1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রায় খসড়া সংবিধানের পক্ষে

২৩ ডিসেম্বর ২০১২

মিশরে প্রস্তাবিত সংবিধানের পক্ষে প্রায় দুই তৃতীয়াংশ ভোট পড়েছে৷ দুই দফা গণভোটের পর বেসরকারি ফলাফলে দেখা গেছে বেশিরভাগ মানুষই হ্যাঁ ভোটে সিল মেরেছেন৷ এই গণভোট নতুন সংসদ নির্বাচনের পথ খুলে দিলো৷

Egyptian election workers empty a ballot box for counting at the end of the second round of a referendum on a disputed constitution drafted by Islamist supporters of president Mohammed Morsi at a polling station in Giza, Egypt, Saturday, Dec. 22, 2012. Egypt's Islamist-backed constitution headed toward likely approval in a final round of voting on Saturday, but the deep divisions it has opened up threaten to fuel continued turmoil. (Foto:Nasser Nasser/AP/dapd)
ছবি: AP

গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয় প্রথম দফার গণভোট৷ বাকি প্রদেশগুলোতে শনিবার গণভোট হয়৷ সার্বিক চিত্রের দিকে তাকালে খুব বেশি ভোটার ভোট দেন নি৷ সরকার নিয়ন্ত্রিত আল আহরাম পত্রিকা জানিয়েছে, দুই দফার গণভোটে ৩১.৭ শতাংশ নিবন্ধিত ভোটার ভোট দিয়েছেন৷ দ্বিতীয় দফায় ৭১. ৪ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দেন৷ সরকারি টেলিভিশন জানিয়েছে, বেসরকারি ফলাফল অনুযায়ী, সার্বিকভাবে সাড়ে ৬৩ শতাংশ ভোট প্রস্তাবিত সংবিধানের পক্ষে পড়েছে৷ এদিকে মুসলিম ব্রাদারহুড দাবি করেছে, সার্বিকভাবে মোট ৬৪ শতাংশ ভোট সংবিধানের পক্ষে গিয়েছে৷ প্রথম দফার গণভোটের পর তারা দাবি করেছিল, হ্যাঁ ভোট পড়েছে শতকরা ৫৭ ভাগ৷ এদিকে একমাত্র হোসনি মুবারকের নিজের এলাকা মেনুফিয়াতেই না ভোট পড়েছে বেশি, এমনটি জানিয়েছে বার্তা সংস্থা ডিপিএ৷ গণভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে আগামী সোমবার৷ তবে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত যে খসড়া সংবিধানের পক্ষেই গিয়েছে সেটি এখন নিশ্চিত৷

ছবি: AP

নতুন এই সংবিধান অনুযায়ী, মিশরের প্রেসিডেন্ট পরপর দুইবারের বেশি নির্বাচিত হতে পারবেন না৷ আর প্রেসিডেন্ট নির্বাচিত হবেন চার বছর মেয়াদের জন্য৷ ধর্মবিশ্বাসের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, তবে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম হয়ে থাকবে৷ শরিয়াকে সকল আইনের উৎস বলে ধরা হবে৷ এই বিধান নিয়ে ইতিমধ্যে ধর্মনিরপেক্ষ দলগুলো আপত্তি তুলেছে, কারণ এটি ধর্মীয় সংখ্যালঘুদের জন্য বৈষম্যমূলক হয়ে উঠতে পারে৷ সংবিধান অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রী হবেন সবসময় সামরিক বাহিনীর মধ্য থেকে৷ সংবিধানে বলা হয়েছে সকল নাগরিকের বৈষম্যহীন সমানাধিকারের কথা৷ তবে বিরোধী দলগুলোর যুক্তি, এখানে নারীদের সমানাধিকারের বিষয়টি উল্লেখ করা হয় নি, যা নারীদের প্রতি বৈষম্যের কারণ হয়ে দাঁড়াতে পারে৷ সংবিধানে বলা হয়েছে মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষিত থাকবে তবে সেটি মহানবীর প্রতি অবমাননার ক্ষেত্রে নয়৷ মানবাধিকার সংগঠনগুলোও প্রস্তাবিত সংবিধানের এই বিধানটি নিয়ে সন্দেহ পোষণ করেছে৷

এদিকে সংবিধানে ভাইস প্রেসিডেন্টের বিধান না রাখাতে শনিবার পদত্যাগ করেছেন ভাইস প্রেসিডেন্ট মাহমুদ মেক্কি৷ অন্যদিকে এই নতুন সংবিধান গৃহীত হওয়ার দুই মাসের মধ্যে সংসদ নির্বাচন দিতে হবে৷ তার আগ পর্যন্ত আইনসভার দায়িত্ব পালন করে যাবে সংসদের উচ্চকক্ষ শুরা পরিষদ৷

আরআই/এএইচ (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ