মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভে আবার নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে৷ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী গুলিবিদ্ধ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে৷
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবারের দেশব্যাপী বিক্ষোভে নিরাপত্তা বাহিনী অনেক ক্ষেত্রে সতর্ক না করেই নির্বিচারে গুলি চালায়৷ মেসেজিং অ্যাপের মাধ্যমে অ্যাক্টিভিস্ট থিনজার শুনলেই রয়টার্সকে বলেন, ‘‘বীভৎস ঘটনা, এটা রীতিমতো হত্যাকাণ্ড৷ পরিস্থিতি বা অনুভূতি বর্ণনা করার ভাষা নেই আমার৷’’
রয়টার্স জানায়, মিয়ানমার সেনাবাহিনীর এক মুখপাত্রের সঙ্গে সারা দেশে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়ে জানতে ফোন করা হলেও তিনি কিছু বলতে রাজি হননি৷
বুধবার সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে মোনায়া শহরে৷ নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে পাঁচ জন মারা যান সেখানে৷ পাঁচজনের মধ্যে চার জন পুরুষ, অন্যজন নারী৷
মোনায়া গ্যাজেট-এর সম্পাদক কো থিট সার বলেন, ‘‘সংশ্লিষ্টদের পরিবার এবং ডাক্তারদের সঙ্গে কথা বলে পাঁচ জনের মৃত্যুর বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি৷’’ মধ্য মিয়ানমারের শহরটিতে একই দিনে ৩০ জন আহত হওয়ার এবং তাদের মধ্যে কারো কারো এখনো জ্ঞান না ফেরার কথাও জানিয়েছেন তিনি৷
নিরাপত্তা বাহিনীর গুলিতে রাজধানী ইয়াঙ্গনে অন্তত তিন জন, মান্দালায় দু'জন, হ্পাকান্তে দু'জন এবং মিঙানেও একজন মারা গেছেন বলে জানা গেছে৷
রোববার মিয়ানমারে পুলিশের আক্রমণে ১৮ জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। তবে বিক্ষোভকারীরা তাতেও দমেননি। আন্দোলন চলছে গোটা দেশ জুড়ে।
ছবি: Thuya Zaw/ZUMA Wire/imago images
আন্দোলন অব্যাহত
গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে মিয়ানমারের ক্ষমতা দখল করেছে সেনা। তারপর থেকেই গণতন্ত্রপন্থিরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে।
ছবি: AP Photo/picture alliance
আন্দোলনে যুব সমাজ
মূলত ছাত্র এবং যুব সমাজের বড় অংশ এই আন্দোলনে যোগ দিয়েছে। তাদের বক্তব্য, দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং জেলবন্দিদের মুক্তি দিতে হবে।
ছবি: AP Photo/picture alliance
পুলিশের সহিংসতা
প্রথম দিন থেকেই কড়া হাতে আন্দোলনকারীদের মোকাবিলা করছে পুলিশ। লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে। জল কামান ব্যবহার করা হচ্ছে। এমনকী, রবার বুলেটও ব্যবহার করা হয়েছে।
ছবি: Ye Aung Thu/AFP
ভয়াবহ রোববার
রোববার পুলিশের সব চেয়ে সহিংস চেহারা দেখা যায়। পুলিশের দাবি, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালানো হয়। ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। বিক্ষোভকারীদের দাবি আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ।
ছবি: Xiao Long/UPI Photo/imago images
হাসপাতালেও হামলা
আন্দোলনকারীদের দাবি, আহত বিক্ষোভকারীদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানে গিয়েও তাণ্ডব চালায় পুলিশ। আহত ব্যক্তিদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।
ছবি: AP Photo/picture alliance
গ্রেফতার বহু
প্রতিদিনই আন্দোলনকারীদের গ্রেফতার করছে পুলিশ। সেনা শাসকরা জানিয়েছেন, আন্দোলনের জন্য গ্রেফতার হলে এখনই মুক্তি মিলবে না। আপাতত জেলেই থাকতে হবে।
ছবি: SOPA/ZUMA Wire/imago images
বিশ্বের নিন্দা
অ্যামেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের একাধিক দেশ পুলিশ এবং সেনার নিন্দা করছে। কিন্তু তাতেও হেলদোল নেই সেনা শাসকদের।
ছবি: REUTERS
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি
রোববারের ঘটনার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একটি বিবৃতি প্রকাশ করেন। তাতে বলা হয়েছে, মিয়ানমারের সেনা এবং নিরাপত্তবাহিনীর আচরণ বরদাস্ত করা যায় না। সমস্ত মৃত্যুর দায় তাদের নিতে হবে। অ্যামেরিকা সাহসী গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের পাশে আছে।