1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

মিশিগান বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, মৃত তিন

১৪ ফেব্রুয়ারি ২০২৩

মিশাগান স্টেট ইউনিভার্সিটি পুলিশ জানিয়েছে, একজন বন্দুকধারীই হামলা করেছে। গুলিতে তিনজন মারা গেছেন। বন্দুকধারী পরে আত্মঘাতী হয়।

ছবি: Jakkar Aimery/Detroit News/AP/picture alliance

গুলি চালানোর চারঘণ্টা পর বন্দুকধারী বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে নিজেকে গুলি করে। পুলিশ জানিয়েছে, বন্দুকধারী মৃত।

স্থানীয় সময় রাত সাড়ে আটটার সময় পুলিশ জানায়, ক্যাম্পাসে গুলি চলেছে। একজন বন্দুকধারী গুলি চালিয়েছে। গুলিতে তিনজন মৃত, আহত পাঁচজন।

পরে পুলিশ সবাইকে ঘরের ভিতর থাকতে বলে। তারা জানিয়েছে, বন্দুকধারীর মুখে মাস্ক ছিল, মাথায় বেসবল ক্যাপ। সে পায়ে হেঁটে এসেছিল। বন্দুকধারী পুরুষ এবং সে খুব লম্বা নয়।

আগামী ৪৮ ঘণ্টার জন্য মিশিগান স্টেট ইউনিভার্সিটির সব কর্মসূচি বাতিল করে দেয়া হয়েছে। জানিয়ে দেয়া হয়েছে, বাইরে থেকে কেউ যেন ক্যাম্পাসে না ঢোকে। সবাইকে সুরক্ষিত জায়গায় থাকার নির্দেশও দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ।ছবি: Matthew Dae Smith/USA TODAY Network/REUTERS

পুলিশ জানিয়েছে, প্রথমে গুলি চলে বার্কি হলের কাছে। তার কিছুক্ষণ পর আইএম ইস্টে গুলি চলে। বার্কি হল থেকে আইএম ইস্টের দূরত্ব এক মাইল। সেখানে ফিটনেস সেন্টার আছে।

ইস্ট ল্যানসিং হাইস্কুলের অডিটোরিয়ামে স্কুল বোর্ডের মিটিং চলছিল। সেখানে তালা লাগিয়ে দেয়া হয়েছে। কাউকে বের হতে দেয়া হচ্ছে না।

ক্যাম্পবেল হলে ৩০ জন ছাত্রছাত্রীর সঙ্গে আছেন চার্লস। তিনি সিএমএমকে জানিয়েছেন, তিনি এখনো খুব বেশি কিছু জানেন না। তিনি গুলির আওয়াজও শোনেননি। তবে কিছু ছাত্রছাত্রী শুনেছে। প্রত্যেকে খুবই উদ্বিগ্ন।

সিএনএন জানাচ্ছে, এফবিআই-ও পুলিশকে সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছে।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স, সিএনএন)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ