1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে পাখি সংরক্ষণ করতে শিকারির সহায়তা

২১ ফেব্রুয়ারি ২০২৪

শিকারি যখন সংরক্ষণের কাজে শামিল হন, তখন প্রাণিজগতের সুবিধাই হয়৷ মিশরে এক উদ্যোগের আওতায় পাখি শিকারিরা এক হ্রদে বিপন্ন পাখিদের সঙ্গে বার্ডওয়াচারদের পরিচয় করিয়ে দিচ্ছেন৷

মিশরের বোরোলস হ্রদ
মিশরের বোরোলস হ্রদের পাখিদের দেখতে ভিড় করেন পর্যটেকেরা ছবি: DW

এটা এক পরীক্ষার কাহিনি৷ মিশরের উত্তরে বোরোলোস হ্রদে বিপন্ন পাখি এই এক্সপেরিমেন্টের বিষয়বস্তু৷ অন্যদিকে এক পাখি শিকারি উপার্জনের বিকল্প পথ পেলে সেই কাজ থামাতে চান৷ আর আছেন একজন পরিবেশবিদ, যাঁর মাথায় নতুন এক আইডিয়া এসেছে৷ ক ভ্রমণ সংস্থাও সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে৷

মিশরের পর্যটকরা সেই পাখি দেখার জন্য অনেক অর্থ ব্যয় করছেন৷ সেই উদ্যোগ কতটা সার্থক? তারা সবাই একেবারে নতুন কিছু করার চেষ্টা করছেন৷ বিশেষ করে সালাহ আবদেলআজিজ নামের শিকারির জন্য এটা একেবারে ভিন্ন কাজ৷

সন্ধ্যা নামতেই তিনি পানিতে প্রবেশ করলেন৷ তিনি বোরোলোস হ্রদে নিজের জাল পরীক্ষা করলেন৷ তিনি নকল হাস ব্যবহার করে আসল পরিযায়ী পাখি আকর্ষণ করার চেষ্টা করছেন৷ হ্রদের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় সেই পাখি যাতে নকল হাসগুলির সঙ্গে যোগ দেয়, সেটাই তিনি চান৷ হাসের শব্দ নকল করে তাঁর ডাকের উদ্দেশ্যও এক৷ তবে সেই কৌশল মাঝেমধ্যে কাজ করে৷ বরং খাঁটি হাসের ডাকের রেকর্ডিং আরো নির্ভরযোগ্যভাবে অন্য হাসগুলিকে আকর্ষণ করে৷ এই পদ্ধতি বেআইনি বটে, কিন্তু রাষ্ট্র তাঁর মতো শিকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না৷ মিশরে কয়েক হাজার এমন শিকারী সক্রিয়৷

পরের দিন সকালে সালাহ টের পেলেন, যে রাতে তিনি কোনো হাস ধরতে পারেন নি৷ তবে তিনটি নাইট হেরন পাখি ধরা পড়েছে৷ তিনি সাধারণ ক্রেতার কাছে ও রেস্তোরাঁয় সেগুলি বিক্রি করেন৷ পাখি শিকারি হিসেবে তাঁর উপার্জনের কোনো বিকল্প পথ নেই৷ পাঁচ সদস্যের পরিবারের জন্য তাঁকে আয় করতেই হয়৷ কিন্তু সেই কাজ ক্রমেই কঠিন হয়ে পড়ছে৷ কারণ তাঁর পছন্দের প্রাণীর সংখ্যা কমে চলেছে৷ তিনি জানান, অতীতে একটি ঝাঁকে ২০০ হাস থাকতো৷ এখন বড়জোর ৫০টি দেখা যায়৷

মিশরের বোরোলস হ্রদের পাখির মেলা

04:07

This browser does not support the video element.

বোরোলস হ্রদের আয়তন প্রায় ৪৬০ বর্গ কিলোমিটার৷ ঘনবসতিপূর্ণ এলাকার মাঝেই সেটি অবস্থিত৷ প্রথমবারের মতো বার্ডওয়াচার ট্যুর আয়োজন করা হচ্ছে৷ সেই হ্রদে একশোরও বেশি প্রজাতির পাথির দেখা মেলে৷ এখন সেগুলি বিপন্ন হয়ে ওঠায় স্থানীয় মানুষ সেগুলির দেখা পাওয়ার মূল্য উপলব্ধি করছেন৷ এমনকি তার জন্য মাসুল দিতেও তাঁরা প্রস্তুত৷

যথেষ্ট সংখ্যক মানুষ এই ট্যুরে অংশ নেবেন কিনা, আয়োজকরা সে বিষয়ে নিশ্চিত ছিলেন না৷ তাছাড়া অনেক খুঁটিনাটী বিষয় স্থির করতে হয়৷ বারালাস ক্যাম্প পর্যটন সংস্থার আবদেল রহমান গালাল বলেন, ‘‘দূরবিন ছাড়া আমরা বার্ডওয়াচিং ভ্রমণ আয়োজন করতে পারি না, কারণ সেগুলি ছাড়া দূরের পাখি দেখা সম্ভব নয়৷''

মিশরে দূরবিন পাওয়া মোটেই সহজ নয়৷ ‘নেচার কনজার্ভেশন ইজিপ্ট' নামের পরিবেশ সংগঠন দূরবিন জোগান দেয়৷ স্থানীয় ভ্রমণ সংস্থাগুলির সঙ্গে বার্ডওয়াচিং ট্যুর চালু করা তাদেরই আইডিয়া ছিল৷

মিশরে বার্ডওয়াচিং গাইডের সংখ্যা খুবই কম৷ সালাহ আবদেলআজিজের মতো দক্ষ গাইড পাওয়া কঠিন৷ পরীক্ষামূলক ভ্রমণের দিনে তাঁর উপার্জন ভালোই হয়েছে৷ তার ফলে শিকার না করে হারানো আয় পুষিয়ে গেছে৷

তারপর জাদুময় পরিবেশ সৃষ্টি হলো৷ পাখিগুলি দলের খুব কাছে এসে মাছের জালের উপর বসলো৷ ইউরোপ থেকে এশিয়া যাবার পথে ব্ল্যাক ক্রাউন্ড নাইট হেরন ও স্কোয়াকো হেরনের দেখা পাওয়া গেল৷ সালাহ আবদেলআজিজের কাছো সেটা ছিল আবেগের এক মুহূর্ত৷ পাখি শিকারি হিসেবে এখন তিনি পাখি সম্পর্কে তাঁর জ্ঞান বিতরন করতে পারছেন৷

টোকা ওমর, ভল্ফ গেবহার্ট/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ