মিয়ানমারে মুসলিম শরণার্থী
২৭ অক্টোবর ২০১২মিয়ানমারের সরকারি গণমাধ্যমের খবর অনুযায়ী, নতুন এই হামলায় সাতটি শহরতলির প্রায় তিন হাজার সাধারণ আর ১৮টি ধর্মীয় ভবন জ্বালিয়ে দেয়া হয়েছে৷ প্রেসিডেন্ট থিয়েন সেইন'ও এই খবর স্বীকার করেছেন বলে জানিয়েছে বিবিসি৷
এদিকে বার্তা সংস্থা এএফপি বলেছে, গত রবিবার থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৬৭ জন নিহত হয়েছে৷ তবে তারা মুসলিম না বৌদ্ধ সম্প্রদায়ের লোক তা নিশ্চিত করতে পারেনি এএফপি৷ তবে এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, নিহতদের প্রায় অর্ধেকই মহিলা৷
এই পরিস্থিতিতে রোহিঙ্গারা প্রাণের ভয়ে পশ্চিম মিয়ানমারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় পাওয়ার আশায় ঘর ছেড়েছে৷ রাখাইন রাজ্যের কর্মকর্তারা বলছেন, বিভিন্ন নৌকায় করে প্রায় ছয় হাজার শরণার্থী রাজধানী সিতওয়ের শিবিরগুলোতে এসেছে৷ শিবিরগুলোতে আগে থেকেই প্রয়োজনের অতিরিক্ত মানুষ ভিড় করে রয়েছে৷
শিবিরে অবস্থান নেয়া এক ব্যক্তি এএফপিকে জানিয়েছেন যে, নিরাপত্তা কর্মীরা নতুন করে আসা শরণার্থীদের শিবিরে ঢুকতে দিচ্ছে না৷ ফলে শরণার্থীরা কেউ কেউ নৌকায়, কেউবা আবার নদীর তীরে অপেক্ষা করছে৷
মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার জানিয়েছেন, সংঘাত আরও বাড়লে ঐ অঞ্চলে জরুরি আইন জারি করা হতে পারে৷ এদিকে অং সাং সুচির নেতৃত্বে গঠিত একটি সংসদীয় কমিটি সংঘাতের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে৷
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ - এইচআরডাব্লিউ রোহিঙ্গাদের রক্ষায় ও ত্রাণ দিয়ে সহায়তা করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে৷
পাশাপাশি কেন এ ধরণের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা খুঁজে বের করার আহ্বানও জানিয়েছে এইচআরডাব্লিউ৷ তা না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে সংস্থাটি৷
এইচআরডাব্লিউ বলছে, তারা স্যাটেলাইটের মাধ্যমে কিছু ছবি পেয়েছেন, যেগুলোতে দেখা যাচ্ছে কিয়াওপু নামের মুসলিম রোহিঙ্গাদের একটি এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে৷
রোহিঙ্গা অধিকার নিয়ে কাজ করে এমন একটি প্রকল্প আরাকান প্রজেক্ট'এর প্রধান ক্রিস লেওয়া বলছেন, জুন মাসের চেয়ে এবারকার সংঘাত আর বেশি মারাত্মক৷ রাখাইন রাজ্য ধীরে ধীরে নিরাপত্তাহীন এলাকায় পরিণত হচ্ছে৷ শুধু রোহিঙ্গা নয়, অন্যান্য মুসলিমদেরও তাড়িয়ে দেয়ার লক্ষ্যে হামলা করা হচ্ছে বলে জানান তিনি৷
এদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েকদিন ৫২ জন রোহিঙ্গাকে ফিরিয়ে দেয়া হয়েছে৷ নতুন করে সংঘাত শুরু হওয়ার পর সীমান্তে লোকবল বাড়িয়েছে বাংলাদেশ৷
জেডএইচ / এএইচ (এএফপি, রয়টার্স)