1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারে সেনাদের বিরুদ্ধে নতুন বাহিনী গড়ার চেষ্টা

৭ মে ২০২১

মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা দখল করা সামরিক শাসকের বিরুদ্ধে লড়তে গতমাসে একটি ঐকমত্যের সরকার গঠন করা হয়৷ গত বুধবার তারা ‘পিপলস ডিফেন্স ফোর্স' গঠনের ঘোষণা দিয়েছে৷

ফাইল ছবি৷ছবি: STR/AFP/Getty Images

‘সাধারণ নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা ঠেকাতে' এই বাহিনী গঠন করা হচ্ছে বলে বিবৃতিতে জানায় তারা৷ অভ্যুত্থানের প্রতিবাদ করা সাধারণ নাগরিক ও বিভিন্ন এথনিক বিদ্রোহী গোষ্ঠীর সমন্বয়ে এই বাহিনী গঠন করতে চায় ঐকমত্যের সরকার৷

সাবেক সাংসদ, রাজনীতিবিদ, গণতন্ত্রপন্থি গোষ্ঠী ও এথনিক সংখ্যালঘু গোষ্ঠীর সমন্বয়ে গতমাসে ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট' বা এনইউজি নামের ঐ সরকার গঠন করা হয়৷ এখন তারা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে৷

বুধবার ডিফেন্স ফোর্স গঠনের ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার অনেক তরুণ সামাজিক মাধ্যমে এই বাহিনীতে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে৷

ব্রাসেলসভিত্তিক থিংক ট্যাংক ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিসি গ্রুপের' হিসেবে ২০টির কিছু বেশি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমারের বিভিন্ন সীমান্ত এলাকায় প্রায় এক-তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণ করে৷ আরও বেশি স্বায়ত্তশাসনের দাবিতে গ্রুপগুলো সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন সময়ে সংঘর্ষে লিপ্ত হয়৷ এসব গ্রুপের মধ্যে কয়েকটি ইতিমধ্যে অভ্যুত্থানের সমালোচনা করেছে৷ বিক্ষোভ দমনের নামে নিরস্ত্র সাধারণ মানুষের উপর নির্যাতনেরও সমালোচনা করেছে তারা৷ এই গ্রুপগুলোর সঙ্গে মিলে কাজ করতে আলোচনা শুরু করেছে ঐকমত্যের সরকার৷

মিয়ানমারের মনিটরিং সংস্থা ‘অ্যাসিস্টেন্স এসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স' বা এএপিপি জানিয়েছে, দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ৭৬৯ জন প্রাণ হারিয়েছেন৷ প্রায় তিন হাজার সাতশ জনকে আটক করা হয়েছে৷ এর মধ্যে অনেক সাংবাদিকও আছেন৷ বিভিন্ন গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স৷

সামরিক জান্তা সরকার অবশ্য মৃত্যুর সংখ্যা অনেক কম বলে দাবি করেছে৷ এছাড়া এসব মৃত্যুর জন্য ‘দাঙ্গাবাজদের' দায়ী করছে তারা৷

এদিকে, দেশের বাইরে সম্প্রচার বন্ধ করতে গত মঙ্গলবার স্যাটেলাইট টেলিভিশন রিসিভারের উপর নিষেধাজ্ঞা জারি করে সামরিক সরকার৷ গত কয়েকমাস ধরে দেশটির ইন্টারনেট পরিষেবায়ও নিয়মিত বাধা দেয়া হচ্ছে৷

হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ ২০০'র বেশি সংগঠন সম্প্রতি মিয়ানমারের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ