1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমার সরকারে সু চিকে পদ দেওয়ার প্রস্তাব

৮ জানুয়ারি ২০১২

মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চিকে সরকারের কোন একটি পদে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সেদেশের এক উপদেষ্টা৷ এদিকে মিয়ানমারের কারাগার থেকে আরও বেশি রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে আহ্বান জানিয়েছে সাবেক বন্দিরা

মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী এং সান সু চিছবি: AP

মিয়ানমারে সম্প্রতি সংস্কারের একটি হাওয়া লেগেছে৷ যার ফলশ্রুতিতে অং সান সু চির দল ন্যশনাল লিগ ফর ডেমক্রেসি বা এনএলডি সম্প্রতি নিবন্ধন করার সুযোগ পায়৷ তাই একসময় গৃহবন্দী থাকা নেত্রী অং সান সু চি আগামী এপ্রিল মাসে অনুষ্ঠেয় একটি উপ নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা করছেন৷ রোববার সরকারের পক্ষ থেকে ইতিবাচক একটি প্রস্তাব দেওয়া হলো এই গণতান্ত্রিক নেত্রীর জন্য৷

মিয়ানমার প্রেসিডেন্ট থেইন সেইন মিয়ানমারের নতুন সংস্কারে একটা ভূমিকা রেখে চলেছেন বলে মনে করা হচ্ছে৷ রোববার তার উপদেষ্টা নাই জিন লাট জানালেন, এনএলডি নেত্রী সু চি চাইলে সরকারেও ভূমিকা রাখতে পারেন৷ সে ক্ষেত্রে তিনি যদি আগামী এপ্রিলের নির্বাচনে বিজয়ী হন তাহলে প্রেসিডেন্ট তাকে স্বাগত জানাবেন৷ আর যদি সু চির ইচ্ছা থাকে তাহলে তাকে সরকারেও একটি উপযুক্ত পদ দেওয়া হবে৷ যাতে করে সু চি দেশের নির্বাহী সিদ্ধান্তেও অংশ নিতে পারেন৷ তবে উপদেষ্টা নাই জিন লাট জানিয়েছেন, সু চি সংসদ ছেড়ে সরকারে আসবেন কিনা সেটা তার সিদ্ধান্তের ব্যাপার৷ এই ব্যাপারে অবশ্য এখনও সু চির কাছ থেকে কোন মতামত পাওয়া যায় নি৷ তিনি এখন এপ্রিলের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই খবর জানা গেছে৷ সেইসময় ৪৮টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে৷

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনছবি: picture-alliance/dpa

দলের মুখপাত্র নিয়ান উইন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সু চি ইয়াঙ্গনের কাছাকাছি কাউমু নামের জায়গা থেকে নির্বাচনে দাঁড়াবেন৷ আগামী ১১ জানুয়ারির পর আমরা প্রার্থীদের তালিকা প্রকাশ করবো৷ আমরা এখনও জানি না তিনি নির্বাচিত হলে কীভাবে এবং কোথায় তিনি তার দায়িত্ব পালন করবেন৷ তিনি কেবল একজন সংসদ সদস্য হয়েই থাকবেন, এমন মন্তব্য করেন এনএলডি মুখপাত্র নিয়ান উইন৷ উল্লেখ্য, মিয়ানমারের সংসদের এক চতুর্থাংশ সামরিক বাহিনীর দখলে৷ সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনও সেনা সমর্থিত সরকারি দলের দখলে৷

এদিকে মিয়ানমারের কারাগারে আটক থাকা রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে সম্প্রতি ছাড়া পাওয়া বন্দিরা৷ উল্লেখ্য, সম্প্রতি কারাগার থেকে ৬,৬৫৬ জন বন্দিকে মুক্তি দেওয়া হয় যাদের মধ্যে ত্রিশজনেরও বেশি রাজনৈতিক বন্দি৷ তাদের একজন ৫২ বছর বয়সী উ চি থান বলেন, আমার বিশ্বাস প্রেসিডেন্ট গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছেন৷ আমরা সেনা শাসনের অধীনে ছিলাম এবং আমাদের অপরাধ ছিল কেবল রাজনীতি করা৷ এখন পরিস্থিতি বদলেছে, তাই আশা করবো প্রেসিডেন্ট আরও রাজনৈতিক বন্দিদের মুক্তি দেবেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ