1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসীদের সঙ্গে সাক্ষাৎ

৩০ মে ২০১২

থাইল্যান্ডে অবস্থানরত মিয়ানমারের অভিবাসী শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অং সান সু চি৷ বর্তমানে থাইল্যান্ডে প্রায় বিশ লাখ মিয়ানমারের নাগরিক বসবাস করছে৷ ২৪ বছর পর বিদেশ সফরে গিয়ে তাদেরকে দেখা দিলেন সু চি৷

ছবি: Reuters

মঙ্গলবার রাতে থাইল্যান্ডে পৌঁছান মিয়ানমারে গণতন্ত্রের মানস কন্যা অং সান সুচি৷ ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম অন ইস্ট এশিয়া' বৈঠকে যোগ দিতে সু চি'র এই থাইল্যান্ড সফর৷ বৃহস্পতি এবং শুক্রবার বসবে এই বৈঠক৷

বুধবার দিনটি সু চি ব্যয় করলেন স্বদেশিদের সঙ্গে দেখা করে৷ ব্যাংককের ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের প্রদেশ সামুট সাখাওন'এ প্রায় চার লাখ মিয়ানমারের অভিবাসীর বাস৷ থাইল্যান্ডের মাহিডল বিশ্ববিদ্যালয়ের মিয়ানমারের অভিবাসী বিষয়ক বিশেষজ্ঞ এন্ডি হল এই প্রসঙ্গে বলেন, সু চি'র মূল সুপারিশ হচ্ছে অভিবাসীদের জন্য একটি উম্মুক্ত শিক্ষাকেন্দ্র নির্মাণে থাই সরকারের কাছ থেকে অনুমতি চাইতে হবে৷

এন্ডি বলেন, তিনি (সু চি) চাইছেন অভিবাসী কর্মীদেরকে তাদের অধিকার সম্পর্কে জানানো হোক, যাতে করে তারা নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হয়৷ কিন্তু সমস্যা হচ্ছে তারা পড়তে বা লিখতে পারে না৷ সুতরাং শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়৷

অভিবাসীরা সু চি'কে দেখামাত্রই ‘মাদার সু, লং লাইফ' বলে শ্লোগান দিতে থাকে এবং সু চি এবং তাঁর বাবার ছবি হাতে নিয়ে নাড়াতে থাকেছবি: Reuters

আনুষ্ঠানিক হিসেবে দেখা যাচ্ছে, থাইল্যান্ডে অভিবাসী কর্মীর সংখ্যা বিশ লাখ৷ এরমধ্যে আশি শতাংশই মিয়ানমার থেকে আসা শ্রমিক৷ পর্যবেক্ষকরা ধারণা করছেন, থাইল্যান্ডে সম্ভবত দশ লাখের বেশি অনিবন্ধিত অভিবাসী কর্মী রয়েছে৷

সু চি সামুট সাখাওন'এর মাহাচাই চিংড়ি বাজারও পরিদর্শন করেন৷ মিয়ানমারের কয়েকশত অভিবাসী কাজ করে এই বাজারে৷ তারা সু চি'কে দেখামাত্রই ‘মাদার সু, লং লাইফ' বলে শ্লোগান দিতে থাকে এবং সু চি এবং তাঁর বাবার ছবি হাতে নিয়ে নাড়াতে থাকে৷ মিয়ানমারের স্বাধীনতার নায়ক হচ্ছেন অং সান৷

সু চি'কে একনজর দেখতে অনেক শ্রমিকই সকাল বেলা কাজ থেকে বিরতি নিয়েছে৷ এদেরই একজন গিয়া৷ দশবছর ধরে থাইল্যান্ডে বসবাস করছেন তিনি৷ গিয়া বলেন, ‘‘আমরা তাঁকে দেখার জন্য সকালে কাজ থেকে বিরতি নিয়েছি, যদিও আমাদের মালিকার সেটি অনুমোদন করেনি৷ আমি এর আগে কখনো সু চি'কে সরাসরি দেখিনি৷ শুধুমাত্র টিভিতে দেখেছিলাম''৷

উল্লেখ্য, আগামী ১৪ জুন সুইজারল্যান্ডেরে জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার বার্ষিক বৈঠকে অংশ নেবেন সু চি৷ থাইল্যান্ডের বৈঠকেও অভিবাসী শ্রমিকদের অধিকারের বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন তিনি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (ডিপিএ)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ