মিশিগানের স্কুলে যে ছাত্র গুলি চালিয়েছিল, তার বিরুদ্ধে হত্যা এবং সন্ত্রাসের ধারায় মামলা করেছে পুলিশ।
বিজ্ঞাপন
১৫ বছরের ইথান ক্রাম্বলে মিশিগানের একটি স্কুলে মঙ্গলবার বন্দুক নিয়ে ঢুকে পড়ে। ক্লাসে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে সে। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের। পরে আরো এক ছাত্রের মৃত্যু হয়। আহত সাতজন। এক ছাত্রীর অবস্থা এখনো আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে স্থানীয় শেরিফ জানিয়েছেন, হামলাকারীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। তাকে নাবালক হিসেবেও দেখা হবে না। পরিকল্পনা করেই সে এ কাজ করেছিল বলে তিনি জানিয়েছেন।
এ বছর যুক্তরাষ্ট্রে স্কুলে ১৩০টি গুলির ঘটনা ঘটেছে
00:59
ঘটনার পরেই আক্রমণকারী ছাত্রকে জুভেনাইল জেলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বুধবার তাকে সাধারণ জেলে নিয়ে যাওয়া হয়। তার বিচারও হবে সাধারণ কোর্টে। জুভেনাইল আদালতে নয়। কারণ, তাকে নাবালক হিসেবে দেখা হবে না বলে আদালত সিদ্ধান্ত নিয়েছে।
শেরিফ জানিয়েছেন, হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসের মামলা করা হয়েছে। একই সঙ্গে হত্যা, হত্যার চেষ্টা এবং অস্ত্র রাখার আইনে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, অস্ত্র সুরক্ষিত রাখতে না পারার ধারায় হামলাকারীর বাবা-মায়ের বিরুদ্ধেও মামলা হতে পারে। বস্তুত, গত ২৬ নভেম্বর হামলাকারীর বাবা ছেলেকে একটি নাইন এমএম পিস্তল কিনে দিয়েছিলের। তা নিয়েই হামলা চালায় ছেলেটি। এই ধরনের অস্ত্র বাড়িতে রাখতে হলে তা সুরক্ষিত রাখতে হয়। কার্তুজও আলাদা রাখতে হয়। এ ক্ষেত্রে সে নিয়ম পালন করা হয়নি বলে পুলিশের অভিযোগ।
টেক্সাসে স্কুলে গুলি, হামলাকারী শিক্ষার্থী আটক
যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটন শহরের এক স্কুলে বুধবার গুলির ঘটনা ঘটেছে৷ ঐ স্কুলের ছাত্র টিমোথি জর্জ সিম্পকিনসকে গুলি চালানোর দায়ে আটক করা হয়েছে৷
ছবি: Jeremy Lock/REUTERS
স্কুলে গুলি
যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটন শহরের টিম্বারভিউ হাই স্কুলে বুধবার গুলির ঘটনা ঘটেছে৷ ঐ স্কুলেরই ছাত্র ১৮ বছর বয়সি টিমোথি জর্জ সিম্পকিনস এই ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়৷ কয়েক ঘণ্টা পর তাকে আটক করা হয়৷
ছবি: Jeremy Lock/REUTERS
আহত চার
গুলির ঘটনায় চারজন আহত হয়েছেন৷ এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর৷ আহত চারজনের মধ্যে তিনজন ঐ স্কুলের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ৷
ছবি: Jeremy Lock/REUTERS
সহিংস ঘটনা নয়
আর্লিংটনের সহকারী পুলিশ প্রধান কেভিন কোলবাই জানিয়েছে, শ্রেণিকক্ষে ঝগড়া থেকে গুলির সূত্রপাত৷ ‘‘এটা কোনো সাধারণ সহিংস ঘটনা ছিল না৷’’
ছবি: Jeremy Lock/REUTERS
পরিবারের বক্তব্য
আটক ছাত্র সিম্পকিনসের পরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, স্কুলে সিম্পকিনসকে বুলি বা উত্যক্ত করা হয়েছে৷ এমনকি দুবার তার জিনিস চুরি করা হয়েছে৷ ‘‘সে যে কাজটা করেছে তা ঠিক করেনি৷ তবে সে নিজেকে রক্ষার চেষ্টা করেছ,’’ বলে জানান তিনি৷
ছবি: Jeremy Lock/REUTERS
বন্দুক কীভাবে পেল
সিম্পকিনস বন্দুক কীভাবে পেল তা জানতে তদন্ত শুরু হয়েছে৷
ছবি: Jeremy Lock/REUTERS
টেক্সাসে স্কুলে সবচেয়ে বড় গুলির ঘটনা
২০১৮ সালের মে মাসে হিউস্টনের কাছে সান্তা ফে হাই স্কুলে ১৭ বছর বয়সি এক কিশোর শটগান ও পিস্তল দিয়ে গুলি চালালে ১০ জন মারা যান৷ এদের বেশিরভাগই শিক্ষার্থী ছিল৷
ছবি: picture-alliance/AP Photo/KTRK-TV ABC13
স্কুলে গুলির ঘটনার পরিসংখ্যান
ওয়াশিংটন পোস্টের হিসাব বলছে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে ২৯টি স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে৷ ২০১৯ সালে সংখ্যাটি ছিল ২৭৷ পোস্টের হিসাবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনা ধরা হয়নি৷
ছবি: picture-alliance/AP Photo/KTRK-TV ABC13
যুক্তরাষ্ট্রে স্কুলে সবচেয়ে বড় গুলির ঘটনা
২০১৮ সালে ফ্লরিডার পার্কল্যান্ডের এক হাই স্কুলে গুলিতে ১৭ জন নিহত হয়েছিলেন৷ হামলাকারী ঐ স্কুলেরই সাবেক শিক্ষার্থী ছিলেন৷
ছবি: picture-alliance/AP Photo/Mike Stocker
8 ছবি1 | 8
পুলিশ জানিয়েছে, আক্রমণকারী পরিকল্পনা করেই হামলা চালিয়েছিল। তার কাছ থেকে বিপুল পরিমাণ ডিজিটাল ডেটা সংগ্রহ করেছে পুলিশ। কিন্তু কেন সে আক্রমণ চালালো তা সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেনি পুলিশ।
আহতদের মধ্যে এক ছাত্রী এখনো মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছে। তার বুকে গুলি লেগেছে। বাকিদের অবস্থা স্থিতিশীল। ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, বন্দুক রাখার বিষয়ে কড়া আইনের কথা ভাবছে তার সরকার। ক্ষমতায় আসার আগেই এ বিষয়ে সরব হয়েছিলেন বাইডেন।