1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমার-বাংলাদেশ

৯ জুন ২০১২

মিয়ানমারের রাখাইন প্রদেশে দাঙ্গার খবরে কক্সবাজার সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে৷ বাংলাদেশ বর্ডার গার্ড - বিজিবির উপ অধিনায়ক মেজর মো. সফিকুর রহমান জানিয়েছেন, সীমান্তের কয়েকটি প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে৷

Kaptai Lake of Bangladesh, one and the bigest man made lake in Bangladesh. Located in Rangamati hill district. Kaptai Lake is a man-made lake in south-eastern Bangladesh. It is located in the Kaptai Upazila of Rangamati District of Chittagong Division. The lake was created as a result of building the Kaptai Dam on the Karnaphuli River, as part of the Karnaphuli Hydro-electric project. The Kaptai Lake's average depth is 100 feet (30 m) and maximum depth is 495 feet (151 m).
ছবি: DW

আর বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী এবং রাখাইনদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে৷ সীমান্তে জোরদার করা হয়েছে টহল৷

বিভিন্ন সংবাদ মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী, মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু জেলায় ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে শুক্রবার থেকে দাঙ্গা শুরু হয়৷ আর এই এলাকাটি বাংলাদেশের কক্সবাজার সীমান্তবর্তী৷ বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী এবং রাখাইনদের বসবাস আছে৷

কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো. সফিকুর রহমান ডয়চে ভেলেকে টেলিফোনে জানান, দাঙ্গার খবর পাওয়ার পর পরই তারা সীমান্তের বেশ কিছু এলাকা বন্ধ করে দিয়েছেন৷ মিয়ানমারের দাঙ্গার প্রভাব যাতে বাংলাদেশে না পড়ে তার জন্য তারা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছেন৷ টহল জোরদার করা হয়েছে৷ তিনি জানান, একদিনের ট্রানজিট পাশ চালু থাকলেও পরিস্থিতির কারণে সীমান্ত দিয়ে দুই দেশের কোন নাগরিক এখন আসা যাওয়া করছে না৷

তিনি জানান, তারা ইতিমধ্যেই রোহিঙ্গা শরণার্থী শিবির এবং রাখাইন পল্লীগুলোতো নজরদারি বাড়িয়েছেন৷ স্থানীয় প্রশাসনও তাদের সঙ্গে মত বিনিময় করেছে৷

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের অধিকাংশই টেকনাফ এলাকার শরণার্থী শিবিরে বসবাস করেন৷ আর ওই এলকায় রাখাইনদেরও বসবাস রয়েছে৷ মেজর মো. সফিকুর রহমান জানান, আগাম সতর্কতার কারণে বাংলাদেশের সীমান্তে পরিস্থিতি শান্ত রয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ