নোবেলজয়ী অং সান সু চি তিনদিনের সফরে বর্তমানে সিঙ্গাপুরে আছেন৷ বুধবার সেখানকার ব্যবসায়ীদের উদ্দেশে দেয়া বক্তব্যে এই অঙ্গীকারের কথা বললেও সরাসরি রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করেননি৷
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘‘বিনিয়োগ আকৃষ্ট করতে অনেক জাতিগোষ্ঠীর দেশ মিয়ানমারকে স্থিতিশীলতা অর্জন করতে হবে৷''
‘‘আপনারা জানেন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে৷ আমাদের দেশে অনেক সম্প্রদায়ের লোক আছে৷ স্থিতিশীলতা আর আইনের শাসন অর্জনে আমাদের কাজ করতে হবে'', সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বলেন সু চি৷
তিনি বলেন, ‘‘ব্যবসায়ীরা সাধারণত এমন কোনো দেশে বিনিয়োগ করতে চান না যেখানে স্থিতিশীলতা নেই৷ আমরা অস্থিতিশীল হতে চাই না, কিন্তু আমাদের অনৈক্যের অনেক পুরনো ইতিহাস আছে৷ সুতরাং জাতীয় ঐক্য ও শান্তি প্রতিষ্ঠা আমাদের জন্য অপরিহার্য৷''
বাংলাদেশে আসা রোহিঙ্গাদের কথা
জাতিসংঘের ত্রাণকর্মীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নভেম্বরের ১৯ থেকে ২১ তারিখ, এই তিনদিনে বাংলাদেশে মিয়ানমার থেকে শত শত রোহিঙ্গা প্রবেশ করেছে৷
ছবি: Reuters/M.P.Hossain
সহিংসতা
মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় এখন পর্যন্ত কমপক্ষে ৮৬ জন প্রাণ হারিয়েছে৷ গৃহহীন হয়েছে প্রায় ৩০ হাজার জন৷ অক্টোবরের ২৭ তারিখে তোলা এই ছবিতে ঐ রাজ্যের একটি গ্রামের বাজার দেখা যাচ্ছে, যেটিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল৷ শিশুরা সেখান থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করছে৷
ছবি: Reuters/Soe Zeya Tun
পালিয়ে বাঁচা
সহিসংতা থেকে বাঁচতে নভেম্বরের ১৯ থেকে ২১ তারিখ শত শত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন জাতিসংঘের ত্রাণকর্মীরা৷ উপরের ছবিটি ২১ নভেম্বরের৷ কক্সবাজারের কুটুপালাং শরণার্থী কেন্দ্রে বসবাসরত রোহিঙ্গা নারীরা নতুন আসা শরণার্থীদের দেখছেন৷
ছবি: Reuters/M.P.Hossain
নতুন শরণার্থী
মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত পার হয়ে কুটুপালাং শরণার্থী কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছেন নতুন শরণার্থীরা৷
ছবি: Reuters/M.P.Hossain
ধরা পড়ায় কান্না
অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত পার হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা তাদের ধরেছে৷ মুসলিম নারী ও তাঁর সন্তানরা তাই কাঁদছেন৷
ছবি: Reuters/M.P.Hossain
অপেক্ষা
কুটুপালাং ক্যাম্পে ঢোকার অপেক্ষায় নতুন আসা রোহিঙ্গারা৷
ছবি: Reuters/M.P.Hossain
সন্তানসহ মা
মুসলিম এই রোহিঙ্গা নারী তাঁর সন্তানকে নিয়ে কুটুপালাং শিবিরে ঢোকার অপেক্ষায় আছেন৷
ছবি: Reuters/M.P.Hossain
শরণার্থী শিশু
কুটুপালাং শরণার্থী কেন্দ্রের রোহিঙ্গা শিশুরা স্কুলে পড়াশোনার ফাঁকে ক্যামেরার দিকে তাকিয়ে আছে৷
ছবি: Reuters/M.P.Hossain
আদি বাসিন্দা
কুটুপালাং ক্যাম্পে নিজেদের বাড়িতে শিশুরা৷
ছবি: Reuters/M.P.Hossain
বাড়ির আঙিনায়
একজন রোহিঙ্গা নারী তাঁর সন্তানদের সঙ্গে নিয়ে কুটুপালাং শরণার্থী শিবিরে তাঁর বাড়ির সামনে বসে আছেন৷
ছবি: Reuters/M.P.Hossain
9 ছবি1 | 9
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের অভিযোগ রয়েছে৷ জাতিসংঘ বলছে, রোহিঙ্গারা হয়ত মানবতাবিরোধী অপরাধের শিকার৷ সেনা সদস্যদের অত্যাচার থেকে বাঁচতে কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গা ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে বলে বুধবার জানিয়েছে সংস্থাটি৷ মিয়ানমার অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে৷ তারা বলছে, গত মাসে সীমান্তরক্ষীদের উপর হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী৷
রাখাইন রাজ্য ছাড়াও মিয়ানমার-চীন সীমান্তের শান রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে সেখানকার একটি সম্প্রদায়ের বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে৷
ইন্দোনেশিয়ায় রোহিঙ্গা ও বাংলাদেশিদের জীবন
সাগরে মানব পাচারকারীদের অত্যাচার সহ্য করে, দীর্ঘদিন অনাহারে, অর্ধাহারে থেকে, অবশেষে ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন তাঁরা৷ আচেহ রাজ্যে পৌঁছানো রোহিঙ্গা এবং দরিদ্র বাংলাদেশিদের জীবন কীভাবে কাটছে সেখানে? দেখুন ছবিঘরে...
ছবি: Reuters/Beawiharta
নাম, পরিচয় লেখানো
ইন্দোনেশিয়ার জুলক গ্রামে পৌঁছানোর পরই তাঁদের লাইনে দাঁড়াতে হলো৷ নাম, ঠিকানা সব লিখিয়ে তবেই নিস্তার৷
ছবি: Reuters/Beawiharta
রোগযন্ত্রণা
কুটা বিনজের জুলোক গ্রামে অনেকে এসেছেন হাঁটাচলার শক্তি হারিয়ে৷ এতদিন সাগরে ভেসেছেন নামমাত্র খেয়ে আর মানব পাচারকারীদের অকথ্য নির্যাতন সহ্য করে৷ স্থলে পৌঁছানোর আগেই নানা ধরণের অসুখে আক্রান্ত তাঁরা৷ শয্যাশায়ী একজনকে কোলে নিয়েছেন একজন, পাশেই আরেকজন তৃষ্ণা মেটাচ্ছেন গলায় একটু পানি ঢেলে৷
ছবি: Reuters/Beawiharta
শান্তি
নৌযানে গাদাগাদি করে থাকতে হয়েছে এতদিন৷ ভালো করে বসে একটু বিশ্রাম নেয়ারই উপায় ছিল না, আরাম করে নাওয়া-খাওয়া তো দূরের কথা৷ ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে একটা বাথটাবের দেখা পেতেই তাই গোসল শুরু করলেন কয়েকজন৷
ছবি: Reuters/Beawiharta
ক্ষুধার্ত শিশু
এক শিশুর হাতে বিস্কুট তুলে দিচ্ছেন ইন্দোনেশিয়ার এক স্বেচ্ছাসেবী৷ খুব কাছ থেকে বিস্কুটের দিকে তাকিয়ে আছে আরেক শিশু৷ চোখই বলছে, অনেকদিন পর ভালো খাবারের দেখা পেয়েছে শিশুটি!
ছবি: Reuters/Beawiharta
শান্তির বারি
তৃষ্ণার্ত সন্তানের মুখে মায়ের হাতের পানি৷
ছবি: Reuters/Beawiharta
অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা
কোলের শিশুকে সঙ্গে নিয়ে এসেছেন এক নারী৷ ইন্দোনেশিয়ায় শুরু হলো দুজনের অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাত্রা৷
ছবি: Reuters/Beawiharta
6 ছবি1 | 6
বিক্ষোভে অংশ নেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হামলার প্রতিবাদে মুসলিম প্রধান বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে৷ সপ্তাহান্তে এমনই এক বিক্ষোভে অংশ নেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক৷ এছাড়া প্রতিবাদ হিসেবে মিয়ানমারের সঙ্গে অনুষ্ঠিতব্য দু'টি প্রীতি ফুটবল ম্যাচ বাতিলের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া৷