1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে ছয় নারীর কারাদণ্ড, কারণ টিকটক ভিডিও

৩০ জুলাই ২০২০

টিকটকে ভিডিও শেয়ার করায় ছয় নারীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে মিশরের আদালত৷ তাদের বিরুদ্ধে মূল অভিযোগ, পারিবারিক মূল্যবোধ লঙ্ঘন, মানবপাচার উৎসাহিত করা ও লাম্পট্য৷

Bildkombo Ägypten Influencerinnen Haneen Hossam und Mowada al-Adham
ছবি: AFP/K. Desouki

মিশরের রাজধানী কায়রোর আদালতে ছয় নারীর মধ্যে দুজনের দু বছরের কারাদণ্ড ও ১৬ হাজার ইউরো জরিমানা, তিন জনের শুধু দু বছরের কারাদণ্ড এবং আরেকজনের তিন বছরের কারাদণ্ড ও জরিমানা হয়েছে৷ মানবাধিকার কর্মীরা রায়ের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘‘এটা নাগরিক স্বাধীনতায় চরম আঘাত৷''

রায়ে ওই ছয় নারীর বিরুদ্ধে ‘অশোভনভাবে নাচা', ‘মিশরের পারিবারিক মূল্যবোধ ও নীতি লঙ্ঘন করা', লাম্পট্য এবং মানবপাচার উৎসাহিত করার অভিযোগের উল্লেখ করা হয়৷

তবে এক বিবৃতিতে ছয় নারীর মধ্যে শুধু দু' জনের নাম উল্লেখ করা হয়েছে৷ তারা হলেন হানিন হোসাম এবং মাওয়াদা এলাদহাম৷ দু'জনই ছাত্রী৷ হানিনের বয়স ২০ এবং মাওয়াদার বয়স ২২ বছর৷

জানা গেছে, হানিন, মাওয়াদা এবং বাবি চার নারী কখনো স্পোর্টস কারের ভেতরে বসে টিকটকের জন্য খুব ছোট ভিডিও করতেন৷ কখনো স্পোর্টস কারের বাইরে দাঁড়িয়ে নাচতেন৷ কখনো কখনো রান্নাঘর বা অন্য কোনো জায়গা থেকে আপাত নিরীহ সব কৌতুক করতেও দেখা যেতো তাদের৷

অভিযুক্তদের আইনজীবীরা জানান, রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে৷ তাদের দাবি, অভিযুক্ত তরুণীরা টিকটকে জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছেন, সচেতনভাবে আইন লঙ্ঘনের উদ্দেশ্য তাদের ছিল না৷

আললা জুমা, কার্স্টেন ক্নিপ/ এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ