H2O মানে কি? বিচারকের এমন প্রশ্নের উত্তরে প্রতিযোগী বললেন ‘ধানমন্ডির একটি রেস্টুরেন্ট'৷ এই ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ কথা চলছে পক্ষে-বিপক্ষে৷
বিজ্ঞাপন
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায়বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ'৷ এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সরাসরি দেখানো হয় বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায়৷
এবারের আসরে মুকুট জয় করে নিলেন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী৷ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন কারণে ভাইরাল হয়েছেন আরেক প্রতিযোগী সুমনা নাথ অনন্যা৷
নানা ধরনের উপস্থাপনার এক পর্যায়ে বিচারক প্যানেলের একজন মডেল, অভিনেতা ও কোরিওগ্রাফার খালেদ হোসেন সুজন অনন্যাকে জিজ্ঞেস করেন, ‘‘H2O মানে কি?'' প্রথমে জানেন না বললেও পরে অনন্যা বলেন, ‘‘এ নামে একটি রেস্টুরেন্ট আছে ধানমন্ডিতে৷''
বিচারক তো বটেই, দর্শক সারিতে উপস্থিত সকলের মধ্যেও এ নিয়ে সৃষ্টি হয় হাস্যরসের৷
পরবর্তীতে অনন্যাকে নিয়ে ফেসবুকে ট্রল শুরু হলেও অনেকে তাঁর সমর্থনেও পাশে দাঁড়িয়েছেন৷ কখনোই বিজ্ঞান বিষয়ে পড়াশোনা না করলে H2O মানে যে পানি, সেটা না জানা অপরাধ না বলেও মন্তব্য অনেকের৷
কেউ কেউ আবার প্রতিযোগীর পাশাপাশি বিচারকের মানদণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন৷ তাঁরা বলছেন, কিছুক্ষণ পরেই অন্য এক বিচারক মডেল, অভিনেত্রী ও কোরিওগ্রাফার ইমি প্রতিযোগীদের ‘গুড নাইট' বলে সম্ভাষণ জানান৷
‘গুড নাইট' যে শুধু বিদায়ের সময় বলা যায়, সে বিষয়টি যে প্রতিযোগিতার বিচারক জানেন না, সেখানে প্রতিযোগীর মান নিয়ে প্রশ্ন তোলা কতটা যৌক্তিক, সে নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন অনেকে৷
পরে অবশ্য অনন্যা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনা নিয়ে কথা বলেছেন৷ তিনি জানান, H2O মানে যে পানি, সেটি তাঁর জানাই ছিল৷ তবে তাৎক্ষণিকভাবে তিনি এটাকে বুদ্ধি যাচাইয়ে বিচারকের ‘ট্রিক কোয়েশ্চন' ভেবে নিয়ে রেস্টুরেন্টের নাম বলেছেন৷
এডিকে/এসিবি
সুন্দরী প্রতিযোগিতার রকমভেদ
মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স – এসব প্রতিযোগিতার নাম আমরা সবাই জানি৷ কিন্তু এর বাইরেও যে কত ধরণের সুন্দরী প্রতিযোগিতা থাকতে পারে, ছবিঘরের ছবিগুলো না দেখলে সেটা বিশ্বাসই হত না!
ছবি: picture-alliance/dpa
মিস ওয়ার্ল্ড
২৩ বছর বয়সি ফিলিপাইনের তরুণী মেগান ইয়ং ২০১৩ সালে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন৷ চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাকার্তায়৷ কিন্তু মুসলিম সম্প্রদায়ের প্রতিবাদের মুখে হিন্দু অধ্যুষিত বালিতে ভেন্যুটি সরিয়ে নেয়া হয়েছিল৷
ছবি: picture-alliance/dpa
মিস মুসলিম ওয়ার্ল্ড
জাকার্তায় মিস ওয়ার্ল্ড হতে দেয়া না হলেও ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ‘মিস মুসলিম ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা৷ ১৯ জন ফাইনালিস্টের দেহ গলা পর্যন্ত পোশাকে আবৃত ছিল আর মাথায় ছিল স্কার্ফ৷ ইসলাম ও কোরান সংক্রান্ত প্রশ্ন করা হয়েছিল প্রতিযোগীদের৷ নাইজেরিয়ার ২১ বছর বয়সি ওবাবিয়ি আয়েশা আজিবোলা তাতে প্রথম হন৷
ছবি: Getty Images
মিস হলোকস্ট সারভাইভার
ছবির এই নারীটি ৭০ বছর আগে হলোকস্টের বা নাৎসিদের ইহুদি নিধনযজ্ঞের শিকার হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছিলেন৷ তবে মুক্তি পাননি তাঁর বাবা৷ তিনি ইসরায়েলে অনুষ্ঠিত ২০১৩ সালের ‘মিস হলোকস্ট সারভাইভার’ নির্বাচিত হয়েছেন৷ ৭০ থেকে ৯৪ বছর বয়সি প্রতিযোগীদের ‘মনের সৌন্দর্য’ বিবেচনা করে বিজয়ী নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে৷
ছবি: picture-alliance/dpa
মিস ল্যান্ডমাইন
নরওয়ের মোর্টেন ট্রাভিকের উদ্যোগে ল্যান্ডমাইনের আঘাতের শিকারদের নিয়ে ‘মিস ল্যান্ডমাইন’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ কম্বোডিয়া আর অ্যাঙ্গোলা থেকে প্রতিযোগীরা তাতে অংশ নিয়েছিল৷ কিন্তু ২০০৯ সালে কম্বোডিয়া এ ধরণের প্রতিযোগিতার উপর নিষেধাজ্ঞা জারি করে৷ কারণ সে দেশের সরকার মনে করে এটা আহতদের অসম্মান করা শামিল৷
ছবি: picture-alliance/dpa
মিনি-মিস-প্যাজান্ট
আট বছরের এই দুই শিশুর সাজ দেখে মনে হচ্ছে তারা যেন বেশ তাড়াতাড়িই পরিণত বয়সের নারীতে পরিণত হচ্ছে৷ অনেক আলোচনার পর ফ্রান্সে সম্প্রতি এ ধরণের প্রতিযোগিতার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
ছবি: Imago/XINHUA
১২৫ বছরের ইতিহাস
বেলজিয়ামের স্পা শহরে ১২৫ বছর আগে প্রথমবারের মতো ইউরোপীয় সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ কিন্তু চূড়ান্ত পর্বে ফাইনালিস্টদের সাজ পোশাক দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়৷
ছবি: imago/United Archives
মিস অ্যাটম
পরমাণু কেন্দ্র নিয়ে সাধারণ মানুষের মনের ভয় দূর করতে ২০০৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত রাশিয়াতে ‘মিস অ্যাটম’ প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ পরমাণু কেন্দ্রে কর্তব্যরত কর্মী ও পরমাণু বিষয় নিয়ে পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নিতেন৷
ছবি: picture-alliance/dpa
মিস হোমলেস
গৃহহীনদের সমস্যা সম্পর্কে সকলের দৃষ্টি আকর্ষণ করতে দাতব্য সংস্থা আর্টেফিক্সের উদ্যোগে ‘মিস হোমলেস’ প্রতিযোগিতার আয়োজন করা শুরু হয় ২০০৯ সাল থেকে৷ এতে যিনি বিজয়ী হতেন তাঁকে এক বছর বিনা ভাড়ায় কোথাও থাকতে দেয়া হতো৷
ছবি: picture-alliance/dpa
মিস জাম্বো কুইন
হাতি রক্ষায় থাইল্যান্ডে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা৷ এতে অংশগ্রহণের জন্য আগ্রহীদের ওজন হতে হয় কমপক্ষে ৮০ কেজি!