মিয়ানমারে থ্যান্টল্যাং শহরে সেনা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ। বিদ্রোহীদের দাবি, ৩০ জন সেনা মারা গেছে। মানুষ পালাচ্ছেন।
বিজ্ঞাপন
সেনা ও বিদ্রোহীদের লড়াই তীব্র হতেই মানুষ ঘর ছেড়ে পালাতে শুরু করেছেন। স্থানীয় মিডিয়া বুধবার জানিয়েছে, সেনা সাধারণ মানুষের বাড়িতে বোমা ফেলছে। তাই শহরের ১০ হাজার বাসিন্দার মধ্যে প্রায় সকলেই নিরাপদ আশ্রয়ের খোঁজে আশপাশের এলাকায় চলে গেছেন। অনেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছেন বলে এক স্থানীয় নেতা জানিয়েছেন।
কিছুদিন ধরে এখানে বিদ্রোহীদের সঙ্গে সেনার সংঘর্ষ চলছে। প্রচুর বাড়িতে আগুন জ্বলছে। গত সপ্তাহান্তে অন্তত ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।
মিজোরাম থেকে ডিডাব্লিউর প্রতিনিধি স্যমন্তক ঘোষ জানাচ্ছেন, নাথিয়াল জেলার ডেপুটি কমিশনার জানিয়েছেন, গত দুই সপ্তাহে দুই হাজার নয় জন মিয়ানমার থেকে পালিয়ে ভারতে এসেছেন। তাদের আশঙ্কা ছিল, না পালালে সেনার হাতে মরতে হবে। তাদের কয়েকটি শিবিরে রাখা হয়েছে।
নতুন দিনের স্বপ্ন নিয়ে বেঁচে আছেন পা হারানো এক ‘যোদ্ধা
সন্তান জানতে চেয়েছিল, ‘‘তোমার পা কোথায়?’’ কো ফিও বলেছিলেন, ‘‘কুকুর নিয়ে গেছে৷’’ অনিচ্ছায় হলেও যাদের কুকুর বলেছিলেন মিয়ানমারকে এখনো তাদের হাত থেকে মুক্ত করার স্বপ্ন দেখেন কো ফিও৷ ছবিঘরে তার জীবনের গল্প....
ছবি: REUTERS
এক ছা-পোষার প্রতিবাদী হয়ে ওঠা
ইয়াঙ্গনে রোড ট্রান্সপোর্ট অথরিটির যানবাহনের লাইসেন্সিং বিভাগের কর্মী কো ফিও৷ কিন্তু গত দুই ফেব্রুয়ারি সেনাবাহিনি অং সান সু চিকে আটক করে ক্ষমতা দখলের পর যে প্রতিবাদ, বিক্ষোভ শুরু হলে চাকরি, নিরাপদ জীবন ইত্যাদিকে গুরুত্ব না দিয়ে কো ফিও-ও নেমে পড়েছিলেন রাস্তায়৷
ছবি: REUTERS
সেদিনের কথা
মার্চের সেই দুপুরে সেনাবাহিনীর অপসারণ এবং সু চি-র মুক্তির দাবিতে চলমান বিক্ষোভে কো ফিও-ও ছিলেন৷ হঠাৎ তার পা লক্ষ্য করে গুলি চালায় এক সেনাসদস্য৷ পায়ে গুলি লাগায় উপুড় হয়ে পড়ে যান কো ফিও৷ এক পুলিশ সদস্য তাকে হাসপাতালে না নিয়ে গেলে হয়ত প্রাণ নিয়েই আর ফেরা হতো না৷
ছবি: REUTERS
অনুমতি দিলেন পা কাটার
পায়ে গুলি লাগলেও একেবারে কেটে ফেলতে হবে তা ভাবতেও পারেননি কো ফিও৷ কিন্তু হাসপাতালে যত দিন যাচ্ছিলো ব্যথা তত তীব্র হচ্ছিলো৷ একটা সময় কো ফিও নিজেই ডাক্তারদের বললেন, ‘‘এত ব্যথা সহ্য করা যায় না৷ আপনারা আমার পা কেটে ফেলুন৷’’
ছবি: REUTERS
সন্তানকে প্রবোধ
নিজের কাটা পা সবসময় ঢেকে রাখেন ২৪ বছর বয়সি কো ফিও৷ কিন্তু ঢেকে রাখলেই তো কষ্ট আড়াল হয় না! প্রথম দিন দু বছরের সন্তান জানতে চেয়েছিল, ‘‘বাবা, তোমার পা কোথায়?’’ মা-হারা ছেলেটাকে সত্যি কথা বলতে পারেননি৷ বলেছিলেন, ‘‘আমার এই পা-টা একটা কুকুর নিয়ে গেছে৷ একদিন এসে আবার ফিরিয়ে দিয়ে যাবে৷’’
ছবি: REUTERS
সহযোদ্ধাদের প্রতি আস্থা
সেনশাসনবিরোধী চলমান আন্দোলনে এ পর্যন্ত ৮০০ মানুষ মারা গেছেন বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স৷ এখনো চলছে প্রতিবাদ, বিক্ষোভ৷ পা হারানোয় কো ফিও-র বিক্ষোভে যোগ দিতে পারেন না৷ তার গণতন্ত্রকামী সহযোদ্ধারা আন্দোলন চালিয়ে যাবেন, একদিন সাফল্য আসবেই- এ আশা নিয়ে তিনি বলেন, ‘‘লড়াই চালিয়ে যেতে হবে৷ শহীদদের প্রতি সুবিচারের স্বার্থেও এ লড়াইয়ে আমাদের জিততে হবে৷’’
ছবি: AP/picture alliance
5 ছবি1 | 5
যাজককে হত্যা
মিয়ানমার নাও নিউজ জানিয়েছে, সেনা একজন যাজককে গুলি করে হত্যা করেছে। তার অপরাধ, তিনি আগুন নেভাচ্ছিলেন। সরকারি মিডিয়া এই খবর অস্বীকার করেছে।
স্থানীয় নেতা সালাই থাং বলেছেন, বিদ্রোহীরা একটি সেনা ছাউনিতে আক্রমণ করে। সেনার ক্ষয়ক্ষতি হয়। তারপর বিমান বাহিনীর বিমান এসে হামলা চালায়। তাতে চারজন সাধারণ মানুষ মারা গেছেন। ১৫ জন আহত। বিদ্রোহীদের দাবি, তাদের আক্রমণে ৩০ জন সেনার মৃত্যু হয়েছে।
মিয়ানমারে সেনা ক্ষমতা দখল করার পরে দেশজুড়ে বিক্ষোভ চলছে। গত মাসে আইনসভার সাবেক সদস্যরা দেশজুড়ে 'পিপলস ডিফেনসিভ ওয়ার'-এর ডাক দেয়ার পর গোলমাল আরো বেড়েছে।