অ্যামেরিকা আগেই করেছিল, এবার মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাজ্য ও ক্যানাডার।
বিজ্ঞাপন
মিয়ানমারের জেনারেলরা যুক্তরাজ্যে ও ক্যানাডায় ঢুকতে পারবেন না। ওই দুই দেশে তাঁদের সম্পত্তিও ফ্রিজ করে দেয়া হয়েছে। ফলে ওই সম্পত্তি তাঁরা আপাতত ভোগ করতে পারবেন না। মিয়ানমারে নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করার জন্য এই ব্যবস্থা নিল যুক্তরাজ্য ও ক্যানাডা। এর আগে অ্যামেরিকা একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল।
ব্রিটেন তিনজন জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাঁরা হলেন, প্রতিরক্ষামন্ত্রী মিয়া টুন ও, স্বরাষ্ট্রমন্ত্রী সোই এবং তাঁর ডেপুটি থান হ্লাইং। ক্যানাডা প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি সাতজন সেনা কর্মকর্তার সম্পত্তি ফ্রিজ করার কথা জানিয়েছে। ক্যানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়েছে। সেনা সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা মানছে না। তাই ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া জরুরি।
জাপান জানিয়েছে, ভারত, অ্যামেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত কোয়াড গ্রুপ মিয়ানমারে সেনা-শাসনের তীব্র বিরোধিতা করছে।
মিয়ানমারে অং সান সু চি-র মুক্তির দাবিতে আন্দোলন চলছে। রেল কর্মীরা প্রতিবাদে যোগ দিয়েছেন। সু চি-র দলের কর্মীরাও বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের দাবি, অবিলম্বে সু চি সহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে হবে।
মিয়ানমারে সেনা শাসনের বিরুদ্ধে অভিনব বিক্ষোভ
সেনা অভ্যুত্থানের এক সপ্তাহ পর মিয়ানমারজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ চরম রূপ নিয়েছে৷ বিক্ষোভে অংশ নিয়েছেন চিকিৎসক, শিক্ষকসহ সব স্তরের মানুষ৷ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন তারা৷
ছবি: REUTERS
চিকিৎসক আর নার্সরা প্রথম সারিতে
সেনা অভ্যুত্থানের ২৪ ঘণ্টা না পেরোতেই সরকারি হাসপাতালগুলোর চিকিৎসক ও নার্সরা ধর্মঘটের ডাক দেন৷ অন্যদেরও এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তারা৷
ছবি: REUTERS
সব শ্রেণি পেশার মানুষ
অন্যদিকে, ছাত্র, শিক্ষক, শ্রমজীবী মানুষ ও অন্যান্য সামাজিক সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদে অংশ নেন৷ তারা স্লোগান দিতে থাকেন, ‘জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দাও’, ‘আমাদের লক্ষ্য গণতন্ত্র ফিরিয়ে আনা’৷ শনিবার রাত থেকে দেশজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভে যোগ দিচ্ছেন৷
ছবি: Ye Aung Thu/AFP/Getty Images
আন্দোলনে বৌদ্ধ সন্ন্যাসীদের সংহতি
বিক্ষোভকারীদের সাথে রাজপথে নেমেছেন বৌদ্ধ ভিক্ষুরা৷ বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ এই দেশটিতে ভিক্ষুদের সংগঠন ‘সংঘ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে৷
ছবি: AP Photo/picture alliance
দেশজুড়ে বিক্ষোভ
ইয়াঙ্গুন বা মান্দালয়ের মতো বড় শহরের পাশাপাশি ছোট শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন৷ শান রাজ্যের মতো আদিবাসী অঞ্চলগুলোও বাদ যায়নি৷
ছবি: AFP/Getty Images
তিন আঙুলের অভিবাদন
হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র হাঙ্গার গেমস যারা দেখেছেন তারা এই প্রতীকের সাথে পরিচিত৷ থাইল্যান্ডে বিক্ষোভের সময় আন্দোলনের প্রতি সংহতি জানাতে ‘থ্রি ফিঙ্গার গ্রিটিংস’ ব্যবহার করেছিলেন বিক্ষোভকারীরা৷ মিয়ানমারেও সেই একই দৃশ্যের দেখা মিললো৷
ছবি: REUTERS
বারান্দা থেকে সংহতি
যারা রাজপথে নেমে আন্দোলনে যোগ দিতে পারছেন না, তাদের অনেকেই বিক্ষোভকারীদের পানি আর খাবার দিয়ে সাহায্য করছেন, বারান্দায় দাঁড়িয়েও সংহতি জানিয়েছেন অনেকে৷
ছবি: REUTERS
সু চি’র মুক্তি
১ লা ফেব্রুয়ারি মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি এবং তার দল এনএলডি’র অনেক শীর্ষ নেতাকে আটক করেছে সেনাবাহিনী৷ আন্দোলনকারীরা সবার মুক্তি দাবি করছেন৷
ছবি: Sem Van Der Wal/ANP/AFP/Getty Images
অভিনব প্রতিবাদ
বিক্ষোভ দমনে সোমবার রাতে সামরিক জান্তা ডিক্রি জারি করেছে৷ রাজধানীসহ প্রধান তিনটি শহরে পাঁচজনের বেশি মানুষের সমবেত হওয়া নিষিদ্ধ৷ রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে৷ এই ঘোষণার পর বিক্ষোভকারীদের মধ্যে থেকে অনেকে ফুল নিয়ে এগিয়ে আসেন দায়িত্বরত পুলিশের দিকে৷
ছবি: Ye Aung Thu/AFP/Getty Images
উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি
রাজধানী নেপিদোতে মঙ্গলবার বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে৷ সামরিক জান্তা বিক্ষোভকে অবৈধ ঘোষণা করেছে৷ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে রাবার বুলেট আর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ৷ বিক্ষোভকারীরা পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে৷ রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷
ছবি: REUTERS
সেনা সমর্থকরাও রাজপথে
বিক্ষোভকারীদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়েছেন সেনা সমর্থকরা৷ সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি দেশজুড়ে বেশ কিছু সমাবেশের আয়োজন করেছে৷
ছবি: Thet Aung/AFP/Getty Images
৮৮’র অভ্যুত্থানের কথা স্মরণ
বর্তমান বিক্ষোভ যে রূপ নিয়েছে তা ১৯৮৮ সালের সেনা অভ্যুত্থানের কথা মনে করিয়ে দেয়৷ তখন সরকারবিরোধী আন্দোলনে পুরো দেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলে ক্ষমতা হাতে নেয় সেনাবাহিনী৷ কয়েক হাজার মানুষ নিহত হয়, আটক করা হয়েছিল অনেককে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন অসংখ্য আন্দোলনকর্মী ও শিক্ষার্থী৷
ছবি: ullstein bild-Heritage Images/Alain Evrard
11 ছবি1 | 11
আরো ব্যবস্থা দরকার
ডিডাব্লিউর সঙ্গে সাক্ষাৎকারে হিউম্যান রাইটস ওয়াচের এক্সিকিউটিভ ডিরেক্টর কেনেথ রথ জানিয়েছেন, এই সিনিয়র জেনারেলদের টার্গেট করার অর্থ হলো, সেনা যে ব্যবসা চালায় এবং যার অর্থে তারা অভ্যুত্থান করেছে, সেই সোর্স বন্ধ করে দেয়া। কিন্তু সেনা শাসকদের পকেটে অর্থ আসা বন্ধ করতে গেলে মিয়ানমার ইকনমিক হোল্ডিং লিমিটেড ও মিয়ানমার ইকনমিক কর্পোরেশনের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
রথের মতে, মিয়ানমারের সেনা যে বিক্ষোভকারীদের দিকে চলে আসতে পারে, সেই লক্ষ্যণ দেখা যাচ্ছে।
অর্থনীতি দুর্বল হয়েছে
মিয়ানমারের অনেক সরকারি কর্মী আন্দোলনে, বেসরকারি ব্যাঙ্ক বন্ধ, রেল কর্মীরাও অসহযোগে নেমেছেন। এর ফলে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে বলে মনে করেন ব্রিটিশ বিশেষজ্ঞ টম অ্যান্ড্রুজ। তাঁর মতে এখন কড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কঠোর কূটনৈতিক পদক্ষেপ দরকার।
মান্দালয়ে এখন কার্ফিউ চলছে। গত রাতে সেখানে রেল কোয়ার্টারের দিকে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। উত্তর মিয়ানমারে ২০০ জন গ্যাস-কর্মী বিক্ষোভ দেখিয়েছেন। অসমর্থিত খবর হলো, তাঁদের লক্ষ্য করে রবার বুলেট চালানো হয়েছে। ইয়াঙ্গনে নিরাপত্তা বাহিনী যাতে আসতে না পারে, সে জন্য বিক্ষোভকারীরা রাস্তায় গাড়ি রেখে চলে যাচ্ছেন।