1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারে বিবিসির সাংবাদিক আটক

১৯ মার্চ ২০২১

বিবিসির বার্মিজ-এর সাংবাদিক অং থুরাকে মিয়ানমারের রাজধানী নেপিডোর একটি আদালতের বাইরে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে৷ শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে একটি সাধারণ ভ্যানে সাদা পোশাকের লেকরা লোক থুরাকে ধরে নিয়ে যায় ৷

Symbolbild Kindesmissbrauch katholische Kirche
ছবি: Imago Images/blickwinkel

থুরার সঙ্গে মিয়ানমারের সংবাদ সংস্থা ‘মিজ্জিমা'র সাংবাদিক থান হতিকে অং কেও ধরে নিয়ে যাওয়া হয়েছে৷

এর আগে গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের পর সেনাবাহিনী মিজ্জিমার লাইসেন্স বাতিল করে।

বিবিসি কর্তৃপক্ষ এখনো থুরার সঙ্গে যোগাযোগ করতে পারেনি৷ থুরা বিবিসির একজন স্বীকৃত সাংবাদিক৷ বিবিসি জানায়, বিষয়টি নিয়ে তারা খুবই উদ্বিগ্ন এবং থুরাকে খুঁজে বের করতে তারা স্থানীয় প্রশাসনের কাছে সাহায্য চেয়েছে৷

সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে এখন পর্যন্ত ৪০ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের মধ্যে ১৬ জন এখনো বন্দি আছেন৷ মিয়ানমারের জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত দেশটির পাঁচটি সংবাদ সংস্থার লাইসেন্স বাতিল করেছে৷

সেনাঅভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে গণতন্ত্রের পক্ষে গণবিক্ষোভ চলছে৷ রয়টার্স জানায়,  সেনাবাহিনীর ‍গুলিতে শুক্রবার নয়জন নিহত হয়েছে৷সেনাশাসনবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে সে দেশে নিহতের সংখ্যা কমপক্ষে ২৩৩ জনে দাঁড়িয়েছে৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ