মিয়ানমারে ১৯ জন নিহত
২১ আগস্ট ২০১৯বিজ্ঞাপন
মিয়ানমারের উত্তরের শান রাজ্যে গত সপ্তাহে শুরু হয় এই সংঘর্ষ৷ বৃহস্পতিবার নর্দার্ন অ্যালায়েন্স নামের সরকারবিরোধী একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী একটি আর্মি কলেজসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালায়৷ হামলায় হতাহতের ঘটনাও ঘটে৷ তারপর থেকে চলতে থাকা সংঘর্ষে এ পর্যন্ত ১৯ জন নিহত এবং অন্তত দুই হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে বলে বুধবার মিয়ানমারের সরকারী কর্মকর্তারা জানান৷
সংঘর্ষের কারণে ঘর ছাড়তে বাধ্য হওয়া মানুষেরা লাশিও শহরের আশপাশের মঠগুলোতে আম্রয় নিয়েছেন৷ তাদের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে৷ মিয়ানমারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানান, অস্থায়ী আশ্রয়শিবিরগুলোতে তারা খাবার, চিকিৎসাসেবা এবং আহত এবং নিহতদের পরিবারকে অর্থ সহায়তা দিচ্ছেন৷
এসিবি/কেএম (রয়টার্স)