1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারের সেনা কর্মকর্তাদের বিচার হওয়া উচিত: জাতিসংঘ

২৭ আগস্ট ২০১৮

মিয়ানমারের সেনাবাহিনী ‘গণহত্যার অভিপ্রায়ে’ রোহিঙ্গা মুসলমানদের হত্যা, ধর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে মনে করে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন৷ মিয়ানমারের সেনাপ্রধানসহ পাঁচ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিচারের দাবিও তোলা হয়েছে৷

ছবি: Reuters/Z. Bensemra

সোমবার রোহিঙ্গাদের উপর নির্যাতনের বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে সেনাপ্রধান ছাড়াও দেশটির সেনাবহিনীর আরো পাঁচ জ্যেষ্ঠ কমান্ডারকে বিচারের মুখোমুখি করার সুপারিশ করে জাতিসঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন৷


বার্তা সংস্থা ডিপিএ’র এক প্রতিবেদনে জাতিসংঘের  প্রতিবেদন উদ্ধৃত করে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে হাজার হাজার রোহিঙ্গা মুসলিমকে গণহত্যার মাধ্যমে উৎখাত করা হয়েছে৷  মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে  হত্যা, ধর্ষণ, নির্যাতন, শিশুদের ওপর নির্যাতনসহ নানা ধরনের মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে৷ এছাড়া মিয়ানমারের সেনাপ্রধান মিং অং লাইং ছাড়াও সেনাবাহিনীর আরো পাঁচজন জেষ্ঠ্য কমান্ডারকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের সুপারিশও করা হয়েছে প্রতিবেদনটিতে৷

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে নিরাপত্তা বাহিনীর বেশ কিছু স্থাপনায় ‘বিদ্রোহীদের’ হামলার পর রোহিঙ্গাদের গ্রামে গ্রামে শুরু হয় সেনাবাহিনীর অভিযান৷ শুরু হয় বাংলাদেশ সীমান্তের দিকে রোহিঙ্গাদের ঢল৷ তাঁদের কথায় পাওয়া যায় নির্বিচারে হত্যা, ধর্ষণ, জ্বালাও-পোড়াওয়ের ভয়াবহ বিবরণ৷


জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা মিয়ানমারের বাহিনীর ওই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে বর্ণনা করে আসছে৷ তবে অভিযোগ অস্বীকার করে মিয়ানমার বলে আসছে, তাদের ওই লড়াই ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে, কোনো জাতিগোষ্ঠীকে নির্মূল করতে নয়


প্রতিবেদনটি মিয়ানমারের গণতান্ত্রিক আনএদালনের নেত্রী নোবেল জয়ী অং সান সুচি’রও সমালোচনা করেছে৷ রোহিঙ্গাদের উপর চলা এ নৃশংসতা বন্ধে সুচি কোনো ‘কর্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন’ বলে প্রতিবেদনটিতে মন্তব্য করা হয়েছে৷


আরআর/এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ