1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারে ১৯ জন নিহত

২১ আগস্ট ২০১৯

সেনাবাহিনী আর জাতিগত সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মিয়ানমারে ১৯ জনের মৃত্যু হয়েছে, ঘরছাড়া হয়েছে অন্তত দুই হাজার মানুষ৷ মিয়ানমারের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান৷

Myanmar Rakhine Militär Symbolbild
ছবি: Getty Images/AFP/Phyo Hein Kyaw

মিয়ানমারের উত্তরের শান রাজ্যে গত সপ্তাহে শুরু হয় এই সংঘর্ষ৷ বৃহস্পতিবার নর্দার্ন অ্যালায়েন্স নামের সরকারবিরোধী একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী একটি আর্মি কলেজসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালায়৷ হামলায় হতাহতের ঘটনাও ঘটে৷ তারপর থেকে চলতে থাকা সংঘর্ষে এ পর্যন্ত ১৯ জন নিহত এবং অন্তত দুই হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে বলে বুধবার মিয়ানমারের সরকারী কর্মকর্তারা জানান৷

সংঘর্ষের কারণে ঘর ছাড়তে বাধ্য হওয়া মানুষেরা লাশিও শহরের আশপাশের মঠগুলোতে আম্রয় নিয়েছেন৷ তাদের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে৷ মিয়ানমারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানান, অস্থায়ী আশ্রয়শিবিরগুলোতে তারা খাবার, চিকিৎসাসেবা এবং আহত এবং নিহতদের পরিবারকে অর্থ সহায়তা দিচ্ছেন৷

এসিবি/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ