1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজমিশর

মিশরে সাবমেরিনডুবি, ছয় রুশ নাগরিক নিহত, ৩৯ পর্যটক উদ্ধার

২৮ মার্চ ২০২৫

মিশরে লোহিত সাগরের উপকূলবর্তী হুরগাদায় পর্যটকবাহী সাবমেরিনডুবিতে ৬ রুশ নাগরিক নিহত হন

সিন্দবাদ সাবমেরিন
৪৫ জন পর্যটক এবং পাঁচ জন ক্র সদস্য নিয়ে যাত্রা শুরু করেছবি: Williams Street Family Diaries via REUTERS

মিশরে লোহিত সাগরের উপকূলবর্তী হুরগাদায় পর্যটকবাহী সাবমেরিনডুবিতে ৬ রুশ নাগরিক নিহত হন। ৩৯ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে  স্থানীয় গভর্নরের কার্যালয়।

সাবমেরিনটির নাম ‘সিন্দবাদ'। ৪৫ জন পর্যটক এবং পাঁচ জন ক্র সদস্য নিয়ে যাত্রা শুরু করার পর এক পর্যায়ে ডুবে যায় এটি।  উদ্ধারকৃত পর্যটকদের শারীরিক অবস্থা অনুযায়ী হোটেল বা হাসপাতালে নেওয়া হয়েছে বলে রুশ কনস্যুলেট জানিয়েছে।

রেড সি প্রদেশের গভর্নর আমর হানাফি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ক্র সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রেড সি প্রদেশের গভর্নর আমর হানাফি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ক্র সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ছবি: Mohamed Abd El Ghany/REUTERS

সাবমেরিন কোম্পানিটির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, সাবমেরিনটিতে বড় বড় পোর্টহোল ছিল, যার মাধ্যমে পর্যটককরা লোহিত সাগরের দর্শনীয় প্রবাল এবং সামুদ্রিক জীবন উপভোগ করতেন৷ ২৫ মিটার গভীরতায় যাবার সক্ষমতা ছিল সমুদ্রযানটির।

জাতিসংঘের  প্রতিবেদন ২০২৪ অনুসারে, পর্যটন আয়ের দিক থেকে মিশর আফ্রিকার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে। প্রতিবেদনটিতে  ১৪.১ বিলিয়ন ডলার আয়ের কথা উল্লেখ করা হয় যা সুয়েজ খাল থেকে আয়কৃত অর্থের দ্বিগুণেরও বেশি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিশরের লোহিত সাগর অঞ্চলে পর্যটকবাহী নৌযান দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। গত মাসেও এক পর্যটকবাহী নৌযান ডুবে গিয়েছিল। 

সাম্প্রতিক সময়ে মিশরের লোহিত সাগর অঞ্চলে পর্যটকবাহী নৌযান দুর্ঘটনার সংখ্যা বেড়েছে।ছবি: Williams Street Family Diaries via REUTERS

এএনএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ