তাল৷

মিশরের তাহরির স্কয়ার...ছবি: Reuters

প্রথমে বিরোধী দলগুলো নেমেছিল মুরসির জারি করা একটি ডিক্রি প্রত্যাহারের দাবিতে৷ বিরোধীদের অভিযোগ ছিল, নতুন প্রেসিডেন্ট সেখানে তাঁর এবং তাঁর দলের ক্ষমতা বাড়িয়ে নিয়েছেন৷ আন্দোলনের এক পর্যায়ে বাতিল করা হয় ডিক্রিটি৷ তবে তাতেও শান্তি বা স্থিতি ফেরেনি৷ নতুন সংবিধান প্রণয়নের পথে পা বাড়িয়ে বিরোধীদের আরো বেপরোয়া আন্দোলনের মুখেই ঠেলে দিয়েছেন মুরসি৷

BM/211212/Interview with Kaberi Gayen on Egypt - MP3-Mono

This browser does not support the audio element.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরি গায়েন এখন মিশরে৷ তাই তাঁর কাছে জানতে চাওয়া, মুবারকের পতনের পর আবার উত্তাল তাহরির স্কয়ার, উত্তাল মিশর৷ কেমন দেখছেন? হোসনি মুবারকবিরোধী আন্দোলনের সময়ের সঙ্গে এখনকার তফাত কতটুকু? কথোপকথন এভাবে শুরু হলেও শেষ হয়েছে সংবিধান নিয়ে ‘হ্যাঁ', ‘না' ভোটের সম্ভাব্য ফলাফল এবং মিশরের নিকট ভবিষ্যত প্রসঙ্গে৷

কাবেরি বললেন, ‘‘মিশরে মুসলিম ব্রাদারহুড আর বিরোধী দলগুলো মুখোমুখি অবস্থানে, দু'পক্ষই খুব মরিয়া, তাই কী হতে চলেছে এক্ষুনি বলা খুব মুশকিল৷''

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ