মিয়ানমারের একটি আদালত শুক্রবার মার্কিন সাংবাদিক ডেন ফেনস্টারকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে বলে তার আইনজীবী ও চাকরিদাতা প্রতিষ্ঠান জানিয়েছে৷ যুক্তরাষ্ট্র তাকে মুক্ত করার চেষ্টা করছিল৷
বিজ্ঞাপন
৩৭ বছর বয়সি ফেনস্টার ‘ফ্রন্টিয়ার মিয়ানমার' নামের একটি অনলাইন ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক৷ তাকে উসকানি দেয়া এবং অভিবাসন ও বেআইনি সম্পৃক্ততা আইন লঙ্ঘনের দায়ে এই শাস্তি দেয়া হয় বলে ম্যাগাজিন কর্তৃপক্ষ জানিয়েছে৷ এসব আইনে সবচেয়ে কঠোর যে শাস্তির বিধান রয়েছে সেটাই ফেনস্টারকে দেয়া হয়েছে বলেও জানিয়েছে তারা৷
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের অভ্যুত্থানের পর কয়েক ডজন সাংবাদিকসহ হাজার হাজার মানুষকে আটক করা হয়৷ এইসময় গণমাধ্যমের লাইসেন্স বাতিলসহ ইন্টারনেট ও স্যাটেলাইট সম্প্রচারের বাধা দেয়া হয়েছে৷ অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে প্রাণ হারান প্রায় ১,২০০ মানুষ৷
‘শান্তির দেশে’ সাংবাদিকেরা কম নিরাপদ
যেসব দেশে যুদ্ধ বা সংঘাত চলছে, এক সময় সেখানে সাংবাদিকতার ঝুঁকি অনেক বেশি ছিল৷ কিন্তু রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)-এর সর্বশেষ প্রতিবেদন বলছে ভিন্ন কথা৷ ছবিঘরে বিস্তারিত...
ছবি: UNESCO
করোনাকালেও ৫০ জনের মৃত্যু
রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে সারা বিশ্বে নিহত হয়েছেন মোট ৫০ জন সাংবাদিক৷ সবারই মৃত্যুর কারণ সাংবাদিকতা৷২০২০ সালের ১৫ জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে মৃত্যু হয় তাদের৷ ২০১৯ সালে সংখ্যাটা ছিল ৫৩৷ তবে মনে রাখা দরকার, ২০২০ সাল জুড়ে করোনার কারণে সাংবাদিকরা মাঠ পর্যায়ে তেমন কাজই করতে পারেননি৷
ছবি: Felix Marquez/AP/dpa/picture alliance
‘শান্তিময়’ দেশগুলোতে মৃত্যু বেশি
২০১৬ সালে নিহত সাংবাদিকদের শতকরা ৫৮ ভাগই ছিল যুদ্ধ চলছে এমন দেশগুলোতে৷ ২০২০ সালে সেরকম দেশে সাংবাদিক হত্যার হার কমে হয়ে যায় ৩২ ভাগ৷ অর্থাৎ, যুদ্ধের লেশমাত্র নেই এমন দেশগুলোতেই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিতে হয় বাকি ৬৮ ভাগ সাংবাদিককে৷
ছবি: Colourbox
মেক্সিকোর ভয়াবহ পরিস্থিতি
২০২০ সালে সবচেয়ে বেশি আট জন সাংবাদিক নিহত হয়েছেন মেক্সিকোতে৷ তারপরই রয়েছে ভারত, ফিলিপাইন্স আর হন্ডুরাস৷ ভারতে মারা গেছেন চার জন আর ফিলিপাইন্স এবং হন্ডুরাসে তিন জন করে৷
ছবি: Reuters/Diario El Mundo
জেনেবুঝে হত্যা
২০২০ সালে যে ৫০ জন সংবাদকর্মীকে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিতে হয়, তাদের ৮৪ ভাগই পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার৷ ২০২০ সালের ২৯ ডিসেম্বর প্রকাশ করা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রতিবেদন অনুযায়ী সারা বিশ্বে সাংবাদিকদের পরিকল্পিতভাবে হত্যার প্রবণতাও বেড়েছে, কারণ, ২০১৯ সালে এমন হত্যার ঘটনা ছিল ৬৩ শতাংশ৷
ছবি: bilderbox
জেলজুলুম
২০২০ সালে মোট ৩৮৭ জান সাংবাদিককে বিভিন্ন দেশে গ্রেপ্তার বা জিম্মি করা হয়৷৩৮৭ জনের মধ্যে নিখোঁজও রয়েছেন কয়েকজন৷
সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারে কারাদণ্ড পাওয়া প্রথম পশ্চিমা সাংবাদিক হলেন ফেনস্টার৷ গত মে মাসে মিয়ানমার ছাড়ার চেষ্টার সময় তাকে আটক করা হয়৷ এরপর থেকে তিনি ইয়াঙ্গনের কুখ্যাত ইনসেইন কারাগারে বন্দি আছেন৷
এ সপ্তাহের শুরুতে ফেনস্টারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদ আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে৷ প্রতিটি অভিযোগের শাস্তি হিসেবে সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে৷
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ফেনস্টারের আটককে ‘খুব অন্যায়' বলে মন্তব্য করেছিল৷ তাকে অবিলম্বে মুক্তি দিতে সামরিক বাহিনীর প্রতি আহ্বানও জানানো হয়েছিল৷