1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে ভেস্টারভেলে

১০ জুলাই ২০১২

মুবারকের পতন, একের পর এক গণতান্ত্রিক নির্বাচন সত্ত্বেও মিশরে রাজনৈতিক সংকট এখনো কাটছে না৷ প্রেসিডেন্ট বনাম সামরিক বাহিনীর সংঘাত বেড়ে চলেছে৷

ছবি: picture-alliance/dpa

নির্বাচিত সংসদকে অবৈধ ঘোষণা করেছিল মিশরের সর্বোচ্চ আদালত৷ সামরিক বাহিনী সেই রায়কে পুরোপুরি সমর্থন জানিয়েছিল৷ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর মহম্মদ মুরসি ডিক্রি জারি করে আবার সংসদকে বৈধতা দেবার চেষ্টা করেন৷ উল্লেখ্য, সংসদে মুরসি’র মুসলিম ব্রাদারহুড সহ ইসলামপন্থীদেরই পাল্লাভারী৷ কিন্তু আদালত তার রায়ে এখনো অটল রয়েছে৷ সামরিক শাসক পরিষদ আইনের শাসন মেনে আদালতের রায় কার্যকর করার উপর জোর দিচ্ছে৷ ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে৷

সংসদের স্পিকার ও ব্রাদারহুড সদস্য সাদ আল কাতানি আদালতের রায় অগ্রাহ্য করে সংসদের অধিবেশন ডেকেছিলেন৷ ইসলামি দলগুলির সাংসদরা সেই ডাকে সাড়া দিয়ে এদিনের অধিবেশনে অংশ নিয়েছেন৷ তবে উদারপন্থী শিবির সংসদে যোগ না দেবার সিদ্ধান্ত নিয়েছিল৷ আল কাতানি বলেন, সংসদ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল৷ কিন্তু সেই সঙ্গে এই সিদ্ধান্ত কীভাবে কার্যকর করা হবে, সেবিষয়েও আদালতকে সিদ্ধান্ত নিতে হবে বলে সংসদ মনে করে৷

আপাতত সামরিক বাহিনীর সঙ্গে সংসদ ও প্রেসিডেন্টের একটা সমঝোতার চেষ্টা চলছে৷ যেমন সংসদ এখনই ভেঙে না দিয়ে আপাতত দুই মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা নিয়ে কথা চলছে৷ মুরসি নিজেও বর্তমান সংসদের মেয়াদ সীমিত রাখার পক্ষে৷ তাঁর পরিকল্পনা অনুযায়ী বর্তমান সংসদ দেশের নতুন সংবিধানের খসড়া প্রস্তুত করবে৷ গণভোটে সেই সংবিধান অনুমোদন পাওয়ার ৬০ দিনের মধ্যে নতুন করে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তবে চলতি বছরের শেষের আগে নতুন সংবিধান প্রস্তুত হওয়ার সম্ভাবনা কম বলে ধরে নেওয়া হচ্ছে৷ মিশরের নোবেলজয়ী রাজনীতিক মহম্মদ আল বারাদেই সামরিক বাহিনী ও ইসলামপন্থী শিবিরের উদ্দেশ্যে এক রাজনৈতিক সমাধানসূত্র খোঁজার আবেদন জানিয়েছেন৷

এমনই এক প্রেক্ষাপটে মিশর সফর করছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে৷ গণতন্ত্র যাতে বিপন্ন না হয়, তিনি সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন৷ তিনি মিশরের মানুষের উদ্দেশ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালিয়ে যাবার ডাক দেন৷ ভেস্টারভেলে বলেন, মিশরে গণতন্ত্রের পথ সফল হবে, এমন কোনো গ্যারেন্টি নেই৷ তবে মিশরে গণতন্ত্রের বিকাশের ক্ষেত্রে জার্মানি তার অবদান রাখার চেষ্টা করবে৷ প্রেসিডেন্ট মুরসি’র সঙ্গে আলোচনার পর তিনি বলেন, প্রেসিডেন্ট ন্যায়বিচার, গণতন্ত্র ও বহুমতের পক্ষে অবস্থান নেবেন বলে তিনি ধরে নিচ্ছেন৷ তিনি সব আন্তর্জাতিক চুক্তি মেনে চলার আশ্বাসও দিয়েছেন৷ ভেস্টারভেলে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল’এর পক্ষ থেকে মুরসি’কে জার্মানি সফরের আমন্ত্রণ জানান৷ তিনি সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন৷

জার্মানি অবশ্য মধ্যস্থতাকারী হিসেবে দুই শিবিরের মধ্যে আপোশের চেষ্টা করবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন মিশরের বর্তমান সংকটের অবসানের লক্ষ্যে সব পক্ষের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন৷

এসবি / ডিজি (এএফপি, রয়টার্স)

Westerwelle in Egypt amid power struggle

01:34

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ