1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমার: বাংলাদেশকে যা করতে হবে

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৯ ডিসেম্বর ২০১৬

মিয়ানমারের রাখাইনে নতুন ‘জঙ্গি গোষ্ঠীর' উত্থানের খবরে বাংলাদেশকে সতর্ক করে দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা৷ রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে জরুরি উদ্যোগ গ্রহণ করা হলে এই জঙ্গি গোষ্ঠীও আর তৎপরতা বিস্তৃত করতে পারবে না৷

রোহিঙ্গা
ছবি: picture-alliance/dpa/F. Ismail

‘হারাকা আল-ইয়াকিন' নামের এই জঙ্গি গোষ্ঠীটি গত ৯ অক্টোবর মিয়ামারের সরকারি বাহিনীর ওপর হামলা চালায়৷ হামলায় মোট ৯ জন পুলিশ নিহত হয়৷ পরে আরেক হামলায় এক সেনাসদস্যও নিহত হয়৷ 

ব্রাসেলস ভিত্তিক থিংক ট্যাংক দ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) জানিয়েছে, হারাকা আল-ইয়াকিন নামের নতুন ওই সশস্ত্র গ্রুপটি গত অক্টোবরে মিয়ানমারে সরকারি বাহিনীর ওপর হামলার সঙ্গে জড়িত৷ এই গ্রুপটির আন্তর্জাতিক যোগাযোগও স্পষ্ট৷ পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে৷

আইসিজির দাবি, হারাকা আল-ইয়াকিন গোপনে রাখাইন রাজ্যের বিভিন্ন গ্রামে দু'বছরের বেশি সময় ধরে প্রশিক্ষণ দিয়েছে৷ হারাকা নেতা আতা উল্লাহ-র জন্ম করাচিতে৷ তিনি বর্তমানে সৌদি আরবের মক্কায় রয়েছেন৷ তার বাবা একজন অভিবাসী রোহিঙ্গা মুসলিম৷ আতা উল্লাহ পাকিস্তান বা অন্য কোথাও গিয়ে আধুনিক গেরিলাযুদ্ধের ব্যবহারিক প্রশিক্ষণ নিয়েছেন বলে দাবি করছে আইসিজি৷ হারাকা গ্রুপের ২০ সদস্যের একটি দল দেশের বাইরে থেকে গ্রুপটির কর্মকাণ্ড তদারকি করে থাকে৷

বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আব্দুর রশীদ (অব.) ডয়চে ভেলেকে বলেন, ‘‘গত অক্টোবরেও সরকারি বাহিনীর ওপর হামলায় বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে কিছু রোহিঙ্গা নেয়া হয়েছে৷ ফলে এটি বাংলাদেশের জন্য ভাবনার বিষয়৷''

তিনি বলেন, ‘‘বাংলাদেশের টেকনাফ ও উখিয়ায় কিছু মাদ্রাসা আছে যা সৌদি সহায়তায় পরিচালিত হয়৷ ঐ সব মাদ্রাসার একটিতে অভিযান চালিয়ে তিন রোহিঙ্গা জঙ্গিকে গ্রেপ্তারের খবরও আছে৷ খবর আছে সেই সব মাদ্রাসায় বৈঠকেরও৷''

Noor Khan - MP3-Stereo

This browser does not support the audio element.

তিনি আরো বলেন, ‘‘সৌদি আরব ভিত্তিক রোহিঙ্গারা এই জঙ্গি গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং অর্থায়ন করছে৷''

আব্দুর রশীদ বলেন, ‘‘বাংলাদেশের কোনোভাবেই এই জঙ্গিদের প্রতি নমনীয় ভাব দেখানোর সুযোগ নেই৷ প্রধানমন্ত্রী নিজেও সংসদে বলেছেন কোনো সন্ত্রাসী তৎপরতার জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না৷''

মানবাধিকার নেতা এবং জঙ্গি বিষয়ক গবেষক নূর খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশের এখন উচিত হবে নিজের নিরাপত্তার স্বার্থে মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে চাপ আরও জোরদার করা৷ কারণ এই নির্যাতনকে জঙ্গিরা সহানুভূতি পাওয়ার ঢাল হিসেবে ব্যবহার করে৷ বাংলাদেশকে সতর্ক থাকতে হবে যাতে এখানে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে মিয়ানমারের ওই জঙ্গি গোষ্ঠী কোনো প্রভাব বিস্তার করতে না পারে৷''

নূর খান বলেন, ‘‘খেয়াল রাখতে হবে জঙ্গিদের যেমন প্রতিরোধ করতে হবে, তেমনি জঙ্গি দমন বা প্রতিরোধের নামে সাধারণ মানুষের ওপর নির্যাতনের কোনো সুযোগ নেই, যা মিয়ানমার সরকার করছে৷''

Abdur Rashid - MP3-Stereo

This browser does not support the audio element.

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার বলেছে, মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও লুটপাটের যে অভিযোগ তা ‘মানবতাবিরোধী অপরাধের' শামিল হতে পারে৷

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দেশটিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ধর্ষণ, পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে৷ এর মধ্য দিয়ে সেখানে ‘মানবিক বিপর্যয়' তৈরি হয়েছে৷ সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকা বিষয়ক পরিচালক রাফেন্দি ডিজামিন বলেন, ‘‘মিয়ানমারে সেনাবাহিনী বেসামরিক রোহিঙ্গাদেরকে নির্মম ও নিয়মিত সহিংসতার লক্ষ্যে পরিণত করেছে৷''

এর আগে জাতিসংঘও একই অভিযোগ তুলেছিল৷ মিয়ানমারে জাতিগত নির্মূল প্রক্রিয়া চলছে বলেও অভিযোগ করেছিল জাতিসংঘ৷ তাই বাংলাদেশকে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন এবং মিয়ানমারের নতুন জঙ্গি গোষ্ঠীর বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখতে হবে৷ এখানে বাংলাদেশের নিরাপত্তার বিষয়টিও জড়িত৷ সহজ না হলেও বাংলাদেশের এ নিয়ে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও কাজের পরিবেশ তৈরির ওপর জোর দেয়া উচিত বলে মনে করেন নূর খান৷

রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে জরুরি উদ্যোগ গ্রহণ করা হলে নতুন এই জঙ্গি গোষ্ঠী কি সত্যিই আর তৎপরতা বিস্তৃত করতে পারবে না? লিখুন মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ