সীমান্তে মিয়ানমারের সেন্য সমাবেশের ফলে অস্থিরতা তৈরি হতে পারে এ আশঙ্কা থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দ্রুত পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ৷
বিজ্ঞাপন
নিরাপত্তা পরিষদের প্রধানকে লেখা চিঠিতে মিয়ানমার যেন নতুন করে সীমান্তে অস্থিরতা তৈরি না করে এবং নিরাপত্তা অভিযানের নামে রোহিঙ্গাদের লক্ষ্যবস্তুতে পরিণত না করে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ভূমিকা রাখতে বলা হয়৷
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে এ কূটনৈতিক বার্তা পৌঁছে দেয়৷
পূর্বে অবহিত না করে সীমান্তে মিয়ানমারের সৈন্য সমাবেশের ফলে দু'দেশের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে এবং সেক্ষেত্রে অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়৷
বাংলাদেশ-মিয়ানমার: কার সামরিক শক্তি কেমন?
বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে কখনও সরাসরি যুদ্ধ না বাধলেও পুশ ব্যাক-পুশ ইন, জেলে আটক, রোহিঙ্গা নির্যাতন ইত্যাদি ইস্যুতে সীমান্তে বিরোধ রয়েছে দুই দেশের৷ গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী দেখুন দেশ দুটির সামরিক শক্তির তথ্য৷
ছবি: Getty Images/AFP/Phyo Hein Kyaw
ব়্যাংকিং
গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সামরিক শক্তির এই ব়্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে মিয়ানমার৷ ১৩৮ দেশের তালিকায় ৩৫ নাম্বারে মিয়ানমার, আর বাংলাদেশ রয়েছে ৪৬ নাম্বারে৷ এই তালিকায় প্রথম পাঁচটি অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত ও জাপান৷
ছবি: AP
সক্রিয় সেনাসদস্য
মিয়ানমারের চেয়ে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় তিন গুণ হলেও সেনাসদস্যের সংখ্যায় মিয়ানমার অনেক এগিয়ে৷ মিয়ানমারের সক্রিয় সেনাসদস্যের সংখ্যা মোট চার লাখ ছয় হাজার, বাংলাদেশের রয়েছে মোট এক লাখ ৬০ হাজার সক্রিয় সেনাসদস্য৷ দুই দেশের কোনোটিরই রিজার্ভ সেনাসদস্য নেই৷
ছবি: AP
প্রতিরক্ষা বাজেট
প্রতিরক্ষা বাজেটের দিক থেকে অবশ্য মিয়ানমারের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ৷ মিয়ানমারের বার্ষিক প্রতিরক্ষা বাজেট ২৬৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট ৩৮০ কোটি ডলারের৷
ছবি: picture-alliance/dpa/S. Goya
এয়ারক্রাফট
এখানেও এগিয়ে মিয়ানমার৷ বাংলাদেশের ১৭৭টির বিপরীতে মিয়ানমারের রয়েছে ২৭৬টি এয়ারক্রাফট৷
ছবি: picture-alliance/AP Photo/P. Karadjias
নৌবহর
নৌশক্তিতেও মিয়ানমার বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে৷ মিয়ানমারের রয়েছে ১৮৭টি জাহাজ, বাংলাদেশের রয়েছে ১১২টি৷
ছবি: AFP/Iranian Army office
যুদ্ধবিমান
বাংলাদেশের কমব্যাট এয়ারক্রাফট বা যুদ্ধবিমান রয়েছে ৪৪টি, মিয়ানমারের রয়েছে ৫৯টি৷
ছবি: Imago-Images/StockTrek Images
হেলিকপ্টার
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৭টি হেলিকপ্টারের বিপরীতে মিয়ানমারের রয়েছে ৮৬টি হেলিকপ্টার৷
ছবি: Getty Images/AFP/L. Robayo
ট্যাঙ্ক
বাংলাদেশের কমব্যাট ট্যাঙ্ক রয়েছে ২৭৬টি, মিয়ানমারের রয়েছে ৪৩৪টি৷
ছবি: picture-alliance/Newscom/J. Farmer
সাঁজোয়া যান
বাংলাদেশের সাঁজোয়া যানের সংখ্যা ১২৩০টি, মিয়ানমারের ১৩০০টি৷
ছবি: picture-alliance/dpa/MAXPPP
স্বয়ংক্রিয় আর্টিলারি
স্বয়ংক্রিয় আর্টিলারিতে অনেক এগিয়ে মিয়ানমার৷ দেশটির স্বয়ংক্রিয় আর্টিলারির সংখ্যা ১০৮টি, বাংলাদেশের মাত্র ১৮টি৷
ছবি: AP
ফিল্ড আর্টিলারি
ফিল্ড আর্টিলারিতেও মিয়ানমার কয়েকগুণ এগিয়ে আছে৷ মিয়ানমারের ১৬১২টি ফিল্ড আর্টিলারির বিপরীতে বাংলাদেশের রয়েছে কেবল ৪১৯টি ফিল্ড আর্টিলারি৷
ছবি: DW/S. Tanha
রকেট প্রজেক্টর
বাংলাদেশের ৭২টি রকেট প্রজেক্টরের বিপরীতে মিয়ানমারের রয়েছে ৮৪টি রকেট প্রজেক্টর৷
ছবি: imago stock&people
সাবমেরিন
সাবমেরিনের ক্ষেত্রে মিয়ানমারের চেয়ে কিছুটা এগিয়ে বাংলাদেশ৷ মিয়ানমারের একটি সাবমেরিনের বদলে বাংলাদেশের রয়েছে দুটি৷
ছবি: picture-alliance/dpa/O. Kuleshov
বিমানবাহী জাহাজ
বাংলাদেশ বা মিয়ানমার কোনো দেশেরই বিমানবাহী জাহাজ নেই৷
ছবি: Getty Images/AFP/M. Goldman
ডেস্ট্রয়ার
দেশদুটির কোনোটিরই ডেস্ট্রয়ার নেই৷
ছবি: picture-alliance/ZUMAPRESS/Zuma Wire/U.S. Navy
ফ্রিগেট
এক্ষেত্রে কিছুটা এগিয়ে বাংলাদেশ৷ দেশটির রয়েছে আটটি ফ্রিগেট, অন্যদিকে মিয়ানমারের রয়েছে পাঁচটি৷
ছবি: picture-alliance/dpa
করভেট
বাংলাদেশের করভেটের সংখ্যা মিয়ানমারের দ্বিগুণ৷ মিয়ানমারের তিনটির বদলে বাংলাদেশের আছে ছয়টি৷
ছবি: imago/StockTrek Images
উপকূলে পেট্রোল
উপকূলে টহল দেয়ার জন্য মিয়ানমারের রয়েছে ১১৭টি নৌযান৷ বাংলাদেশের রয়েছে ৩০টি৷
ছবি: Shwe Paw Mya Tin/NurPhoto/picture-alliance
বিমানবন্দর
মিয়ানমারে ৬৪টি বিমানবন্দর রয়েছে৷ বাংলাদেশে রয়েছে ১৮টি৷
ছবি: dapd
নৌবন্দর এবং টার্মিনাল
এক্ষেত্রে দুদেশ সমানে সমান৷ দুই দেশেরই তিনটি নৌবন্দর ও টার্মিনাল রয়েছে৷
ছবি: Reuters
20 ছবি1 | 20
বাংলাদেশের উদ্বেগের বিষয়টি নিরাপত্তা পরিষদের সদস্যদের অবহিত করার অনুরোধও রয়েছে চিঠিতে৷
চলতি বছরের জুন থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দু'দেশের সীমান্তে গুলির ৩৫টি ঘটনা ঘটেছে৷ গত ১১ সেপ্টেম্বর সীমান্ত সংলগ্ন মংগদু এলাকায় প্রায় এক হাজার সেনার সমাবেশ ঘটায় মিয়ানমার৷ কোনো ধরনের অভিযান পরিচালনার সময় সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি মিয়ানমারকে স্মরণ করিয়ে দিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ৷ তা না হলে এ অঞ্চলের বিভিন্ন জাতিগোষ্ঠী আশ্রয়ের জন্য সীমান্ত পাড়ি দিতে পারে বলে আশঙ্কা বাংলাদেশের৷
গত ৪ জুন মিয়ানমার সেনা ও বর্ডার গার্ড পুলিশ বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি এলাকায় যৌথ অভিযান চালায়৷ বিষয়টি সম্পর্কে বাংলাদেশকে অবহিত করা হয়নি৷ এ ধরনের ঘটনা সীমান্তে নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে চিঠিতে সীমান্তের কাছে সব ধরনের সেনা প্রত্যাহারের দাবি জানায় বাংলাদেশ৷
এর আগে গত ১৩ সেপ্টেম্বর ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে সীমান্তে সৈন্য সমাবেশের প্রতিবাদ জানায় বাংলাদেশ৷ বাংলাদেশের শক্ত অবস্থানের পর সীমান্ত থেকে মিয়ানমার সৈন্য সরিয়ে নিয়েছে বলে ডয়চে ভেলেকে জানান, বিজিবির মুখপাত্র লে. কর্নেল সাইদুর রহমান৷
আরআর/এসিবি (ইউএনবি)
জাতিসংঘ কী করে?
বিশ্ব নেতাদের মধ্যে কয়েক বছর ধরে আলোচনা চলার পর ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে জাতিসংঘ৷ সে হিসেবে এ বছর ৭৮ পেরুলো সংস্থাটি৷ ছবিঘরে জাতিসংঘের দৈনন্দিন কাজের কথা তুলে ধরা হচ্ছে৷
ছবি: Getty Images/AFP/N. Roberts
খাবার
৮৩ দেশের সাড়ে আট কোটির বেশি মানুষকে খাবার ও সহায়তা দেয়৷
ছবি: picture-alliance/Zuma/A. Amra
টিকা
বিশ্বের প্রায় অর্ধেক শিশুর জন্য টিকা সরবরাহ করে৷ এর ফলে বছরে প্রায় ৩০ লাখ শিশুর জীবন রক্ষা পায়৷
ছবি: picture alliance/AA
নিরাপত্তা
যুদ্ধ, দুর্ভিক্ষ ও নির্যাতন থেকে রক্ষা পেতে পালানো আট কোটির বেশি মানুষের নিরাপত্তার ব্যবস্থা করে জাতিসংঘ৷ তাদের বিভিন্ন সহায়তাও দিয়ে থাকে৷
ছবি: Reuters/J. Akena
তাপমাত্রা নিয়ন্ত্রণ
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের নীচে রাখতে ১৯৬টি দেশের সঙ্গে কাজ করছে জাতিসংঘ৷
ছবি: AFP/M. Tama
শান্তিরক্ষা
সারা বিশ্বে পরিচালিত ১৩টি শান্তিরক্ষা মিশনে ৯৫ হাজার নিরাপত্তা সদস্য নিয়োজিত আছেন৷ এর মধ্যে বাংলাদেশি শান্তিরক্ষীর সংখ্যা ছয় হাজার ৭৩১ জন, যা সবচেয়ে বেশি৷
ছবি: picture-alliance/dpa/N. Bothma
পানি
বিশ্বের প্রায় ২২০ কোটি মানুষ পানি সমস্যায় রয়েছে৷ এই সমস্যা লাঘবে কাজ করছে জাতিসংঘ৷
ছবি: ABDELHAK SENNA/AFP/GettyImages
মানবাধিকার
৮০টি চুক্তি/ডিক্লারেশনের মাধ্যমে সারা বিশ্বে মানবাধিকার রক্ষায় কাজ করছে জাতিসংঘ৷
ছবি: Reuters/D. Balibouse
ত্রাণ সহায়তা
প্রায় ১১ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিতে ২৮.৮ বিলিয়ন ডলার চেয়েছে জাতিসংঘ৷ এই অর্থ পেতে কাজ করছে সংস্থাটি৷
ছবি: Getty Images/AFP/
নির্বাচন
প্রতিবছর প্রায় ৫০টি দেশে নির্বাচন আয়োজনে সহায়তা করে জাতিসংঘ৷ এই সময় সংঘাত এড়াতে কূটনীতিও কাজে লাগায় সংস্থাটি৷
ছবি: imago images/Afrikimages/A. Keita
মা ও শিশু
মাসে প্রায় ২০ লাখ নারীকে গর্ভধারণ ও সন্তান প্রসব সংক্রান্ত জটিলতার সময় সহায়তা প্রদান করে৷
ছবি: Imago/Xinhua
সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গত ৭৫ বছরে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য হচ্ছে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শক্তিগুলোর মধ্যে সামরিক সংঘাত এড়াতে সক্ষম হওয়া৷