1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে সংকট ঘনীভূত

Sanjiv Burman৮ জুলাই ২০১৩

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির সমর্থকদের বিক্ষোভ তীব্রতর হয়েছে৷ ঘটছে হতাহতের ঘটনা৷ রিপাবলিকান গার্ডের সদর দপ্তরে সশস্ত্র অবস্থায় প্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে৷ তাতে নিহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন৷

ছবি: Reuters

সেনাবাহিনী জানিয়েছে, সোমবার মুরসি সমর্থকরা রিপাবলিকান গার্ডের সদর দপ্তরে জোর করে প্রবেশ করতে গেলে তাদের বাঁধা দেয়া হয়৷ সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত৷ পেট্রোল বোমা, বন্দুক এবং আরো অন্যান্য অস্ত্র সঙ্গে নিয়ে আসা মুরসি সমর্থকদের সঙ্গে সংঘর্ষে একজন সেনাসদস্য মারা যান, আহত হন বেশ কয়েকজন৷ এদিকে মুরসি সমর্থকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রিপাবলিকান গার্ডের সদর দপ্তরে তাঁরা অবস্থান ধর্মঘট করতে চেয়েছিলেন৷ তাঁদের ছত্রভঙ্গ করতে হামলা চালানো হয় এবং তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷

এদিকে মিশরের সার্বিক পরিস্থিতি এমনিতেও বেশ জটিল হয়ে উঠছে৷ নোবেল শান্তি পু্রস্কার জয়ী মোহামেদ এল-বারাদেইকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী করারতে গিয়েও কট্টরপন্থী ইসলামি দল সালাফিস্ট নুর পার্টির আপত্তির মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে৷ তারপর সোমবার মুসলিম ব্রাদারহুডের কর্মী-সমর্থকদের সঙ্গে সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ এবং তাতে ব্রাদারহুড কর্মীদের মৃত্যুর কারণে আল-নুর সরকারের সঙ্গে আলোচনা থেকেই সরে গিয়েছে আল-নুর৷ ফলে দেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে উৎখাত করার পর থেকে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে, তা নিরসন আরো কঠিন হয়ে গেল৷

এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ