1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিমিয়ানমার

মিয়ানমারের ওপর আরো নিষেধাজ্ঞা

১ ফেব্রুয়ারি ২০২৩

মিয়ানমারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, ক্যানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া৷ সামরিক জান্তা ক্ষমতা দখলের দুই বছর পূর্তিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা এসেছে৷

Myanmar Naypyitaw | Militärparade
ছবি: Aung Shine Oo/AP/picture alliance

বুধবার গণতান্ত্রিক সরকারের কাছ থেকে সামরিক বাহিনীর ফের ক্ষমতা দখলের দুই বছর পূর্তি হয়৷ এ অবস্থায় তাদের নির্বাচন কমিশন, খনি কোম্পানি, জ্বালানি কর্মকর্তা ও আরো প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চার পশ্চিমা দেশ৷

মার্কিন রাজস্ব বিভাগের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে৷

বিবৃতিতে বলা হয়, এই প্রথম মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজ (এমওজিই)-এর কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র৷ এমওজিই মিয়ানমারের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি৷ এই প্রতিষ্ঠান মিয়ানমারের সবচেয়ে বড় রাজস্ব আয়ের উৎস৷ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সহ-ব্যবস্থাপনা পরিচালকের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷

ক্যানাডা ছয়জন কর্মকর্তা ও বিমানে ব্যবহৃত জ্বালানি রপ্তানি, বিক্রি ও সরবরাহের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে৷ অস্ট্রেলিয়া সামরিক সদস্য ও সেনাবাহিনী পরিচালিত কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে৷ যুক্তরাজ্য দুটি কোম্পানি ও দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, যারা মিয়ানমারের বিমানবাহিনীকে জ্বালানি সরবরাহের সঙ্গে জড়িত৷

জেডএ/এসিবি  (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ