1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশেল ওবামার নাচ

২৪ ফেব্রুয়ারি ২০১৩

জিমি ফ্যালন’এর লেট নাইট কমেডি শো’তে অ্যামেরিকার ফার্স্ট লেডির নাচ যে ইউটিউবে ভাইরাল হয়ে যাবে, শুক্রবার যাবৎ প্রায় দশ লাখ ভিউয়িং, হাজার দশেকের বেশি লাইকস - তা কে ভাবতে পেরেছিল৷

ছবি: Reuters

জিমি ফ্যালন আবার ‘ড্র্যাগ', মানে মহিলার সাজে ছিলেন৷ তিনি এবং মিশেল ওবামা, দু'জনেই স্ল্যাক্স আর কার্ডিগান পরে; ফ্যালনের মাথায় আবার বাদামি চুলের পরচুলা৷ দু'জনে মিলে যে ড্যান্স রুটিনটি নাচেন, তার নাম রাখা হয়েছিল ‘এভেলিউশন অফ মম ড্যান্সিং', মানে ‘মা'য়ের নাচের বিবর্তন'৷

এই নাচ অবশ্য একটি সৎ কাজে: মিশেল ওবামা কিশোর-তরুণদের ফিটনেস এবং সঠিক, পুষ্টিকর খাওয়া-দাওয়ার জন্য যে অভিযানটি চালাচ্ছেন, তার নাম হল ‘লেটস মুভ!' ফ্যালনের সঙ্গে তাঁর নাচ সেই অভিযানের প্রচারণার অঙ্গ৷

শুক্রবার রাত্রে মিশেল ওবামার সে' নাচ দেখা যায় টেলিভিশনের পর্দায়৷ শনিবার তা ইউটিউবে ওঠে - এবং ভাইরাল বা সংক্রমিক হয়ে যায়৷ মিশেল আর ফ্যালন নাচছেন, স্ক্রিনের তলার স্ক্রলে সেই নাচের নাম দেখানো হচ্ছে: ‘‘বাজারে যাও, সবজি কেনো,'' ইত্যাদি৷

যাই হোক, এমনিতেই মিশেল ওবামা গত চার বছর ধরে ফ্যাশন আইকন: তিনি যে জামাকাপড়ই পরেন এবং তাঁর দুই মেয়ে - ক্ষেত্রবিশেষে স্বামীকেও - পরান, সেটাই কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায়৷ সে' ডিজাইনার বাজারে নাম করে ফেলে৷ এক কথায়, খোদ বারাক ওবামার চেয়ে তাঁর ফার্স্ট লেডির ফ্যানদের সংখ্যা অ্যামেরিকায় বেশি বৈ কম নয়৷ মিশেলের নাচের ভিডিও দেখেও এবার সাইবার জগৎ উচ্ছ্বসিত৷

শো'র পর মিশেল অবশ্য নাচের প্রসঙ্গে বেশি বলতে চাননি৷ শুধু এ'টুকু বলেছেন: তাঁর স্বামীর নৃত্যশৈলী বড়জোর সেকেন্ড ডিভিশন পাবার মতো৷ ওবামার নাকি ‘‘গোটা তিনেক মুভ'' - মানে মুদ্রা কিংবা অঙ্গভঙ্গী আছে, তার বেশি নয়৷

অপরদিকে মিশেল তিন বছর ধরে ছোটদের পুষ্টি ও শারীরিক কসরতের প্রয়োজন নিয়ে অভিযান চালাচ্ছেন৷ অভিযানের পটভূমিতে রয়েছে মার্কিনিদের - যেমন বড়. তেমনি ছোট - জাঙ্ক ফুড খাওয়া এবং একেবারে নড়াচড়া না করার প্রবণতা, যার ফলে দেশের অর্ধেক মানুষ মেদবাহুল্যে ভুগছে৷

এসি / জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ