রোহিঙ্গা শরণার্থী
১৩ জুন ২০১২ মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর৷ মঙ্গলবার এক বিবৃতিতে তারা বলেছে, ‘‘বাংলাদেশ সরকার যেন যতোটা সম্ভব সীমান্ত শিথিল রাখে এবং আশ্রয়প্রার্থীদের প্রবেশ করতে দেয়৷ আমরা বাংলাদেশ সরকারের কাছে সে আবেদনই জানাচ্ছি৷’’
তবে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বুধবার এক অনুষ্ঠানে বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেবার ব্যাপারে জাতিসংঘের কোনো অনুরোধ তিনি পাননি৷ তিনি বলেন, ‘‘মিয়ানমার থেকে নতুন করে শরণার্থী আসুক তা আমরা চাই না৷’’
শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেয়া প্রসঙ্গে জাতিসংঘের অনুরোধের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘‘বাংলাদেশে কতজনকে আশ্রয় দেয়া হবে, তাদের খরচই বা কারা চালাবেন - এগুলো পরিষ্কার হতে হবে৷ এদের মধ্যে কোনো সন্ত্রাসীও চলে আসতে পারে৷’’
অনেক বিশ্লেষক বলছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করেই সমাধান করা উচিৎ৷ এই যেমন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সি এম শফি সামি বলেন, ‘‘পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের বিষয়ে একটি ‘সেল’ খোলা দরকার৷ তাছাড়া, প্রতিবেশী দুই দেশ ভারত ও চীনের সঙ্গে আলোচনা করে শরণার্থী সমস্যার সমাধান করা যেতে পারে৷’’
অন্যদিকে, শফি সামির এই বক্তব্যের সঙ্গে একমত নন অধ্যাপক আমেনা মহসিন৷ তিনি বলেন, ‘‘ভারত বা চীন তাদের স্বার্থের বাইরে আমাদের কোনো কাজে আসবে না৷’’ সমুদ্রসীমা বিরোধ ইস্যুতে মিয়ানমারের পক্ষে ভারতের অবস্থানের বিষয়টিও তুলে ধরেন তিনি৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ