1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ভাইরাল ভিডিও

২ অক্টোবর ২০১৮

H2O মানে কি? বিচারকের এমন প্রশ্নের উত্তরে প্রতিযোগী বললেন ‘ধানমন্ডির একটি রেস্টুরেন্ট'৷ এই ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ কথা চলছে পক্ষে-বিপক্ষে৷

Screenshot Youtube Miss World Bangladesh 2018
ছবি: Youtube/Smile Trick

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায়বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ'৷ এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সরাসরি দেখানো হয় বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায়৷

এবারের আসরে মুকুট জয় করে নিলেন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী৷ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন কারণে ভাইরাল হয়েছেন আরেক প্রতিযোগী সুমনা নাথ অনন্যা৷

নানা ধরনের উপস্থাপনার এক পর্যায়ে বিচারক প্যানেলের একজন মডেল, অভিনেতা ও কোরিওগ্রাফার খালেদ হোসেন সুজন অনন্যাকে জিজ্ঞেস করেন, ‘‘H2O মানে কি?'' প্রথমে জানেন না বললেও পরে অনন্যা বলেন, ‘‘এ নামে একটি রেস্টুরেন্ট আছে ধানমন্ডিতে৷''

বিচারক তো বটেই, দর্শক সারিতে উপস্থিত সকলের মধ্যেও এ নিয়ে সৃষ্টি হয় হাস্যরসের৷

পরবর্তীতে অনন্যাকে নিয়ে ফেসবুকে ট্রল শুরু হলেও অনেকে তাঁর সমর্থনেও পাশে দাঁড়িয়েছেন৷ কখনোই বিজ্ঞান বিষয়ে পড়াশোনা না করলে H2O মানে যে পানি, সেটা না জানা অপরাধ না বলেও মন্তব্য অনেকের৷

কেউ কেউ আবার প্রতিযোগীর পাশাপাশি বিচারকের মানদণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন৷ তাঁরা বলছেন, কিছুক্ষণ পরেই অন্য এক বিচারক মডেল, অভিনেত্রী ও কোরিওগ্রাফার ইমি প্রতিযোগীদের ‘গুড নাইট' বলে সম্ভাষণ জানান৷

‘গুড নাইট' যে শুধু বিদায়ের সময় বলা যায়, সে বিষয়টি যে প্রতিযোগিতার বিচারক জানেন না, সেখানে প্রতিযোগীর মান নিয়ে প্রশ্ন তোলা কতটা যৌক্তিক, সে নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন অনেকে৷

পরে অবশ্য অনন্যা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনা নিয়ে কথা বলেছেন৷ তিনি জানান, H2O মানে যে পানি, সেটি তাঁর জানাই ছিল৷ তবে তাৎক্ষণিকভাবে তিনি এটাকে বুদ্ধি যাচাইয়ে বিচারকের ‘ট্রিক কোয়েশ্চন' ভেবে নিয়ে রেস্টুরেন্টের নাম বলেছেন৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ