1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাম্বিয়ার পাশে ক্যানাডা ও নেদারল্যান্ডস

৩ সেপ্টেম্বর ২০২০

জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-তে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় গাম্বিয়াকে সহায়তা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্যানাডা ও নেদারল্যান্ডস৷

জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসছবি: picture-alliance/Photoshot

ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কোইস-ফিলিপে চাম্পানে এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক বুধবার এক যৌথ বিবৃতিতে জানান, দুই দেশ এখন ‘‘গণহত্যা সংক্রান্ত অপরাধ থামাতে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে’’ জেনোসাইড কনভেনশন পর্যালোচনা করছে৷ বিশ্বের অন্য সব দেশকেও গাম্বিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানানও তারা৷

১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের অধীনে আইসিজেতে ২০১৯ সালের নভেম্বরে ৫৭ জাতির জোট ওআইসি-র পক্ষ থেকে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া৷ মামলার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণ এবং তাদের বাড়িঘর ধ্বংস করার কথা বলা হয়েছে৷

যৌথ বিবৃতিতে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত এসব অপরাধকে ‘‘মানবতার জন্য দুশ্চিন্তার’’ হিসেবে উল্লেখ করে ক্যানাডা ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, তাদের দেশ গাম্বিয়াকে ‘‘মামলা চলার সময় যেসব আইনি জটিলতা দেখা দিতে পারে সেসবের বিষয়ে সহায়তা করবে এবং ধর্ষণসহ যৌন এবং লিঙ্গ-বৈষম্য সংক্রান্ত সহিংসতার দিকে বিশেষ গুরুত্ব দেবে৷’’

নেদারল্যান্ডসের হেগ শহরের পিস প্যালেসে ২০১৯ সালের ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলাটির শুনানি হয়৷ শুনানিতে গাম্বিয়ার নেতৃত্বে ছিলেন সে দেশের বিচারমন্ত্রী আবু বকর মারি তামবাদু আর মিয়ানমারের নেতৃত্বে ছিলেন নোবেলজয়ী নেত্রী অং সান সুচি

এসিবি/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ