বাইরে থেকে মিয়ানমারের জান্তার অধীনে নিরাপত্তা বাহিনীর সদস্য, কিন্তু ভেতরে-ভেতরে বিদ্রোহী গ্রুপের হয়ে গুপ্তচরবৃত্তি করেন তারা৷ বার্মিজ ভাষায় বিদ্রোহীরা তাদেরকে ‘তরমুজ' নামে ডাকেন৷
বিজ্ঞাপন
২৪ বছরের ইয়ান মিয়ানমারের সাবেক পুলিশ কর্মকর্তা৷ তিনি সামরিক জান্তা সরকারের নিরাপত্তার দায়িত্বে থেকে ঝুঁকি নিয়ে গোপনে বিদ্রোহীদের পক্ষে কাজ করতেন৷ গত এপ্রিলে মিয়ানমার থেকে পালিয়ে এখন সীমান্তবর্তী একটি শহরে থাকছেন৷ তিনি বলেন, ‘‘আমি নিজেকে অন্যায় শাসন থেকে মুক্ত করেছি৷'' ঝুঁকি এড়াতে তিনি নিজের পুরো পরিচয় প্রকাশ করতে চাননি৷
২০২১ সালে ক্ষমতা কুক্ষিগত করার পর মিয়ানমারের সামরিক জান্তা সরকার এখন সবচেয়ে বড় প্রতিরোধের মুখোমুখি৷ বিরোধী পক্ষগুলো এখন একসাথে সরকারের বিরুদ্ধে লড়ছে৷ সরকারের ভেতরেও অনেকে গোপনে বিরোধীদের হয়ে কাজ করছে বলে জানা যাচ্ছে৷ বার্তা সংস্থা রয়টার্স এসব বিষয়ে মন্তব্য জানতে চাইলে সাড়া দেয়নি জান্তা৷ বিরোধীরা বলছেন সামরিক বাহিনীর ঠিক কতজন বিদ্রোহীদের কাছে তথ্য সরবরাহ করছে তা নির্ধারণ করা কঠিন৷ তবে তারা সামরিক বাহিনীর যাতায়াতসহ বিভিন্ন গোয়েন্দা তথ্য ফাঁস করে দিচ্ছেন যার উপর ভিত্তি করে বিরোধীরা আক্রমণের পরিকল্পনা সাজাতে পারছেন বলে রয়টার্সকে জানিয়েছেন পিপল'স গোল নামের একটি দলের মুখপাত্র৷ ‘‘আমরা যে তথ্য সংগ্রহ করেছি তার মাধ্যমে মানুষের জীবন রক্ষা পাচ্ছে'', বলেন তিনি৷
ইয়ান ২০২০ সালে তার ভাইয়ের পথ ধরে পুলিশে যোগ দিয়েছিলেন৷ কিন্তু সামরিক ক্যুর পর নির্বিচারে গ্রেপ্তার এবং বিক্ষোভকারীদের উপর সামরিক বাহিনীর নৃশংস আচরণের কারণে তার মোহভঙ্গ ঘটে৷ কারণ হিসেবে তিনি বলেন, ‘‘মানুষজন আমাদের দেখলে ভুত মনে করেন৷ তারা আমাদের ঘৃণা করেন৷''
তার ভাই দেশ ছেড়ে চলে যান৷ ইয়ানকে তিনি জান্তাবিরোধী একটি পক্ষের সাথে যোগাযোগ করিয়ে দেন৷ এই পক্ষটির কাজই হলো ইয়ানের মতো নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংযোগ স্থাপন করা৷ বার্মিজ ভাষায় তাদেরকে তরমুজ বলে ডকেন তারা৷ কেননা তরমুজের মতো তারা বাইরে থেকে সবুজ এবং সামরিক বাহিনীর প্রতি অনুগত কিন্তু ভেতরে তারা লাল, যা ক্ষমতাচ্যুত ন্যাশনাল লিগ অব ডেমোক্রেসির রং৷
ইয়ান জানান, তিনি কাজের ফাঁকে সহকর্মীদের চোখ ফাঁকি দিয়ে ফোন থেকে মেসেজ পাঠিয়ে তথ্য পাচার করতেন৷ জান্তার সিনিয়র ব্যক্তিরা কোথায় যাচ্ছেন, বিভিন্ন স্থানে কত পুলিশ সদস্য নিয়োজিত আছেন কিংবা কী পরিমাণ জ্বালানি ও অস্ত্র তাদের আছে সেসব তথ্য তিনি বিদ্রোহীদের কাছে সরবরাহ করতেন৷ রয়টার্স জানিয়েছে স্বাধীনভাবে তারা এই তথ্য যাচাই করতে পারেনি৷ তবে সামরিক বাহিনীর এক সদস্য জানিয়েছেন তাদের কারো পক্ষে সশস্ত্র গ্রুপগুলোর হয়ে গোয়েন্দাগিরি করা কঠিন৷ তবে কেউ কেউ আছে যাদের বিদ্রোহীদের প্রতি পক্ষপাত আছে৷
ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট ফর পিস'-এর হিসাবে আট হাজার সদস্য নিরাপত্তা বাহিনী থেকে পালিয়েছেন৷
সেনাবাহিনীর বিরুদ্ধে একজোট মিয়ানমারের আদিবাসী সশস্ত্র গোষ্ঠী
মিয়ানমারের আদিবাসী সশস্ত্র গোষ্ঠীগুলো একজোট হয়ে লড়াই শুরু করছে সেনাবাহিনীর বিরুদ্ধে৷ দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে ৫শ’রও বেশি মানুষ নিহত হয়েছে৷ বিস্তারিত ছবিঘরে৷
ছবি: Karen Teacher Working Group/REUTERS
চুক্তি ভঙ্গ
রেস্টোরেশন কাউন্সিল অফ শান স্টেট আরসিএসএস এবং কেএনইউ এর নেতারা জানিয়েছেন, সামরিক জান্তার তাদের সাথে অস্ত্রবিরতির চুক্তি ভেঙে তাদের এলাকায় হামলা শুরু করেছে৷ আদিবাসী সশস্ত্র গোষ্ঠীদের একজোট হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তারা৷
ছবি: Soe Zeya Tun/REUTERS
মতবিরোধ
আদিবাসী নেতারা এটাও বলছেন ৭০ বছর ধরে এই দলগুলো কোন একটি বিষয়ে একমত হতে পারে না৷ আর এ কারণেই প্রত্যেকে আলাদাভাবে যুদ্ধ করে যাচ্ছে৷
ছবি: Karen Teacher Working Group/REUTERS
পালাচ্ছে কারেন রাজ্যের মানুষ
২৮ মার্চে তোলা এই ছবিটিতে দেখা যাচ্ছে আদিবাসীদের রাজ্য কারেনের মানুষরা একটি স্থানে আশ্রয় নিয়েছেন৷ স্থানটি কোথায় তাদের নিরাপত্তার কারণে তা জানানো হয়নি৷
ছবি: Karen Teacher Working Group/REUTERS
মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা
মিয়ানমারের সেনাবাহিনীর বিমান হামলা থেকে বাঁচতে কারেন রাজ্যের একটি স্থানে আশ্রয় নিয়েছেন কারেন জাতিগোষ্ঠীর অনেক মানুষ৷ ফেসবুক থেকে ছবিটি সংগ্রহ করেছে রয়টার্স৷
ছবি: Free Burma Rangers/REUTERS
সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই
মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে একজোট হচ্ছে আদিবাসী শসস্ত্র গোষ্ঠীগুলো৷ এর মধ্যে অন্যতম কারেন্নি ন্যাশনাল পোগ্রেসিভ পার্টি৷ এর জাতিগোষ্ঠীর যোদ্ধারা থাই সীমান্তে একজোট হয়ে সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই শুরু করেছে৷ বেশ কয়েক বছর ধরে তারা জান্তার বিরুদ্ধে লড়াই করছে থাইল্যান্ডের পূর্বাঞ্চলের জঙ্গলে থেকে৷
ছবি: Monika Griebeler
থাইল্যান্ড সীমান্তে শরণার্থীদের ভিড়
কারেন গোষ্ঠীর মানুষ থাইল্যান্ডের মাই হং সোন নদীর সীমান্তে জড়ো হয়েছেন, নিজেদের শেষ সম্বলটুকু নিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিচ্ছেন তারা৷
ছবি: Karen Teacher Working Group/REUTERS
থাইল্যান্ডের গ্রামে আহতরা
থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের থাই প্রদেশ মাই হং সোন এর মাই সাম লিপ গ্রামে চিকিৎসা নিচ্ছেন মিয়ানমারের সহিংসতায় আহত মানুষ৷
ছবি: Soe Zeya Tun/REUTERS
কারেন ন্যাশনাল পার্টি
মিয়ানমারের আদিবাসী গোষ্ঠীর অন্যতম শক্তিশালী একটি দল হল কারেন ন্যাশনাল ইউনিয়ন কেএনইউ৷ দক্ষিণপূর্বাঞ্চলের কারেন রাজ্যের এই দলটি জানিয়েছে মিয়ানমারের বিক্ষোভকারীদের রক্ষায় তাদের যোদ্ধাদের রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে৷
ছবি: Karen Teacher Working Group/REUTERS
জান্তার ঘাঁটিতে হামলা
সামরিক জান্তার বিভিন্ন ঘাঁটিতে তাদের সেনারা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দলটির এক জ্যেষ্ঠ নেতা৷ উত্তরে একই ধরনের হামলা চালিয়েছে কোচিন ইনডেপেন্ডেন্স পার্টি৷
ছবি: Soe Zeya Tun/REUTERS
গেরিলা দলগুলোর হামলা
৩১ মার্চ আরাকার আর্মিসহ তিনটি অন্য গেরিলাদল পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যে প্রতিরোধ গড়ে তুলেছে৷ তাদের আন্দোলনকে ‘বসন্ত বিপ্লব’ আখ্যা দিয়ে হুঁশিয়ার করেছে সামরিকবাহিনী হত্যা বন্ধ না করলে তারা সরাসরি যুদ্ধ শুরু করবে৷
ছবি: Soe Zeya Tun/REUTERS
জাতীয় ঐক্যমতের সরকার
সু চি’র দলের পার্লামেন্ট সদস্য, যারা আত্মগোপনে আছেন তারা পহেলা এপ্রিল জাতীয় ঐক্যমতের সরকার গঠনের ঘোষণা দিয়েছেন৷ সেখানে আদিবাসী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে জানিয়েছেন তারা৷ অনলাইনে তারা এইসব জাতিগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে৷
ছবি: Karen Teacher Working Group/REUTERS
কেন্দ্রীয় সেনাবাহিনী গঠন
বেসামরিক সরকারের আন্তর্জাতিক মুখপাত্র ড. সাসা রয়টার্সকে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় সংবিধানের খসড়া প্রস্তুত, যেখানে নৃগোষ্ঠী এবং বেসামরিক নেতারা মিলে একটি কেন্দ্রীয় সেনাবাহিনী গড়ে তোলার পরিকল্পনা করছেন, যে সেনাবাহিনী বর্তমান সামরিক জান্তার বিকল্প হবে, একে তারা নাম দিয়েছেন ‘তাতমাদো’৷ তাদের মতে, এ ধরনের কেন্দ্রীয় সেনাবাহিনীই পারবে গণতন্ত্র ও স্বাধীনতা পুনরুদ্ধার করতে৷
ছবি: picture-alliance/dpa/epa/N. C. Niang
সেনা সংখ্যা
ব্রিটিশ নিরাপত্তা বিশ্লেষক অ্যান্টনি ডেভিস জানিয়েছেন, মিয়ানমারে আদিবাসীদের মধ্যে সশস্ত্র গোষ্ঠীর সদস্য সংখ্যা প্রায় ৭৫ হাজার৷ অন্যদিকে, মিয়ানমার সেনাবাহিনীতে সদস্য প্রায় সাড়ে তিন লাখ৷
ছবি: Karen Teacher Working Group/REUTERS
নিহত পাঁচশর বেশি মানুষ
মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সংঘাতে নিহতের সংখ্যা এরইমধ্যে ৫০০ ছাড়িয়েছে৷