1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজমিয়ানমার

মিয়ানমারে শিশুসহ ১১২ রোহিঙ্গার কারাদণ্ড

১০ জানুয়ারি ২০২৩

'বৈধ কাগজপত্র ছাড়াই' মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করায় ১১২ জন রোহিঙ্গাকে দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। দণ্ডিতদের মধ্যে শিশুও রয়েছে।

গত বছর দুই হাজারেরও বেশি রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ যাত্রার চেষ্টা করেছিল বলে ধারণা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
গত বছর দুই হাজারেরও বেশি রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ যাত্রার চেষ্টা করেছিল বলে ধারণা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।ছবি: picture-alliance/AP Photo/Malaysian Maritime Enforcement Agency

গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমারের একটি প্রতিবেদন বলছে, ডিসেম্বরে দেশটির দক্ষিণ আইয়ারওয়াদি অঞ্চল থেকে রোহিঙ্গাদের আটক করা হয়। গত শুক্রবার তাদের কারাদণ্ড দেয়া হয় বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এই সংবাদমাধ্যম।

শিশুদের ইয়াঙ্গুনের কাছে একটি ইয়ুথ ট্রেনিং স্কুলে রাখা হয়েছে।

মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের অধিকাংশ বাংলাদেশে শরণার্থী হয়ে এলেও ভারত, থাইল্যান্ডসহ আরো ২০টি দেশেও এই জনগোষ্ঠীর কিছু অংশ আশ্রয় নিয়েছে৷ জীবনের ঝুঁকি নিয়ে তারা বিভিন্ন উপায়ে সেসব দেশে পাড়ি দেয়ার চেষ্টা করে।

গত বছর দুই হাজারেরও বেশি রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ যাত্রার চেষ্টা করেছিল বলে ধারণা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

একেএ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ