1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিমিয়ানমার

মিয়ানমারে জান্তা বাহিনীর সদস্যদের আত্মসমর্পণ, আটকের দাবি

১৫ নভেম্বর ২০২৩

রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসনের লক্ষ্যে জান্তা সরকারের সামরিক বাহিনীর সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বুধবার জানিয়েছে, অন্তত ২৮ জন পুলিশ সদস্য তাদের কাছে আত্মসমর্পণ করেছে৷ আর ১০ সেনাকে আটক করা হয়েছে৷

ভারতের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের এক গ্রামে উড়ছে বিদ্রোহী গোষ্ঠীর পতাকা
ভারতের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের এক গ্রামে উড়ছে বিদ্রোহী গোষ্ঠীর পতাকাছবি: REUTERS

বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি৷

আরাকান আর্মিসহ তিনটি বিদ্রোহী গোষ্ঠী অক্টোবরের শেষ দিকে জান্তা সরকারের বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে৷

রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়েতে কারফিউ জারি করা হয়েছে বলে সেখানকার প্রশাসন জানিয়েছে৷ রাস্তায় ট্যাঙ্ক দেখা গেছে৷

বিদ্রোহীরা কিছু শহর ও সামরিক ফাঁড়ি দখল করে নিয়েছে৷ এর মধ্যে চীন সীমান্তে অবস্থিত কিছু ফাঁড়িও আছে৷ ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে দায়িত্ব নেওয়ার পর এটিই জান্তা সরকারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠেছে৷

ভারতের সীমান্ত সংলগ্ন মিয়ানমারের খাওমাওই গ্রামছবি: REUTERS

তবে জান্তা সরকারের মুখপাত্র জ মিন তুন ফাঁড়ি দখলের প্রতিবেদন ‘প্রোপাগাণ্ডা' বলে মঙ্গলবার জানিয়েছেন৷ তিনি বলেন, শান, রাখাইন ও কায়াহ রাজ্যে সংঘর্ষ চলছে৷ জান্তা বাহিনীর সদস্যদের আত্মসমর্পণ নিয়ে তিনি মন্তব্য করেননি৷

চিন রাজ্যেও সংঘাত চলছে৷ বিদ্রোহী গোষ্ঠীর হামলার পর মিয়ানমারের ৪৩ সৈন্য সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরামে ঢুকে পড়েছিলেন বলে সেখানকার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন৷

বেশিরভাগ সেনাকে আবার মিয়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে বলে ভারতের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন৷

জেডএইচ/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ