1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের শঙ্কা

২ ফেব্রুয়ারি ২০২১

মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জাতিসংঘের মুখপাত্র৷ অভ্যুত্থানের ফলে সে দেশের রোহিঙ্গা মুসলমানের দুর্দশা আরো বাড়তে পারে বলে জাতিসংঘের আশঙ্কা৷

Weltspiegel 02.02.2021 | Myanmar Putsch | Militär
ছবি: AFP/Getty Images

সোমবার বৈশ্বিক এ সংস্থার এক মুখপাত্র এ আশঙ্কা ব্যক্ত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ মিয়ানমারের অভ্যুত্থান নিয়ে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা৷ তার আগের দিন জাতিসংঘের মুখপাত্র মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের নিয়ে এ উদ্বেগের কথা জানান৷ সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে সরিয়ে নিজেরা ক্ষমতায় বসে সু চিসহ রাজনৈতিক নেতাদের আটক করে৷ 

২০১৭ সালে দেশটির রাখাইনে সামরিক বাহিনীর দমনপীড়ন থেকে বাঁচতে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়৷ তারা এখন শরণার্থী শিবিরে জীবন কাটাচ্ছেন৷ 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিভিন্ন পশ্চিমা দেশ ৪ বছর আগে রাখাইনে সামরিক বাহিনীর ওই তৎপরতাকে ‘জাতিগত শুদ্ধি অভিযান' হিসেবে অ্যাখ্যা দিয়ে এলেও মিয়ানমার সেনাবাহিনী তা প্রত্যাখ্যান করে আসছে৷

এসএন/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ