1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারে নতুন ছবি ‘ব্যান দ্যা সিন'

১ মে ২০১২

মিয়ানমারের চলচ্চিত্র জগত এতদিন ছিল চরম সেন্সরশিপের আওতায়৷ প্রতিটি ছবিতেই সেন্সরশিপের ধারালো ছুরি বসেছে৷ তবে দিনকাল পাল্টাচ্ছে৷ বইছে পরিবর্তনের বাতাস৷

ছবি: picture alliance/dpa

‘ব্যান দ্যা সিন' একটি কমেডি ছবি৷ সেন্সরশিপ বোর্ড কীভাবে এতদিন প্রতিটি ছবি নিয়ন্ত্রণ করেছে, ইচ্ছেমত মত পোষণ করেছে – সেসব ঘটনা হাস্যকরভাবে তুলে ধরা হয়েছে ছবিটিতে৷ ছবির পরিচালক টুন জ উইন৷ তিনিই সিদ্ধান্ত নেন সেন্সরশিপের ওপর একটি কমেডি তৈরি করার৷

ছবিতে যারা অভিনয় করেছেন, এরা সবাই কৌতুক অভিনেতা৷ ছবিতে দেখানো হয়েছে লেদার চেয়ারে বসে আছেন কয়েকজন মোটা মোটা সরকারি কর্মকর্তা৷ তাদের দৃষ্টি একটি প্রোজেক্টরের দিকে৷ যেসব চিত্র দেখানো হচ্ছে তাতে কর্মকর্তারা বেশ বিরক্ত৷ ভিক্ষুক, দুর্নীতি, বিদ্যুৎবিহীন শহর এমন কি রাস্তায় প্রচণ্ড মারামারির দৃশ্যও তুলে ধরা হয়েছে কমেডিতে৷ এই সব চিত্র দেখে কর্মকর্তারা বেশ বিরক্ত৷ তারা এক বাক্যে বলছেন, ‘কিছুতেই এই ছবি দেখানো হবে না৷' সবই ছবির অংশ৷

তবে সেন্সরশিপ নয়, পরিচালক টুন জ উইন অবাক হয়েছেন যে এ ধরণের ছবি তৈরি করার অনুমতি শুধু তাকে দেয়া হয়নি, ছবিতে তিনি যা যা তুলে ধরেছেন সেগুলো খুব বেশি সেন্সরও করা হয়নি৷

তবে কী দেখানো হয়েছে আর কী সেন্সর করা হয়েছে সেটা বড় কথা নয়৷ আসল কথা হল এ ধরণের সমালোচনামূলক ছবি তৈরির অনুমতি দেয়া হয়েছে এবং তা প্রেক্ষাগৃহে দেখানোও হবে৷ এসবই প্রমাণ দিচ্ছে যে মিয়ানমার পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই পরিবর্তন হচ্ছে পুরোপুরিই ইতিবাচক৷

প্রতিবেদন: এপি / মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ