মিয়ানমারে দুই হাজার তিনশ বিক্ষোভকারীকে ছেড়ে দেয়া হলো। সেনা-শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
বিজ্ঞাপন
বুধবার থেকেই মিয়ানমারে আটক বিক্ষোভকারীদের ছাড়া হচ্ছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দুই হাজার তিনশ বিক্ষোভকারীকে ছাড়া হচ্ছে। তার মধ্যে আটক সাংবাদিকরাও আছেন। সেনা-শাসনের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে লেখার জন্য সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছিল।
ইয়াঙ্গনে জেল থেকে বাসে করে আটক বিক্ষোভকারীদের ছেড়ে দেয়া হচ্ছে। উপ-তথ্যমন্ত্রী মেজর জেনারেল জ মিন তুন চীনা সংবাদসংস্থা জিনহুয়াকে বলেছেন, যে সব বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখিয়েছিল, কিন্তু কোনো সহিংসতা করেনি, তাদের ছেড়ে দেয়া হচ্ছে। কিন্তু যারা সহিংসতা করেছিল, তাদের ছাড়া হচ্ছে না।
মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত, পুলিশি তাণ্ডবও
মিয়ানমারে সেনা শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ অব্যাহত। সেই সঙ্গে চলছে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের লাঠি, গ্যাস, গুলি।
ছবি: AP Photo/picture alliance
অদম্য বিক্ষোভকারীরা
পুলিশের গুলিতে তারা মারা যাচ্ছেন, আহত হয়ে হাসপাতালে যেতে হচ্ছে। তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তা সত্ত্বেও অদম্য বিক্ষোভকারীরা। সেনা-শাসন মানতে নারাজ তারা। সু চি সহ আটক নেতাদের মুক্তি চান তারা।
ছবি: Str/AFP/Getty Images
মুখোমুখি
বিক্ষোভকারী ও রায়ট পুলিশ মুখোমুখি। বিক্ষোভকারীরা নিরস্ত্র। তারা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে চান। কিন্তু পুলিশ তাদের বিক্ষোভ বরদাস্ত করছে না।
ছবি: STR/AFP/Getty Images
ইয়াঙ্গনের ছবি
পুলিশের তাণ্ডবের পর ইয়াঙ্গনে পিছু হঠছেন বিক্ষোভকারীরা। লাঠি, গ্যাস, গুলির পর তারা পালাতেও বাধ্য হচ্ছেন।
ছবি: AP/picture alliance
বিক্ষোভকারীদের কৌশল
বিক্ষোভকারীরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে পুলিশের মোকাবিলা করছে। প্রচুর ধোঁয়া হচ্ছে। পুলিশ যাতে পালায় তার জন্য এই কৌশল নেয়া হয়েছে।
ছবি: STR/AFP/Getty Images
রেললাইন অবরোধ
নিয়মিত রেললাইন অবরোধ করছেন বিক্ষোভকারীরা। পুলিশ অবশ্য সেখানেও বিক্ষোভকারীদের আক্রমণ করছে।
ছবি: AP/picture alliance
পুলিশ আরো সহিংস
বিক্ষোভকারীদের মোকাবিলায় পুলিশি সহিংসতা সীমা ছাড়িয়ে যাচ্ছে। প্রথমে তারা লাঠি ও গ্যাস ব্যবহার করছিল। তারপর রবার বুলেট। এখন তারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে প্রায় প্রতিদিন গুলি চালাচ্ছে। তাতে রোজ বিক্ষোভকারীরা মারা যাচ্ছেন।
পুলিশ গুলি চালাতেই মাটিতে শুয়ে পড়ছেন বিক্ষোভকারীরা। তবে এইভাবে যে সবসময় গুলি এড়ানো যাচ্ছে তা নয়।
ছবি: REUTERS
কাঁদানে গ্যাসের ধোঁয়া
পুলিশ এমন কাঁদানে গ্যাস ছুড়ছে যে, ধোঁয়ায় ভরে যাচ্ছে চারপাশ। কাঁদানে গ্যাসের ধোঁয়াতেও বহু বিক্ষোভকারী অসুস্থ হয়েছেন।
ছবি: AP/picture alliance
বাসিন্দাদের অবরোধ
পুলিশ যাতে ঢুকে পড়ে তাণ্ডব না করতে পারে, সে জন্য আবাসিক এলাকায় এভাবেই অবরোধ তৈরি করেছেন স্থানীয় বাসিন্দারা।
ছবি: AP/picture alliance
নিন্দায় গোটা বিশ্ব
নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর যে অত্যাচার চলছে, তার নিন্দায় জাতিসংঘ থেকে শুরু করে প্রায় গোটা বিশ্ব। তারপরেও পুলিশি তাণ্ডব কমছে না।
ছবি: AP Photo/picture alliance
10 ছবি1 | 10
কেন এই সময় এতজন বিক্ষোভকারীকে ছাড়া হলো, তার কোনো কারণ দেখানো হয়নি। তবে বিক্ষোভকারীদের মুক্তি দেয়ার জন্য মিয়ানমারের উপর প্রবল চাপ ছিল। জাতিসংঘ চাইছিল। অ্যামেরিকা, ইইউ সহ অনেকেই মিয়ানমারের সেনা-শাসকদের বলেছিল, বিক্ষোভকারীদের মুক্তি দিতে হবে।
অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিসনারস জানিয়েছে, মিয়ানমারে সেনা-শাসন শুরু হওয়ার পর থেকে ছয় হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ৮৮৩ জন মারা গেছেন।