মিশরে সংঘর্ষের ‘তদন্ত’ আহ্বান করল সেনাবাহিনী
১০ অক্টোবর ২০১১মিশরে সেনাদের সঙ্গে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সংঘর্ষ
কপটিক খ্রিষ্টান, মানে প্রাচীন মিশরীয়দের বংশোদ্ভূত খ্রিষ্টান সম্প্রদায়৷ মিশরের সংখ্যালঘু এই সম্প্রদায়ের একটি গির্জা কিছুদিন আগে পুড়িয়ে দেয় একটি মহল৷ আসওয়ান প্রদেশে সেই হামলার প্রতিবাদে সরব হয় তারা৷ সেই প্রদেশের গভর্নরের পদত্যাগ দাবি করে খ্রিষ্টান সম্প্রদায়৷ রাষ্ট্রীয় টেলিভিশনের বিরুদ্ধেও খ্রিষ্টধর্মবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ ছিল তাদের৷ রবিবার তাই কায়রোর উত্তরের শহর সুবরা থেকে মাসপেরো চত্বরে অবস্থিত রাষ্ট্রীয় টেলিভশন ভবনের দিকে বিক্ষোভ করে অগ্রসর হচ্ছিল খ্রিষ্টানরা৷ প্রতিবাদকারীদের দাবি, প্রথমে সাদা পোশাকের কিছু মানুষ তাদের বিক্ষোভে বাধা দেয়৷ এরপর রাস্তায় নামে সেনারা৷ সংঘর্ষের সময় তৃতীয় একটি পক্ষ উভয় দিকেই উস্কানি দিয়েছে বলেও অভিযোগ খ্রিষ্টান প্রতিবাদকারীদের৷ এই সংঘর্ষে কমপক্ষে ২৪ ব্যক্তি প্রাণ হারায়৷ নিহতদের মধ্যে অধিকাংশই খ্রিষ্টান৷
সেনাবাহিনীর মন্তব্য
মিশরের সামরিক বাহিনী রবিবারের ঘটনার দ্রুত তদন্তের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে৷ এই ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনারও দাবি তুলেছে সেনারা৷ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সেনাবাহিনী আরো জানিয়েছে, সেদেশের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোন উদ্যোগই নেবে তারা৷ একইসঙ্গে ভবিষ্যতে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াও চলবে বলে জানিয়েছে সেনাবাহিনী৷ রবিবারের সংঘর্ষের পর কায়রোর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ সেদেশের সংসদ ভবন এবং মন্ত্রী পরিষদের সামনে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে৷
আন্তর্জাতিক সমাজের অবস্থান
মিশরে সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সমাজ৷ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন মিশরের ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের উপর হামলায় উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি বলেন, আরব বসন্তে মিশরে গণতন্ত্রের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, সেদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে মিশরে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং সহিংসা কিংবা ধর্মীয় সংঘাত সেদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে না বলে আশা প্রকাশ করেছেন৷
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর মিশরের সংসদ নির্বাচন আয়োজনের কথা রয়েছে৷ সেই নির্বাচনের আগে এই সহিংসতা ভাবিয়ে তুলেছে আন্তর্জাতিক সমাজকে৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ