1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে সংকট ঘনীভূত

Sanjiv Burman৮ জুলাই ২০১৩

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির সমর্থকদের বিক্ষোভ তীব্রতর হয়েছে৷ ঘটছে হতাহতের ঘটনা৷ রিপাবলিকান গার্ডের সদর দপ্তরে সশস্ত্র অবস্থায় প্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে৷ তাতে নিহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন৷

ছবি: Reuters

সেনাবাহিনী জানিয়েছে, সোমবার মুরসি সমর্থকরা রিপাবলিকান গার্ডের সদর দপ্তরে জোর করে প্রবেশ করতে গেলে তাদের বাঁধা দেয়া হয়৷ সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত৷ পেট্রোল বোমা, বন্দুক এবং আরো অন্যান্য অস্ত্র সঙ্গে নিয়ে আসা মুরসি সমর্থকদের সঙ্গে সংঘর্ষে একজন সেনাসদস্য মারা যান, আহত হন বেশ কয়েকজন৷ এদিকে মুরসি সমর্থকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রিপাবলিকান গার্ডের সদর দপ্তরে তাঁরা অবস্থান ধর্মঘট করতে চেয়েছিলেন৷ তাঁদের ছত্রভঙ্গ করতে হামলা চালানো হয় এবং তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷

এদিকে মিশরের সার্বিক পরিস্থিতি এমনিতেও বেশ জটিল হয়ে উঠছে৷ নোবেল শান্তি পু্রস্কার জয়ী মোহামেদ এল-বারাদেইকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী করারতে গিয়েও কট্টরপন্থী ইসলামি দল সালাফিস্ট নুর পার্টির আপত্তির মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে৷ তারপর সোমবার মুসলিম ব্রাদারহুডের কর্মী-সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ এবং তাতে ব্রাদারহুড কর্মীদের মৃত্যুর কারণে আল-নুর সরকারের সঙ্গে আলোচনা থেকেই সরে গিয়েছে আল-নুর৷ ফলে দেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে উৎখাত করার পর থেকে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে, তা নিরসন আরো কঠিন হয়ে গেল৷

এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ