1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশর সীমান্তে প্রাচীর তুলবে ইসরায়েল

১১ জানুয়ারি ২০১০

মিশর সীমান্তজুড়ে প্রাচীর বানাবার সিদ্ধান্ত অনুমোদন করেছে ইসরায়েল সরকার৷ অবৈধ অভিবাসী এবং জঙ্গিদের অনুপ্রবেশ ঠেকাতে এই প্রাচীর তোলা হবে বলে জানিয়েছে তাঁরা৷

ইসরায়েল-গাজা সীমান্তে ইসরায়েলী সেনারাছবি: AP

ইসরায়েল-মিশর সীমান্তে লোহিত সাগরবর্তী আইলাত শহর এবং গাজা সীমান্ত বরাবর এলাকা দু'টিতে এই প্রাচীর তোলা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা৷

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের ইহুদি এবং গণতান্ত্রিক চরিত্র রক্ষা নিশ্চিত করতে এই প্রাচীর তোলা হবে৷ তবে, এরপরও শরণার্থীরা ইসরায়েলে আশ্রয় চাইতে পারবে বলেও জানান তিনি৷

এবার মিশরে এহেন প্রাচীর তুলতে চায় ইসরায়েলছবি: AP

গত বছরের মে মাস থেকে ইসরায়েল-মিশর সীমান্তে কমপক্ষে ১৭জন অভিবাসীকে গুলি করে হত্যা করেছে মিশরীয় পুলিশ৷ পুলিশের দাবি সীমান্তে মানবপাচার রোধে পদক্ষেপ নেওয়ার সময় ওই অভিবাসীরা নিহত হয়েছে৷ অন্যদিকে ইসরায়েলি পুলিশের দাবি প্রতি সপ্তাহে কমপক্ষে ১০০ থেকে ২০০ অবৈধ অভিবাসী মিশর সীমান্ত দিয়ে ইসরায়েলে প্রবেশ করে থাকে৷

আফ্রিকার যেসব দেশের অবৈধ অভিবাসীরা মিশর হয়ে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা করে থাকে তাদের মধ্যে শীর্ষে রয়েছে ইরিত্রিয়া৷ এরপরই ইথিওপিয়া এবং সুদানের স্থান৷

প্রতিবেদন: মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ