1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশর

২৬ ডিসেম্বর ২০১২

মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গণভোটে পাস হওয়া নতুন সংবিধানে স্বাক্ষর করেছেন৷ তবে নতুন সংবিধান বিরোধীরা গণভোটের ফল প্রত্যাখ্যান করেছেন৷ এদিকে, গণভোটকে ঘিরে বিভক্ত মিশরকে এক করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র৷

An Egyptian election worker shows his colleagues an invalid ballot while counting ballots at the end of the second round of a referendum on a disputed constitution drafted by Islamist supporters of president Mohammed Morsi at a polling station in Giza, Egypt, Saturday, Dec. 22, 2012. Egypt's Islamist-backed constitution headed toward likely approval in a final round of voting on Saturday, but the deep divisions it has opened up threaten to fuel continued turmoil. (Foto:Nasser Nasser/AP/dapd)
ছবি: AP

মিশরে গত দুই সপ্তাহ ধরে আয়োজিত গণভোটের সরকারি ফল বলছে, প্রায় ৬৪ শতাংশ ভোটার নতুন সংবিধানের পক্ষে ভোট দিয়েছেন৷ দেশটির নির্বাচন কমিশন মঙ্গলবার সন্ধ্যায় এই ফল ঘোষণা করে৷ এর মধ্য দিয়ে সেটা আইনে পরিণত হলো৷ অবশ্য গণভোটে ভোটার উপস্থিতি ছিল মাত্র ৩৩ শতাংশ৷

প্রস্তাবিত নতুন সংবিধান বাতিলের দাবিতে মিশরে গত প্রায় এক মাস ধরে বিক্ষোভ চলছে৷ তারা গণভোট বাতিলেরও দাবি জানিয়েছিল৷

গণভোটে কারচুপির অভিযোগ এনেছে মূল বিরোধী জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট৷ তারা ফলাফল প্রত্যাখ্যান করেছে৷ ফ্রন্টের মুখপাত্র খালেদ দাউদ বলেছেন যে, তাঁরা মিশরের জনগণের জন্য সংগ্রাম চালিয়ে যাবেন৷

এদিকে, গণভোটকে ঘিরে মিশরে যে বিভক্তি দেখা দিয়েছে সেটা দূর করতে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র৷

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটনও বিভক্তি দূর করতে আলোচনার আহ্বান জানিয়েছেন৷

গণভোটের ফল প্রত্যাখ্যান করেন নতুন সংবিধান বিরোধীরা...ছবি: AP

নতুন সংবিধানে ইসলামি শরিয়াকে দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় আইনের ভিত্তি ধরা হয়েছে৷ এই বিষয়টিতেই মূলত বিরোধীরা প্রতিবাদ করে আসছে৷ পশ্চিমা বিশ্বও সংবিধানের এই ধারা নিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেছে৷ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ মিশরকে ৪.৮ বিলিয়ন ঋণ দেয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখারও ঘোষণা দিয়েছে৷

সংবিধান অনুযায়ী, একজন প্রেসিডেন্ট চার বছর করে দুই মেয়াদে সর্বোচ্চ আট বছর ক্ষমতায় থাকতে পারবেন৷

এছাড়া নতুন সংবিধানের কারণে আইন প্রণয়নের ক্ষমতা পাচ্ছে সংসদের উচ্চকক্ষ৷ এই ক্ষমতা সাময়িকভাবে মুরসির ছিল৷ শনিবার প্রেসিডেন্ট মুরসি উচ্চকক্ষে বক্তব্য রাখবেন বলে জানা গেছে৷ আগামী দুই মাসের মধ্যে সংসদের নিম্নকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এরপর আইন প্রণয়নের ক্ষমতা চলে যাবে তাদের কাছে৷

প্রথমে সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক বিরোধী বিক্ষোভ, পরে নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ডিক্রি জারি ও নতুন সংবিধান পাসের প্রক্রিয়াকে ঘিরে ধারাবাহিক আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মিশরের অর্থনীতি৷

এই অর্থনীতিতে গতি সঞ্চার করে দেশ পুনর্গঠনের জন্য সহায়তা চাইতে আগামী ২৯শে জানুয়ারি জার্মানি সফরে আসবেন প্রেসিডেন্ট মুরসি৷ মিশরের সরকারি সংবাদপত্র আল-আহরাম বুধবার জানিয়েছে এই তথ্য৷

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ