মিয়ানমারে সেনাবাহিনীর বিমান হামলায় অর্ধশতাধিক নিহত
১১ এপ্রিল ২০২৩
মিয়ানমারের সাগাইং এলাকায় বিদ্রোহীদের একটি সমাবেশে বিমান হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে৷ স্থানীয় গণমাধ্যমের একাংশ বলছে মৃতের সংখ্যা তার চেয়ে অনেক বেশি৷
বিবিসি বার্মিজ, রেডিও ফ্রি এশিয়া এবং ইরাওয়াদ্দি নিউজ পোর্টাল স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে নিহতদের মধ্যে অনেক সাধারণ মানুষ রয়েছেন এবং মৃতের সংখ্যা সব মিলিয়ে ১০০-ও ছাড়িয়ে যেতে পারে৷
সংবাদ সংস্থা রয়টার্স অবশ্য খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি৷ কারণ, ক্ষমতাসীন সেনাসরকারেরএক মুখপাত্রকে কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি৷
নাম প্রকাশে অনিচ্ছুক পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)-এর এক সদস্য রয়টার্সকে জানিয়েছেন, তাদের স্থানীয় দপ্তর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কয়েকটি জঙ্গি বিমান থেকে গুলিবর্ষণ করা হয়। তিনি বলেন, ‘‘ঠিক কতজন নিহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়৷ আমরা সব মরদেহ এখনও উদ্ধার করতে পারিনি৷''
২০২১ সালে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী৷ এরপর থেকে সে দেশে চলছে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন৷ আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ নিয়মিতই উঠছে ক্ষমতাসীন সামরিক সরকারের বিরুদ্ধে৷
এপিবি/এসিবি (রয়টার্স)