মিশরের রাজধানী কায়রোর আদালতে ছয় নারীর মধ্যে দুজনের দু বছরের কারাদণ্ড ও ১৬ হাজার ইউরো জরিমানা, তিন জনের শুধু দু বছরের কারাদণ্ড এবং আরেকজনের তিন বছরের কারাদণ্ড ও জরিমানা হয়েছে৷ মানবাধিকার কর্মীরা রায়ের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘‘এটা নাগরিক স্বাধীনতায় চরম আঘাত৷''
রায়ে ওই ছয় নারীর বিরুদ্ধে ‘অশোভনভাবে নাচা', ‘মিশরের পারিবারিক মূল্যবোধ ও নীতি লঙ্ঘন করা', লাম্পট্য এবং মানবপাচার উৎসাহিত করার অভিযোগের উল্লেখ করা হয়৷
তবে এক বিবৃতিতে ছয় নারীর মধ্যে শুধু দু' জনের নাম উল্লেখ করা হয়েছে৷ তারা হলেন হানিন হোসাম এবং মাওয়াদা এলাদহাম৷ দু'জনই ছাত্রী৷ হানিনের বয়স ২০ এবং মাওয়াদার বয়স ২২ বছর৷
জানা গেছে, হানিন, মাওয়াদা এবং বাবি চার নারী কখনো স্পোর্টস কারের ভেতরে বসে টিকটকের জন্য খুব ছোট ভিডিও করতেন৷ কখনো স্পোর্টস কারের বাইরে দাঁড়িয়ে নাচতেন৷ কখনো কখনো রান্নাঘর বা অন্য কোনো জায়গা থেকে আপাত নিরীহ সব কৌতুক করতেও দেখা যেতো তাদের৷
অভিযুক্তদের আইনজীবীরা জানান, রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে৷ তাদের দাবি, অভিযুক্ত তরুণীরা টিকটকে জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছেন, সচেতনভাবে আইন লঙ্ঘনের উদ্দেশ্য তাদের ছিল না৷
আললা জুমা, কার্স্টেন ক্নিপ/ এসিবি
কেউ পড়িয়ে, কেউ বক্তব্য দিয়ে, কেউ নেচে-গেয়ে হয়ে উঠেছেন সেলিব্রেটি৷ সমাজের অসংগতি তুলে ধরে, জলসায় লোক হাসিয়ে এমনকি শুধু গালাগালি করেও সোশ্যাল মিডিয়ায় তারাকাখ্যাতি পেয়েছেন বাংলাদেশের কেউ কেউ! দেখুন তাদের ছবিঘরে৷
ছবি: YouTube/Mufti Gias Uddin At-Taheriইউটিউবে দারুণ সব ভিডিও শেয়ার করে জনপ্রিয় হয়ে উঠেন তিনি৷ তার ভিডিওগুলোতে নানা অসংগতির চিত্র ফুটে উঠলেও 'অভদ্র প্রেম' শিরোনামে একটি ভিডিও নিয়ে বেশ বিতর্ক হয়৷ সালমানের ইউটিউব চ্যানেলটিতে ১২ লাখ সাবস্ক্রাইবার রয়েছে৷
ছবি: YouTube/S. Muqtadirইসলামি বক্তা হিসেবে পরিচিতি পাওয়া এই ব্যক্তির ওয়াজের ভিডিওগুলো ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷ সম্প্রতি চা ঢেলে দেওয়া নিয়ে তার একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়৷ তবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তার বিরুদ্ধে বাংলাদেশে একটি মামলাও হয়েছে৷
ছবি: YouTube/Mufti Gias Uddin At-Taheriফেসবুক ও ইউটিউবে ‘টেন মিনিট স্কুল’ নামে একটি শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি৷ প্রতিদিন নতুন কিছু শিখে তা অন্যকে শেখানোকেই সফলতা হিসেবে দেখেন তিনি৷
ছবি: Facebook/A. Sadiqমোটিভেশন স্পিকার হিসেবে তারকা খ্যাতি পাওয়া সুখন আগে কমেডি করে মানুষ হাসাতেন৷ এখন ফেসবুকে তাকে ৫ লাখ ৮৮ হাজারেও বেশি মানুষ অনুসরণ করে৷
ছবি: Facebook/S. Shukhonফেসবুক লাইভে এসে অকথ্য ভাষায় গালাগালি করে তারকা বনে গেছেন অস্ট্রিয়া প্রবাসী সেফাতউল্লাহ সেফুদা৷ লাইভে কোরআন শরীফ অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে৷ মদ খাওয়া নিয়ে তার বক্তব্য বেশ ট্রল হয়৷
ছবি: Facebook/Sefat Ullah Sefudaফেসবুকে আসাদ পং পং নামে পরিচিত পাওয়া এই ব্যক্তির প্রকৃত নাম কামরুজ্জামান শিকদার৷ এক লাইভে এসে সেফুদার নামে বিচার দিয়ে তিনি বলেন, ‘‘...আমারে গালি দিছে এরজন্য আমি কোনো বিচার চাই না তার কারণ আপনেরা আমারে সব সময় গালি দেন৷’’ গালাগালি ও বাজে মন্তব্য করায় মালায়েশিয়ায় গ্রেপ্তারও হন তিনি৷
ছবি: Facebook/Asad Pong Pongহাস্যরসে ভরা ভিডিও বানিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আলোচনায় উঠে আসেন আশরাফুল আলম ওরফে হিরো আলম৷ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের মামলায় জেলও খেটছেন তিনি৷ বগুড়া-৪ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচনেও অংশ নেন এই ‘নায়ক‘৷
ছবি: YouTube/H. Alam