1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারের পাঁচ সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা

২৩ অক্টোবর ২০১৮

রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে মিয়ানমারের পাঁচ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া৷ এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এ ধরণের পদক্ষেপ নিয়েছিল৷

Myanmar Fotoreportage Rohingya Flüchtlinge Verletzungen
ছবি: Reuters/J. Silva

ঐ কর্মকর্তাদের নেতৃত্বাধীন সামরিক ইউনিট রাখাইনে রোহিঙ্গাদের উপর চলা নিপীড়নের জন্য দায়ী বলে অস্ট্রেলিয়া জানিয়েছে৷ দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন বলেন, ‘‘আমি মিয়ানমারের পাঁচ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছি৷ এই কর্মকর্তাদের অধীনে থাকা ইউনিটগুলো মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী৷''

এই কর্মকর্তারা হলেন আউং চ জ, আউং আউং, মাউং মাউং স, থান ঔ এবং খিন মাউং স৷

নিষেধাজ্ঞার কারণে যেসব কোম্পানি এই ব্যক্তিদের সঙ্গে আর্থিক লেনদেন করবে তাদের ১ দশমিক ২ মিলিয়ন ডলার জরিমানা করা হতে পারে৷ আর ঐ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক রাখা ব্যক্তিরা ১০ বছর কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে জানা গেছে৷

এ ব্যাপারে মন্তব্যের জন্য মিয়ানমার সরকারের মুখপাত্র জ হিতাইকে ফোন করলে তিনি ফোন ধরেননি বলে জানিয়েছে রয়টার্স৷

অস্ট্রেলিয়া যে পাঁচ কর্মকর্তার নাম প্রকাশ করেছে, তাঁদের মধ্যে চার জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে বিচারের প্রস্তাব করেছিল জাতিসংঘ৷ সম্প্রতি প্রকাশিত সংস্থার এক প্রতিবেদনে মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে গণধর্ষণ ও গণহত্যার অভিযোগ আনা হয়৷ ঐ একই প্রতিবেদনে মিয়ানমারের সেনাপ্রধানসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে বিচারের প্রস্তাব করা হয়েছিল৷

তবেজাতিসংঘের আনা অভিযোগের বেশিরভাগই প্রত্যাখ্যান করেছে মিয়ানমার৷ রোহিঙ্গা ‘সন্ত্রাসীরা' এসব নির্যাতনের জন্য দায়ী বলে দাবি তাদের৷

এর আগে গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্র মিয়ানমারের কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল৷

এদিকে, যুক্তরাষ্ট্রের মতো অস্ট্রেলিয়াও মিয়ানমারের সেনাপ্রধান মিন আউং লায়িংকে নিষেধাজ্ঞার আওতায় আনেনি৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ