1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারের সেনাবাহিনীর ভুয়া ছবি ব্যবহার!

৩১ আগস্ট ২০১৮

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার একটি ছবি ব্যবহার করে মিয়ানমার সেনাবাহিনী দাবি করেছে, ঐ ছবিতে ‘বাঙালি’দের নির্মম হত্যার শিকার স্থানীয় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষের মৃতদেহ দেখা যাচ্ছে৷ সেনাবাহিনীর একটি বইতে এই দাবি করা হয়৷

ছবি: Jibon Ahmed

মিয়ানমার সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ গত জুলাই মাসে বইটি প্রকাশ করে৷ এতে আটটি ঐতিহাসিক ছবি ব্যবহার করা হয়, যার মধ্যে অন্তত তিনটি ভুয়া বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স৷ এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মিয়ানমার সরকার কিংবা সেনাবাহিনীর কোনো মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বার্তা সংস্থাটি৷ আর দেশটির তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী সচিব উ মিয়ো মিন্ট মাউং নিজে বইটি পড়েননি বলে কোনো মন্তব্য করতে রাজি হননি৷

১১৭ পৃষ্ঠার ঐ বইয়ের নাম ‘মিয়ানমার পলিটিক্স অ্যান্ড দ্য তাপমাতাও: পার্ট ওয়ান'৷ মিয়ানমারের সামরিক বাহিনীর আনুষ্ঠানিক নাম হচ্ছে তাপমাতাও৷

ভুয়া তিন ছবি

ছবি: Reuters/Top: Anwar Hossain/Flickr, Bottom: Myanmar Politics and the Tatmadaw: Part 1

এটি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি বাহিনীর চালানো নৃশংস হত্যাকাণ্ডের ছবি৷ কিন্তু মিয়ানমার সেনাবাহিনী তাদের বইতে ছবিটি ব্যবহার করে ক্যাপশন দিয়েছে এভাবে, ‘বাঙালিরা স্থানীয় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে নির্মমভাবে হত্যা করেছে'৷ উল্লেখ্য, মিয়ানমার সরকার রাখাইনের মুসলিম রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী বোঝাতে ‘বাঙালি' হিসেবে আখ্যায়িত করে থাকে৷

ছবি: Reuters/Top: Getty Images, Bottom: Myanmar Politics and the Tatmadaw: Part 1

উপরের ছবিটি গেটি ইমেজের৷ ২০১৫ সালে ইয়াঙ্গনে তোলা এই ছবিতে রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসীদের দেখা যাচ্ছে৷ তাঁদের বহন করা নৌকাটি মিয়ানমার নৌবাহিনী আটক করেছিল৷ ঐ বছর মিয়ানমার থেকে অনেকে নৌকায় করে থাইল্যান্ড ও মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল৷ মিয়ানমার সেনাবাহিনী এই ছবিটি উলটে দিয়ে এবং রং পরিবর্তন করে সাদা-কালো হিসেবে তাদের বইতে প্রকাশ করেছে৷ এই ছবির মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনী প্রমাণ করতে চেয়েছে যে, এভাবে ‘বাঙালি'রা মিয়ানমারে প্রবেশ করেছিল৷

ছবি: Reuters/Top: Martha Rial/Pittsburgh Post-Gazette/The Pulitzer Prizes Bottom: Myanmar Politics and the Tatmadaw: Part 1

প্রথম ছবিটি পুলিৎজার কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে নেয়া৷ ১৯৯৬ সালে রুয়ান্ডায় সহিংসতা চলার সময় অনেক হুতু শরণার্থী পালিয়ে যান৷ ছবিটি পুলিৎজার পুরস্কার জিতেছিল৷ মিয়ানমার সেনাবাহিনী এই ছবিটি সাদা-কালো করে তাদের বইতে প্রকাশ করে৷ ছবির মানুষগুলোকে বইতে বাঙালি হিসেবে উল্লেখ করা হয়েছে৷ মিয়ানমারে ঔপনিবেশিক শাসন চলার সময় তাঁরা এভাবে মিয়ানমারে প্রবেশ করে বলে বইতে দাবি করা হয়৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ