মিশরে নতুন প্রধানমন্ত্রী, পুরোনো সংকট
১০ জুলাই ২০১৩ ফলে মিশরে এখনো চলছে মুরসি সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ৷ মৃতের সংখ্যা বাড়ছে৷
মঙ্গলবার আবারো নতুন প্রধানমন্ত্রী বেছে নিয়েছে মিশরের অন্তর্বর্তীকালীন সরকার৷ এবার ঘোষণা করা হয়েছে হাসেম এল বেবলাউয়ির নাম৷ বেবলাউয়ি ২০১১ সালের ফেব্রুয়ারিতে হোসনি মুবারকের পতনের পর খুব অল্প সময়ের জন্য অর্থমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী হয়েছিলেন৷ শিক্ষাবিদ এবং অর্থনীতিবিদ হিসেবে এর আগে দেশে-বিদেশে পালন করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব৷ জাতিসংঘের হয়েও কাজ করেছেন ৭৬ বছর বয়সি বেবলাউয়ি৷ তাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মনোনীত করার পর যখন মুরসি বিরোধী রাজনৈতিক দলগুলোকে অন্তত পাশে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছিল তখনই ঘটে উল্টো ঘটনা৷ ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট (এনএসএফ) এক বিবৃতির মাধ্যমে জানিয়ে দেয় অন্তর্বর্তীকালীন সরকার এক ডিক্রি জারির মাধ্যমে সংবিধান সংশোধনের জন্য গণভোট আয়োজনের যে ঘোষণা দিয়েছে, তারা তার বিরুদ্ধে৷ ডিক্রিতে চার মাসের মধ্যে গণভোট আয়োজনের কথা বলা হয়েছিল৷ এছাড়া ছয় মাসের মধ্যে সংসদ নির্বাচন আয়োজনেরও ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার৷ সদ্য ক্ষমতাচ্যুত মুসলিম ব্রাদারহুডকেও অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হওয়ার আহ্বান জানানো হয়েছিল৷ বিক্ষোভরত দলটি সে আহ্বান প্রত্যাখ্যান করেছে৷ এ প্রত্যাখ্যানের পরপরই এসেছে একটি প্রত্যাহারের খবর৷ এনএসএফ জানিয়েছে, আগে অন্তর্বর্তীকালীন সরকারের ডিক্রির বিরুদ্ধে অবস্থান নেয়ার ঘোষণা দিয়ে যে বিবৃতি প্রচার করা হয়েছিল সেটা তারা প্রত্যাহার করছে৷
এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশজুড়ে বিক্ষোভ করে যাচ্ছে মুসলিম ব্রাদারহুড৷ সহিংশ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষে মৃতের সংখ্যা বাড়ছে৷ সোমবারই মারা গিয়েছিলেন ৫০ জন৷ তারপর থেকে অবশ্য হতাহতের হার কমছে৷
এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স, ডিপিএ)