1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়েমেনে কমপক্ষে ৮০ সেনাসদস্যের মৃত্যু

১৯ জানুয়ারি ২০২০

শনিবারের ড্রোন ও মিসাইল হামলায় ইয়েমেনে ৮৩ জন সেনাসদস্য নিহত ও ১৪৮ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি৷ হামলার জন্য ইরান সমর্থিত হুথি বাহিনীকে দুষছে দেশটির সৌদি সমর্থিত সেনাবাহিনী৷ 

Yemen - al-Hudaida - Soldat
ছবি: picture-alliance/AP Photo/J. Gambrell

রোববার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করা হয়৷ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বরাবরই সমর্থন দিয়ে আসছে ইরান৷ অন্যদিকে, আন্তর্জাতিক মহলে স্বীকৃত ইয়েমেনের সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট৷

সামরিক বাহিনীর বরাত দিয়ে এএফপি বলছে, শনিবার সন্ধ্যায় নামাজের সময় ইয়েমেনের রাজধানী সানা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে একটি সেনা ক্যাম্পের মসজিদকে লক্ষ্য করে হামলা চালানো হয়৷

এ অঞ্চলটি কেন্দ্রীয় মারিব প্রদেশের অন্তর্ভুক্ত৷ পরে মারিব সিটি হাসপাতালে মৃতদেহগুলো জড়ো করা হয়৷ হাসপাতালের একটি সূত্র মৃতদেহ ও আহতের সংখ্যা নিশ্চিত করে৷

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর থেকে ইয়েমেনে সংঘাত শুরু হয়৷ মারিবের এই হামলা এ যাবৎ সবচেয়ে ভয়াবহ হামলার একটি৷

হামলার ঠিক একদিন আগে সামরিক জোটের সহায়তায় ইয়েমেন সরকার সানার উত্তরে নিহম অঞ্চলে বড় ধরনের অপারেশন শুরু করে৷

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিহমে রোববারও সংঘাত চলছিল৷

এএফপিকে সামরিক বাহিনীর সূত্র জানিয়েছে, তাদের অপারেশনে অনেক হুথি মিলিশিয়া নিহত ও আহত হয়েছেন৷
ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদি এই হামলার নিন্দা জানিয়ে বলেন এটি ‘কাপুরুষোচিত ও সন্ত্রাসী' হামলা৷ তিনি আরো বলেন, ‘‘এমন কাজ এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পরিপন্থি এবং ইরানের সস্তা হাতিয়ার৷''

তবে হামলার পর এখনও হুথি বাহিনী এর দায় স্বীকার করেনি৷     

ইরান ইস্যুতে মার্কিন নীতির নিন্দা জার্মানির

এদিকে, ইরানকে সর্বোচ্চ চাপে রাখার মার্কিনি নীতির সমালোচনা করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস৷ রোববার তিনি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ‘‘মনে করার কিছু নেই যে বাইরে থেকে চাপ দিয়ে ইরানের সরকার পরিবর্তন করলে পরিস্থিতির উন্নতি ঘটবে৷ অন্যজায়গায়, যেমন ইরাকে তার ফলাফল খারাপ হয়েছে৷'' জার্মান পত্রিকা বিল্ডকে তিনি এ সাক্ষাৎকার দেন৷

২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেবার পর থেকে ওয়াশিংটন-তেহরান সম্পর্কে ব্যাপক টানাপড়েন তৈরি হয়৷

যুক্তরাষ্ট্র ইরানের একজন শীর্ষ জেনারেলকে হত্যার পর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়৷ জবাবে ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালায় ইরান৷ পুরো মধ্যপ্রাচ্যে ছায়াযুদ্ধ বেড়ে যাওয়ার শংকা দেখা দেয়৷

ইরান ইস্যুতে ওয়াশিংটনকে ইউরোপের নীতি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন মাস৷

জেডএ/এডিকে (এএফপি, ডিপিএ) 

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসছবি: Reuters/J. Geron

 

গতবছরের ছবিঘরটি দেখুন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ