1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরে সংঘর্ষ-বিরতির আলোচনায় যোগ দিতে পারে হামাস

২ ফেব্রুয়ারি ২০২৪

ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়ে মিশরে গিয়ে বৈঠকে যোগ দিতে পারেন বলে জানা গেছে।

২০২৩ সালে ইরানে এক বৈঠকে হামাস নেতা ইসমাইল হানিয়ে
ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের নেতা ইসমাইল হানিয়ে মিশরে গিয়ে বৈঠকে যোগ দিতে পারেন বলে জানা গেছেছবি: Iranian Presidency Office/ZUMAPRESS.com/picture alliance

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বৃহস্পতিবার জানিয়েছেন, হামাসের কাছে যে প্রস্তাব পাঠানো হয়েছিল, তা নিয়ে তারা ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। অর্থাৎ, দুইমাসের সংঘর্ষ-বিরতি এবং একশ জন পণবন্দিকে মুক্তি দেওয়ার বিষয়ে হামাস ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে।

সম্প্রতি প্যারিসে কাতার, মিশর এবং অ্যামেরিকার প্রতিনিধিরা ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। সেখানে একটি প্রস্তাবনার খসড়া তৈরি করা হয়। যাতে বলা হয়, ইসরায়েল দুই মাসের জন্য সংঘর্ষ-বিরতি ঘোষণা করবে। কিন্তু হামাসকেও অন্তত একশ জন পণবন্দিকে মুক্তি দিতে হবে। ইসরায়েল এই প্রস্তাবে রাজি হওয়ার পর তা হামাসের কাছে পাঠানো হয়েছিল। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, হামাস বিষয়টি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। যদিও হামাসের একটি সূত্র জানিয়েছে, এখনো প্রস্তাবটি নিয়ে সর্বসম্মত কোনো সিদ্ধান্ত হয়নি।

সাদা পতাকা উড়াতে থাকা ফিলিস্তিনিদের একজন গুলিতে নিহত

00:29

This browser does not support the video element.

গাজার ওই সূত্র সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছে, কাতারের প্রতিনিধি বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করছে। এখনো প্রস্তাবটি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

হামাসের নেতা ইসমাইল হানিয়ে মিশরে গিয়ে সংঘর্ষ-বিরতির আলোচনায় যোগ দিতে পারেন বলে জানা গেছে। হামাসের সূত্র সংবাদসংস্থা এএফপি-কে এই তথ্য দিয়েছে। প্যারিসে যে আলোচনা হয়েছে এবং প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তারই উপর আরো একপ্রস্থ আলোচনা হতে পারে মিশরে। সেখানেই হামাসের নেতা যোগ দিতে পারেন। বস্তুত, তিনি যোগ দিলে এই প্রথম হামাসের কোনো নেতা সরাসরি আলোচনায় অংশ নেবেন। এর আগে সমস্ত প্রস্তাবই হামাসের কাছে পাঠানো হয়েছে। তারা কোনো বৈঠকে যোগ দেয়নি।

যে প্রস্তাব নিয়ে এখন আলোচনা হচ্ছে, সেখানে বলা হয়েছে, ছয় সপ্তাহের সংঘর্ষ-বিরতি নেওয়া হবে। সেই সময়ে শিশু, নারী এবং ৬০ বছরের বেশি বয়সি ব্যক্তিদের হামাস মুক্তি দেবে। এই বিষয় নিয়েই মিশরে আলোচনা শুরু হতে পারে।

সংবাদসংস্থা রয়টার্সের দাবি, তাদের সূত্র জানিয়েছে, বৈঠকে হামাস আরো একটি দাবি জানাতে পারে। ইসরায়েলকে এই অভিযান বন্ধ করতে হবে এবং গাজা থেকে সমস্ত ইসরায়েলি সেনা সরিয়ে নিতে হবে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ