1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশর ইসরায়েলের দুঃখপ্রকাশে সন্তুষ্ট নয়

২১ আগস্ট ২০১১

রবিবার মিশরীয় মন্ত্রিসভা এই মর্মে একটি বিবৃতি দিয়েছে৷ বলেছে, ইসরায়েলের মন্তব্য আশাজনক হলেও, ঘটনার গুরুত্ব এবং মিশরীয়দের রোষের তুলনায় পর্যাপ্ত নয়৷

কায়রোয় পুড়ছে ইসরায়েলের পতাকাছবি: picture alliance/dpa

আধা-সরকারি আল-আহরাম পত্রিকা তাদের অনলাইন সংস্করণে এ'খবর দিয়েছে৷ গত শুক্রবার মিশর-ইসরায়েল সীমান্তে পাঁচজন মিশরীয় সীমান্তরক্ষীর মৃত্যু উভয় দেশের সম্পর্কে ১৯৭৯ সালের শান্তি চুক্তি যাবৎ তীব্রতম সংকটের সৃষ্টি করেছে৷ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক শনিবার শুক্রবারের ঘটনার জন্য ‘‘দুঃখপ্রকাশ'' করেন এবং বলেন, মিশরীয় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে ঘটনার তদন্ত করা হবে৷ এর আগে মিশর হুমকি দিয়েছিল যে, ইসরায়েল সীমান্তরক্ষীদের মৃত্যুর জন্য ক্ষমাপ্রার্থনা না করলে মিশরের রাষ্ট্রদূতকে তেল আভিভ থেকে ফেরৎ নেওয়া হবে৷

কায়রো সরকার যৌথ তদন্তের প্রস্তাবটিকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেছেন৷ তবে সে তদন্ত সমাপ্তির একটি ‘ডেডলাইন' বা চূড়ান্ত তারিখও দাবি করেছেন৷ কায়রো সরকারের আপোষের মনোভাব এক কথা, আর সাধারণ মিশরীয়দের রোষ আরেক কথা৷ শুক্রবার যাবৎ কায়রোয় ইসরায়েলি দূতাবাসের সামনে হাজার মানুষের প্রতিবাদ চলেছে৷ রবিবার সকালে এক অসমসাহসী সেই বহুতল বাড়িটিতে চড়ে, অর্থাৎ ১৭ তলা অতিক্রম করে ইসরায়েলের পতাকাটি নামিয়ে আনে৷ জনতা তাকে হর্ষধ্বনি দেয়, পথে গাড়িচালকরা হর্ন বাজিয়ে তাকে অভিনন্দন জানায়, কেননা সমবেত জনতা মিলিটারিকে পুলিশকে ব্যাহত করে তাকে গ্রেপ্তার হতে দেয়নি৷ অনলাইন, টুইটারের কল্যাণে তার তাৎক্ষণিক হিরো হয়ে উঠতেও বেশি সময় লাগেনি৷

কায়রোর ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভছবি: picture-alliance/dpa

জনতার রোষ এক কথা, আর রাজনীতি আরেক কথা৷ ইসরায়েলি সেনাবাহিনী সিনাই উপদ্বীপে প্রায় এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে ইসলামি জঙ্গিদের উৎখাত করার চেষ্টা করছে৷ সেই পরিস্থিতিতে ইসরায়েল সিনাই উপদ্বীপের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, ইসরায়েলের এ'অভিযোগ সম্ভবত কায়রোয় আরো বেশি ক্ষোভের সৃষ্টি করেছে৷ রবিবার ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেজ মন্তব্য করেছেন: ইসরায়েল এবং মিশর, উভয় দেশেরই স্বার্থ যে, সিনাই পুনরায় একটি শান্তির উপদ্বীপ হয়ে উঠুক৷ এ মন্তব্য কায়রোয় বিশেষ প্রীতির কারণ ঘটাবে না৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ